ETV Bharat / technology

2 হাজার টাকায় ঘরে আনুন ইয়ামাহার হাইব্রিড সংস্করণের বাইক - 2025 YAMAHA FZ S FI

Yamaha ভারতে 2025 সালের Yamaha FZ-S FI মোটরসাইকেল লঞ্চ করেছে । নতুন মডেলে কসমেটিক পরিবর্তন এবং নতুন রঙের বিকল্প রয়েছে।

Yamaha FZ-S
2025 Yamaha FZ-S FI তে রয়েছে একাধিক স্পেশাল ফিচার (ছবি Yamaha)
author img

By ETV Bharat Tech Team

Published : April 9, 2025 at 5:32 PM IST

2 Min Read

হায়দরাবাদ: জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা Yamaha ভারতে এনেছে 2025 Yamaha FZ-S FI । আগের মডেলের তুলনায়, আপডেটেড ভার্সনে এই বাইকটির কসমেটিক পরিবর্তন এবং 3,600 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে । প্রসঙ্গত, জাপানি টু-হুইলার কোম্পানিটি আপডেটেড মডেলটিকে হাইব্রিড সংস্করণ বলে উল্লেখ করেছে ।

2025 Yamaha FZ S FI: স্পেসিফিকেশন

যান্ত্রিকভাবে, মোটরসাইকেলটি আগের মতোই আছে। এটিতে একটি 149 সিসি, এয়ার-কুলড, 4-স্ট্রোক, SOHC, 2-ভালভ ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি OBD2B অনুগত এবং E20 সামঞ্জস্যপূর্ণ। এটি 7,250 rpm-এ সর্বোচ্চ 12.2 bhp পাওয়ার এবং 5,500 rpm-এ সর্বোচ্চ 13.3 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ।

এটিতে 17 ইঞ্চি চাকা-সহ সামনে এবং পিছনে উভয় দিকেই সিঙ্গেল-ডিস্ক ব্রেক রয়েছে ৷ বাইকটিতে সিঙ্গেল-চ্যানেল ABS, 1,330 মিমি হুইলবেস এবং 165 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে । এছাড়া, নতুন FZ-S FI-তে স্মার্টফোন সংযোগের জন্য Y মডেল ব্লুটুথ Connect ফিচার-সহ একটি LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

2025 Yamaha FZ S FI-এ নতুন কী?

2025 Yamaha FZ-S FI এর ডিজাইনে আগের মডলের সঙ্গে মিল থাকলেও, পরিবর্তন করা হয়েছে ৷ আগের মতো এতে টার্ন ইন্ডিকেটর রয়েছে । আপডেটেড মডেলে, হেডল্যাম্প ক্ল্যাডিংয়ের দিক থেকে ইন্ডিকেটরগুলিকে জ্বালানি ট্যাঙ্কের পাশে স্থানান্তরিত করা হয়েছে। তাছাড়া, নতুন FZ-S FI মডেলটি কালো এবং ধূসর রঙের শেড দেওয়া হয়েছে । 2025 Yamaha FZ-S FI ম্যাট ব্ল্যাক, আইস ফ্লুও-ভার্মিলিয়ন, মেটালিক গ্রে এবং সাইবার গ্রিনের শেডে পাওয়া যাচ্ছে।

2025 Yamaha FZ-S-এর দাম ও ডেলিভারি

আপডেট করা FZ-S FI মডেলের দাম 1,35,800 টাকা (এক্স-শোরুম)। Yamaha FZ লাইনআপে ছয়টি ভ্যারিয়েন্ট রয়েছে - FZ-S Fi Hybrid, 2025 FZ-S Fi, FZ-S Fi Ver.4 DLX, FZ-S Fi Ver.4, FZ-S Fi Ver.3, এবং FZ-Fi। বর্তমানে, FZ লাইনআপের দাম 1.18 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে 1.45 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত । নতুন FZ0S FI মডলটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 2 হাজার টাকায় বুক করতে পারেন ৷ নিকটতম Yamaha ডিলারশিপ থেকে মোটরসাইকেলটি কিনতে পারবেন আগ্রহীরা ৷

চিনা সংস্থা BYD প্ল্যান্টে মিলল না সবুজ সংকেত, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের

প্রতিযোগিতায় রয়্যাল এনফিল্ডের দু’টি মডেল, কোনটা কিনবেন ?

