ETV Bharat / technology

4.2 ইঞ্চি TFT ডিসপ্লে ও আপডেটেড ফিচারে বাজারে এল নতুন স্কুটি - 2025 HONDA DIO 125

গ্রাহক টানতে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটারস লিমিটেড ভারতের বাজারে এনেছে টিএফটি ডিসপ্লের স্কুটটি 2025 HONDA DIO 125 ৷ ডিসপ্লের পাশাপাশি রয়েছে H-Smart ফিচার ৷

2025 Honda Dio 125
2025 Honda Dio 125-তে রয়েছে OBD2B ইঞ্জিন (ছবি Honda Motorcycles & Scooters Limited)
author img

By ETV Bharat Tech Team

Published : April 17, 2025 at 11:21 AM IST

3 Min Read

হায়দরাবাদ: বিগত কয়েক বছর ধরে দেশীয় বাজারে স্কুটির চাহিদা উল্লেখযোগ্যহারে বেড়েছে ৷ ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বাইক ও স্কুটিতেও আপডেটেড ফিচার যোগ হচ্ছে ৷ পাশাপাশি ডিজাইনেও পরিবর্তন করা হচ্ছে ৷ Honda Motorcycles & Scooters Limited সদ্য আনল হোন্ডা ডিও 125 স্কুটির আপডেটেড মডেল । এই মডেলে ডিজাইনের পাশপাশি ইঞ্জিনেও পরিবর্তন করা হয়েছে ৷ 2025 Honda Dio 125 মডেলে রয়েছে OBD2B ইঞ্জিন ৷ জাপানি টু-হুইলার কোম্পানিটি Honda Shine 100 বাইকেও OBD2B ইঞ্জিন ব্যবহার করেছে ৷

2025 Honda Dio 125-এর দাম

2025 Honda Dio 125 মডেলটি ভারতে দু’টি ভ্য়ারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ দু’টি মডেলে রয়েছে DLX এবং H-Smart ফিচার। আপডেটেড ফিচারে লঞ্চ করা মডেলদু’টির দাম থেকে বেশি ৷ বেস ভ্যারিয়েন্ট DLX এর দাম শুরু হচ্ছে 96,749 টাকা (এক্স-শোরুম), যা আগের মডেলের থেকে 8,798 টাকা বেশি । H-Smart ভ্যারিয়েন্টের দাম 1.02 লক্ষ টাকা (এক্স-শোরুম)। ২2025 Honda Dio 125 মডেলটি পাঁচটি রঙের ভ্যারিয়েন্টে ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, পার্ল স্পোর্টস ইয়েলো, পার্ল ইগনিস ব্ল্যাক এবং ইম্পেরিয়াল রেড-এ পাওয়া যাচ্ছে ।

2025 Honda Dio 125-এ নতুন ফিচার

এই স্কুটারটির প্রধান আকর্ষণ হলো এতে OBD2B ইঞ্জিন রয়েছে । এই মডেলগুলির গ্রাফিক্সেও কিছুটা পরিবর্তন করা হয়েছে । টপ-স্পেক H-Smart ভ্যারিয়েন্টটিতে নতুন 4.2-ইঞ্চি TFT ডিসপ্লে দেওয়া হয়েছে । এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোগ, Honda RoadSync অ্যাপ সংযোগ, ট্রিপ ক্লক, সাইড স্ট্যান্ড, স্মার্ট কী এবং ব্যাটারি নোটিফিকেশন, ECO নোটিফিকেশন এবং ইন্ডিকেটর রয়েছে । ড্যাশবোর্ডটি প্রথম দেওয়া হয়েছিল 2025 Honda Activa স্কুটারে চালু করা হয়েছিল ৷ এবার Honda-র Dio 125তে দেওয়া হয়েছে ৷

2025 Honda Dio 125: ইঞ্জিন স্পেসিফিকেশন

ইঞ্জিনের দিক থেকে নতুন Honda Dio 125-এ আগের মতোই রয়েছে। এটিতে আগের মতোই 123..92 সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেকশন ইঞ্জিন রয়েছে ৷ তবে এই ইঞ্জিনটি OBD2B ৷ যা 8.19 bhp পাওয়ার এবং 10.5 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটিকে একটি অ্যাডভান্সড idle স্টার্ট-স্টপ সিস্টেম রয়েছে । ফলে, ফুয়েল ইকোনমির সুবিধা পাবেন গ্রাহকরা।

2025 Honda Dio 125 -এর লক স্পেসিকেশন

ফিচারেরদিক থেকে, 2025 Honda Dio 125 আগের মতো রয়েছে, কয়েকটি পরবির্তন ছাড়া । যার মধ্যে উল্লেখযোগ্য H-Smart ভ্যারিয়েন্টে রয়েছে স্মার্ট কী, যা স্মার্ট ফাইন্ড, স্মার্ট আনলক, স্মার্ট স্টার্ট এবং আরও একাধিক ফিচার ৷ এছাড়াও, চুরি ঠেকাতে স্মার্ট সেফ ফিচার রয়েছে ৷ নতুন সুরক্ষা ডিভাইস ECU (ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট) এবং চুরির থেকে র ক্ষা করতে স্মার্ট কী দেওয়া হয়েছে ৷

