ETV Bharat / technology

আগামী সপ্তাহে বিক্রি শুরু এসারের স্মার্টফোনের - ACER SMARTPHONES

ভারতের বাজারে Acer Super ZX, Acer Super ZX Pro স্মার্টফোন লঞ্চ করল এসার । মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, 64MP ক্যামেরা এবং 5000-এর এমএএইচ ব্যাটারি রয়েছে।

Acer Super ZX
Acer Super ZX স্মার্টফোন (ছবি Mukul Sharma x account)
author img

By ETV Bharat Tech Team

Published : April 15, 2025 at 5:23 PM IST

3 Min Read

হায়দরাবাদ: ল্যাপটপ ও কম্পিউটার প্রস্তুতকারক ব্র্যান্ড Acer, ভারতীয় স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করেছে। আজই সংস্থাটি Acer Super ZX নামে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে । যদিও দাম ঘোষণা করেনি, মনে করা হচ্ছে দাম 10 হাজারেরও কম হবে ৷ এটি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে । দু’টি মডেলই কালো রঙে পাওয়া যাবে ৷ প্রথমটি 25 এপ্রিল থেকে Amazon.in-এর মাধ্যমে বিক্রি শুরু হবে ৷

Acer Super ZX এর ফিচার
কোম্পানিটি তাদের মাইক্রোসাইটে ফোনটির সমস্ত ফিচার ইতিমধ্যেই প্রকাশ করেছে । Acer Super ZX মডেলে রয়েছে আধুনিক MediaTek Dimensity 6300 প্রসেসর, এটি 5G সংযোগ সমর্থন করে। এই ফোনটি মাত্র 8.6 মিমি পাতলা ৷ এতে হাইপার ইঞ্জিন গেমিং এবং ডায়নামিক র‍্যাম সাপোর্ট রয়েছে ৷ যা গেমিং এবং মাল্টিটাস্কিং-য়ের সময়ে কোনও সমস্যা করে না ৷

Acer Super ZX Ultra-Bright FHD+ ডিসপ্লে
এই সেগমেন্টের এই মডেলটিতে রয়েছে অতি-উজ্জ্বল FHD+ ডিসপ্লে ৷ যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz, যা মসৃণ এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করে। ফটোগ্রাফির জন্য, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি 64MP মেইন ক্যামেরা (সোনি সেন্সর), একটি 2MP বিশেষ সেন্সর এবং একটি 2MP মাইক্রো লেন্স রয়েছে । সংস্থার দাবি, এই সেগমেন্টের এটি প্রথম ফোন যেখানে 64 মেগাপিক্সেল সনি সেন্সর এবং এআই-ভিত্তিক ইমেজ এনহ্যান্সমেন্ট ফিচার রয়েছে ৷ ফলে কম আলোতেও ভালো ছবি তোলা যায়।

ফোনটিতে 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে
ফোনটিতে 5000 এমএএইচ ব্যাটারি থাকায় যা দীর্ঘ সময় ধরে চলে। যথেষ্ট ব্যবহারের পরও ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।

Acer Super ZX Pro: বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন

Acer ভারতীয় বাজারে নতুন Super ZX সিরিজ লঞ্চ করেছে ৷ যার মধ্যে রয়েছে Super ZX Pro এবং Super ZX। এই স্মার্টফোনগুলি আকর্ষণীয় ডিজাইন, স্পেশাল ফিচারেপ পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷

সুপার জেডএক্স প্রো মডেলটিতে 6.7 ইঞ্চির FHD+ 120Hz OLED ডিসপ্লে রয়েছে ৷ যা গেমিং এবং ভিডিয়ো দেখার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর, ইউএফএস 4.1 স্টোরেজ এবং আইপি64 রেটিং। ক্যামেরায় OIS ফিচার-সহ 50MP IMX882 মেইন সেন্সর এবং একটি 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে ৷ ফ্রন্ট ক্যামেরাটি 50 MP হওয়ায় সেলফির জন্য দুর্দান্ত।

এছাড়াও এতে 5000mAh ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ধরে চলে ৷ যা এই ফোনটিকে মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ করে তোলে। বাজেট সেগমেন্টে দুটি ফোনই দুর্দান্ত বিকল্প, স্টাইলিশ ডিজাইন এবং পারফরম্যান্স থাকবে বলে মনে করা হচ্ছে । এই সিরিজের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে এসার তার নিজের জায়গা শক্তিশালী করেছে বলে মনে করছেন টেকস্যাভিরা । এই মডেলটির দাম 17,990 টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

