হায়দরাবাদ: উৎসবের মরশুমকে আরও আনন্দে ভরিয়ে তুলতে ভারতী এয়ারটেল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ অফার ৷ গ্রাহকদের জন্য বেশ কয়েকটি প্ল্যানে অতিরিক্ত ডেটা এবং OTT সাবস্ক্রিপশনের সুবিধা রয়েছে । তবে এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 11 সেপ্টেম্বরের আগে যাঁরা রিচার্জ করবেন শুধুমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন। এয়ারটেলের দেওয়া অন্যান্য রিচার্জ প্ল্যানগুলির বিশদে বিবরণ দেওয়া রয়েছে।
Airtel 979 টাকার রিচার্জ প্ল্যান
- এই রিচার্জ প্ল্যানে 84 দিনের বৈধতা রয়েছে ৷ এছাড়াও রয়েছে সীমাহীন ভয়েস কলের সুবিধা ৷ প্রতিদিন 100টি SMS এবং প্রতিদিন 2GB ডেটার মতো সুবিধা রয়েছে।
- Airtel Xtreme Play Premium (22+ OTT সাবস্ক্রিকশন), Apollo 24/7 অ্যাক্সেস 3 মাসের জন্য, বিনামূল্যে Hello tunes, Reward Mini সাবস্ক্রিপশন পান।
- তাছাড়া, এই প্ল্যান রিচার্জের সঙ্গে অতিরিক্ত 10GB ডেটা রয়েছে । মেয়াদ 28 দিনের।
Airtel 1029 টাকার রিচার্জ প্ল্যান
- এটি প্রতিদিন 2GB ডেটা, 100টি SMS এবং সীমাহীন ভয়েস কলের সুবিধা। এই রিচার্জের বৈধতা 84 দিন।
- এছড়াও রয়েছে 3 মাসের Disney+ Hotstar অ্যাক্সেস, Reward Mini সাবস্ক্রিপশন, Apollo 24/7, বিনামূল্যে Halotunes।
- রিচার্জে একটি বিনামূল্যে 10GB ডেটা কুপনের পাশাপাশি, Airtel একটি উত্সব অফার হিসাবে বিনামূল্যে এক্সট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সিবুধা ৷ এই রিচার্জ প্ল্যানের বৈধতা 28 দিন।
Airtel 3,599 রিচার্জ প্ল্যান:
- এই রিচার্জের 365 দিনের মেয়াদ ৷ সীমাহীন ভয়েস কল, প্রতিদিন 100টি SMS, প্রতিদিন 2GB ডেটা।
- Airtel Apollo 24/7 সার্কেল এবং বিনামূল্যে Halotunes অ্যাক্সেস 3 মাসের জন্য।
- উপরন্তু, Airtel এই রিচার্জের সঙ্গে অতিরিক্ত 10GB ডেটা এবং Airtel Extreme Play Premium-এ অ্যাক্সেস পাবেন গ্রাহকরা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা 28 দিন।
অষ্টম বর্ষপূর্তিতে গ্রাহকের জন্য 'যাদু কি ঝাঁপ্পি' জিও-র, মিলছে 10 জিবি ফ্রি ডেটা