আগের মতোই টাইপ-সি USB চার্জিং পোর্ট রয়েছে ৷ লক মোড ফিচারে একটি 5-ইন-1 ফাংশন (লক হ্যান্ডেল, ইগনিশন অফ, ফুয়েল লিড খোলা, সিট খোলা এবং ইগনিশন) যোগ করা হয়েছে ৷ রিমোট কী দিয়ে সমস্ত ফাংশন অপারেট করা যাবে ৷

আপডেটেড Cruise Control সিস্টেম-সহ এল সুজুকি হায়াবুসা

হায়দরাবাদ: বিগত কয়েক বছর ধরে দেশীয় বাজারে স্কুটির চাহিদা উল্লেখযোগ্যহারে বেড়েছে ৷ ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বাইক ও স্কুটিতেও আপডেটেড ফিচার যোগ হচ্ছে ৷ পাশাপাশি ডিজাইনেও পরিবর্তন করা হচ্ছে ৷ Honda Motorcycles & Scooters Limited সদ্য আনল হোন্ডা ডিও 125 স্কুটির আপডেটেড মডেল । এই মডেলে ডিজাইনের পাশপাশি ইঞ্জিনেও পরিবর্তন করা হয়েছে ৷ 2025 Honda Dio 125 মডেলে রয়েছে OBD2B ইঞ্জিন ৷ জাপানি টু-হুইলার কোম্পানিটি Honda Shine 100 বাইকেও OBD2B ইঞ্জিন ব্যবহার করেছে ৷

2025 Honda Dio 125-এর দাম

2025 Honda Dio 125 মডেলটি ভারতে দু’টি ভ্য়ারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ দু’টি মডেলে রয়েছে DLX এবং H-Smart ফিচার। আপডেটেড ফিচারে লঞ্চ করা মডেলদু’টির দাম থেকে বেশি ৷ বেস ভ্যারিয়েন্ট DLX এর দাম শুরু হচ্ছে 96,749 টাকা (এক্স-শোরুম), যা আগের মডেলের থেকে 8,798 টাকা বেশি । H-Smart ভ্যারিয়েন্টের দাম 1.02 লক্ষ টাকা (এক্স-শোরুম)। ২2025 Honda Dio 125 মডেলটি পাঁচটি রঙের ভ্যারিয়েন্টে ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, পার্ল স্পোর্টস ইয়েলো, পার্ল ইগনিস ব্ল্যাক এবং ইম্পেরিয়াল রেড-এ পাওয়া যাচ্ছে ।

2025 Honda Dio 125-এ নতুন ফিচার

এই স্কুটারটির প্রধান আকর্ষণ হলো এতে OBD2B ইঞ্জিন রয়েছে । এই মডেলগুলির গ্রাফিক্সেও কিছুটা পরিবর্তন করা হয়েছে । টপ-স্পেক H-Smart ভ্যারিয়েন্টটিতে নতুন 4.2-ইঞ্চি TFT ডিসপ্লে দেওয়া হয়েছে । এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোগ, Honda RoadSync অ্যাপ সংযোগ, ট্রিপ ক্লক, সাইড স্ট্যান্ড, স্মার্ট কী এবং ব্যাটারি নোটিফিকেশন, ECO নোটিফিকেশন এবং ইন্ডিকেটর রয়েছে । ড্যাশবোর্ডটি প্রথম দেওয়া হয়েছিল 2025 Honda Activa স্কুটারে চালু করা হয়েছিল ৷ এবার Honda-র Dio 125তে দেওয়া হয়েছে ৷

2025 Honda Dio 125: ইঞ্জিন স্পেসিফিকেশন

ইঞ্জিনের দিক থেকে নতুন Honda Dio 125-এ আগের মতোই রয়েছে। এটিতে আগের মতোই 123..92 সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেকশন ইঞ্জিন রয়েছে ৷ তবে এই ইঞ্জিনটি OBD2B ৷ যা 8.19 bhp পাওয়ার এবং 10.5 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটিকে একটি অ্যাডভান্সড idle স্টার্ট-স্টপ সিস্টেম রয়েছে । ফলে, ফুয়েল ইকোনমির সুবিধা পাবেন গ্রাহকরা।

2025 Honda Dio 125 -এর লক স্পেসিকেশন

ফিচারেরদিক থেকে, 2025 Honda Dio 125 আগের মতো রয়েছে, কয়েকটি পরবির্তন ছাড়া । যার মধ্যে উল্লেখযোগ্য H-Smart ভ্যারিয়েন্টে রয়েছে স্মার্ট কী, যা স্মার্ট ফাইন্ড, স্মার্ট আনলক, স্মার্ট স্টার্ট এবং আরও একাধিক ফিচার ৷ এছাড়াও, চুরি ঠেকাতে স্মার্ট সেফ ফিচার রয়েছে ৷ নতুন সুরক্ষা ডিভাইস ECU (ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট) এবং চুরির থেকে র ক্ষা করতে স্মার্ট কী দেওয়া হয়েছে ৷

আগের মতোই টাইপ-সি USB চার্জিং পোর্ট রয়েছে ৷ লক মোড ফিচারে একটি 5-ইন-1 ফাংশন (লক হ্যান্ডেল, ইগনিশন অফ, ফুয়েল লিড খোলা, সিট খোলা এবং ইগনিশন) যোগ করা হয়েছে ৷ রিমোট কী দিয়ে সমস্ত ফাংশন অপারেট করা যাবে ৷

আপডেটেড Cruise Control সিস্টেম-সহ এল সুজুকি হায়াবুসা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.