দু‘মিটার উঁচু থেকে পড়েও অক্ষত থাকবে স্মার্টফোন

হায়দরাবাদ: ল্যাপটপ ও কম্পিউটার প্রস্তুতকারক ব্র্যান্ড Acer, ভারতীয় স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করেছে। আজই সংস্থাটি Acer Super ZX নামে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছে । যদিও দাম ঘোষণা করেনি, মনে করা হচ্ছে দাম 10 হাজারেরও কম হবে ৷ এটি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে । দু’টি মডেলই কালো রঙে পাওয়া যাবে ৷ প্রথমটি 25 এপ্রিল থেকে Amazon.in-এর মাধ্যমে বিক্রি শুরু হবে ৷

Acer Super ZX এর ফিচার
কোম্পানিটি তাদের মাইক্রোসাইটে ফোনটির সমস্ত ফিচার ইতিমধ্যেই প্রকাশ করেছে । Acer Super ZX মডেলে রয়েছে আধুনিক MediaTek Dimensity 6300 প্রসেসর, এটি 5G সংযোগ সমর্থন করে। এই ফোনটি মাত্র 8.6 মিমি পাতলা ৷ এতে হাইপার ইঞ্জিন গেমিং এবং ডায়নামিক র‍্যাম সাপোর্ট রয়েছে ৷ যা গেমিং এবং মাল্টিটাস্কিং-য়ের সময়ে কোনও সমস্যা করে না ৷

Acer Super ZX Ultra-Bright FHD+ ডিসপ্লে
এই সেগমেন্টের এই মডেলটিতে রয়েছে অতি-উজ্জ্বল FHD+ ডিসপ্লে ৷ যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz, যা মসৃণ এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করে। ফটোগ্রাফির জন্য, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি 64MP মেইন ক্যামেরা (সোনি সেন্সর), একটি 2MP বিশেষ সেন্সর এবং একটি 2MP মাইক্রো লেন্স রয়েছে । সংস্থার দাবি, এই সেগমেন্টের এটি প্রথম ফোন যেখানে 64 মেগাপিক্সেল সনি সেন্সর এবং এআই-ভিত্তিক ইমেজ এনহ্যান্সমেন্ট ফিচার রয়েছে ৷ ফলে কম আলোতেও ভালো ছবি তোলা যায়।

ফোনটিতে 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে
ফোনটিতে 5000 এমএএইচ ব্যাটারি থাকায় যা দীর্ঘ সময় ধরে চলে। যথেষ্ট ব্যবহারের পরও ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন হবে না।

Acer Super ZX Pro: বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন

Acer ভারতীয় বাজারে নতুন Super ZX সিরিজ লঞ্চ করেছে ৷ যার মধ্যে রয়েছে Super ZX Pro এবং Super ZX। এই স্মার্টফোনগুলি আকর্ষণীয় ডিজাইন, স্পেশাল ফিচারেপ পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷

সুপার জেডএক্স প্রো মডেলটিতে 6.7 ইঞ্চির FHD+ 120Hz OLED ডিসপ্লে রয়েছে ৷ যা গেমিং এবং ভিডিয়ো দেখার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর, ইউএফএস 4.1 স্টোরেজ এবং আইপি64 রেটিং। ক্যামেরায় OIS ফিচার-সহ 50MP IMX882 মেইন সেন্সর এবং একটি 5MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে ৷ ফ্রন্ট ক্যামেরাটি 50 MP হওয়ায় সেলফির জন্য দুর্দান্ত।

এছাড়াও এতে 5000mAh ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ধরে চলে ৷ যা এই ফোনটিকে মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ করে তোলে। বাজেট সেগমেন্টে দুটি ফোনই দুর্দান্ত বিকল্প, স্টাইলিশ ডিজাইন এবং পারফরম্যান্স থাকবে বলে মনে করা হচ্ছে । এই সিরিজের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে এসার তার নিজের জায়গা শক্তিশালী করেছে বলে মনে করছেন টেকস্যাভিরা । এই মডেলটির দাম 17,990 টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

দু‘মিটার উঁচু থেকে পড়েও অক্ষত থাকবে স্মার্টফোন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.