ETV Bharat / technology

আকর্ষণীয় ছাড়ে মিলছে ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের স্মার্টফোন - Amazon Great Indian Festival Sale

Great Indian Festival: কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। তার আগেই Kickstarter ডিল চালু, এই অফারে OnePlus 11R, Samsung Galaxy S21 FE এবং একাধিক স্মার্টফোন পাওয়া যাবে বেশ সস্তায় ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 23, 2024, 11:14 AM IST

Amazon Great Indian Festiva
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (ছবি OnePlus, Samsung, Amazon)

হায়দরাবাদ: আসন্ন উৎসবের মরসুমের আগে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024 সেল ৷ অনলাইন শপিং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছ 27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই অফার ৷ প্রাইম মেম্বারদের জন্য একদিন আগে থেকে এই সেলের অফার গ্রহণের সুযোগ থাকবে ৷ স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট, টিভি, হোম অ্যাপ্লায়েন্স এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের উপর ইতিমধ্যে ছাড় ঘোষণা করেছে ৷ ক্রেতাদের জন্য আকর্ষণীয় ব্যাংক অফার, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জের অফারও রয়েছে ৷

অম্বানি অন্দর মহলে এল 1 হাজার কোটির জেট বিমান

সেল শুরুর আগেই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন OnePlus 11R এবং Samsung Galaxy S21 FE-এর মতো স্মার্টফোনগুলিতে আকর্ষণীয় ছাড়ের সুযোগ দিচ্ছে ৷ এক কথায় Kickstarter ডিল অ্যামাজনের। এই স্মার্টফোনগুলিতে দাম কমানোর পাশাপাশি সেস্ট ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ডের লেনদেনে উপর 10 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন ৷

OnePlus 11R অফার

OnePlus 11R, এই স্মার্টফোনটি ভারতে 39,999 টাকায় লঞ্চ করা হয়েছিল ৷ তবে Amazon Great Indian Fastival-এটি 27,999 টাকায় কেনা যাবে। ক্রেতারা ব্যাঙ্কের অফার ব্যবহার করে দাম কমিয়ে 26,749 টাকা করতে পারেন। হ্যান্ডসেটটি-তে রয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট ৷ 120Hz রিফ্রেশ রেট ও একটি 6.7-ইঞ্চি সুপার ফ্লুইড AMOLED ডিসপ্লে ৷ এছাড়াও 5,000mAh ব্যাটারি, যা 100W দ্রুত চার্জ হতে সাহয্যে করে ৷

শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল, 40 হাজারের নীচে সেরা স্মার্টফোনের হদিস

Samsung Galaxy S21 FE -র অফার

এছড়াও Samsung Galaxy S21 FE-তে আকর্ষনীয় ছাড়ের সুযোগ রয়েছে । এই স্মার্টফোনটি লঞ্চের সময় দাম ছিল 74,999 টাকা ৷ তবে ধীরে ধীরে এটার দাম অনেকটাই কমেছে ৷ Amazon Great Indian Festival 2024 সেল এই স্মার্টফোনটি 26,999 টাকায় কেনা যাবে। এতে রয়েছে 6.4-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X 120Hz ডিসপ্লে এবং 4,500mAh ব্যাটারি।

এছাড়াও, OnePlus Nord CE 4 Lite 5G, যার দাম 20,999 টাকা, সমস্ত ব্যাঙ্ক অফারে 17,999 টাকায় কেনা যাবে ৷ এই স্মার্টফোনটিতে 80W SuperVOOC চার্জিং সহ একটি 5,500mAh ব্যাটারি রয়েছে । iQOO Z9s Pro 5G, Realme Narzo 70 Turbo 5G এবং Lava Blaze Curve-এর মতো অন্যান্য স্মার্টফোনেও আকর্ষণীয় অফার রয়েছে ৷ চাইলে এখনই উইসলিস্টে অ্যাড করে রাখতে পারেন এইগুলি ৷

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite এ

হায়দরাবাদ: আসন্ন উৎসবের মরসুমের আগে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024 সেল ৷ অনলাইন শপিং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছ 27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই অফার ৷ প্রাইম মেম্বারদের জন্য একদিন আগে থেকে এই সেলের অফার গ্রহণের সুযোগ থাকবে ৷ স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট, টিভি, হোম অ্যাপ্লায়েন্স এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের উপর ইতিমধ্যে ছাড় ঘোষণা করেছে ৷ ক্রেতাদের জন্য আকর্ষণীয় ব্যাংক অফার, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জের অফারও রয়েছে ৷

অম্বানি অন্দর মহলে এল 1 হাজার কোটির জেট বিমান

সেল শুরুর আগেই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন OnePlus 11R এবং Samsung Galaxy S21 FE-এর মতো স্মার্টফোনগুলিতে আকর্ষণীয় ছাড়ের সুযোগ দিচ্ছে ৷ এক কথায় Kickstarter ডিল অ্যামাজনের। এই স্মার্টফোনগুলিতে দাম কমানোর পাশাপাশি সেস্ট ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ডের লেনদেনে উপর 10 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন ৷

OnePlus 11R অফার

OnePlus 11R, এই স্মার্টফোনটি ভারতে 39,999 টাকায় লঞ্চ করা হয়েছিল ৷ তবে Amazon Great Indian Fastival-এটি 27,999 টাকায় কেনা যাবে। ক্রেতারা ব্যাঙ্কের অফার ব্যবহার করে দাম কমিয়ে 26,749 টাকা করতে পারেন। হ্যান্ডসেটটি-তে রয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট ৷ 120Hz রিফ্রেশ রেট ও একটি 6.7-ইঞ্চি সুপার ফ্লুইড AMOLED ডিসপ্লে ৷ এছাড়াও 5,000mAh ব্যাটারি, যা 100W দ্রুত চার্জ হতে সাহয্যে করে ৷

শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল, 40 হাজারের নীচে সেরা স্মার্টফোনের হদিস

Samsung Galaxy S21 FE -র অফার

এছড়াও Samsung Galaxy S21 FE-তে আকর্ষনীয় ছাড়ের সুযোগ রয়েছে । এই স্মার্টফোনটি লঞ্চের সময় দাম ছিল 74,999 টাকা ৷ তবে ধীরে ধীরে এটার দাম অনেকটাই কমেছে ৷ Amazon Great Indian Festival 2024 সেল এই স্মার্টফোনটি 26,999 টাকায় কেনা যাবে। এতে রয়েছে 6.4-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X 120Hz ডিসপ্লে এবং 4,500mAh ব্যাটারি।

এছাড়াও, OnePlus Nord CE 4 Lite 5G, যার দাম 20,999 টাকা, সমস্ত ব্যাঙ্ক অফারে 17,999 টাকায় কেনা যাবে ৷ এই স্মার্টফোনটিতে 80W SuperVOOC চার্জিং সহ একটি 5,500mAh ব্যাটারি রয়েছে । iQOO Z9s Pro 5G, Realme Narzo 70 Turbo 5G এবং Lava Blaze Curve-এর মতো অন্যান্য স্মার্টফোনেও আকর্ষণীয় অফার রয়েছে ৷ চাইলে এখনই উইসলিস্টে অ্যাড করে রাখতে পারেন এইগুলি ৷

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite এ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.