হায়দরাবাদ: জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা Yamaha ভারতে এনেছে 2025 Yamaha FZ-S FI । আগের মডেলের তুলনায়, আপডেটেড ভার্সনে এই বাইকটির কসমেটিক পরিবর্তন এবং 3,600 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে । প্রসঙ্গত, জাপানি টু-হুইলার কোম্পানিটি আপডেটেড মডেলটিকে হাইব্রিড সংস্করণ বলে উল্লেখ করেছে ।

2025 Yamaha FZ S FI: স্পেসিফিকেশন

যান্ত্রিকভাবে, মোটরসাইকেলটি আগের মতোই আছে। এটিতে একটি 149 সিসি, এয়ার-কুলড, 4-স্ট্রোক, SOHC, 2-ভালভ ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি OBD2B অনুগত এবং E20 সামঞ্জস্যপূর্ণ। এটি 7,250 rpm-এ সর্বোচ্চ 12.2 bhp পাওয়ার এবং 5,500 rpm-এ সর্বোচ্চ 13.3 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত ।

এটিতে 17 ইঞ্চি চাকা-সহ সামনে এবং পিছনে উভয় দিকেই সিঙ্গেল-ডিস্ক ব্রেক রয়েছে ৷ বাইকটিতে সিঙ্গেল-চ্যানেল ABS, 1,330 মিমি হুইলবেস এবং 165 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে । এছাড়া, নতুন FZ-S FI-তে স্মার্টফোন সংযোগের জন্য Y মডেল ব্লুটুথ Connect ফিচার-সহ একটি LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

2025 Yamaha FZ S FI-এ নতুন কী?

2025 Yamaha FZ-S FI এর ডিজাইনে আগের মডলের সঙ্গে মিল থাকলেও, পরিবর্তন করা হয়েছে ৷ আগের মতো এতে টার্ন ইন্ডিকেটর রয়েছে । আপডেটেড মডেলে, হেডল্যাম্প ক্ল্যাডিংয়ের দিক থেকে ইন্ডিকেটরগুলিকে জ্বালানি ট্যাঙ্কের পাশে স্থানান্তরিত করা হয়েছে। তাছাড়া, নতুন FZ-S FI মডেলটি কালো এবং ধূসর রঙের শেড দেওয়া হয়েছে । 2025 Yamaha FZ-S FI ম্যাট ব্ল্যাক, আইস ফ্লুও-ভার্মিলিয়ন, মেটালিক গ্রে এবং সাইবার গ্রিনের শেডে পাওয়া যাচ্ছে।

2025 Yamaha FZ-S-এর দাম ও ডেলিভারি

আপডেট করা FZ-S FI মডেলের দাম 1,35,800 টাকা (এক্স-শোরুম)। Yamaha FZ লাইনআপে ছয়টি ভ্যারিয়েন্ট রয়েছে - FZ-S Fi Hybrid, 2025 FZ-S Fi, FZ-S Fi Ver.4 DLX, FZ-S Fi Ver.4, FZ-S Fi Ver.3, এবং FZ-Fi। বর্তমানে, FZ লাইনআপের দাম 1.18 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে 1.45 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত । নতুন FZ0S FI মডলটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 2 হাজার টাকায় বুক করতে পারেন ৷ নিকটতম Yamaha ডিলারশিপ থেকে মোটরসাইকেলটি কিনতে পারবেন আগ্রহীরা ৷

চিনা সংস্থা BYD প্ল্যান্টে মিলল না সবুজ সংকেত, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের

প্রতিযোগিতায় রয়্যাল এনফিল্ডের দু’টি মডেল, কোনটা কিনবেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.