ETV Bharat / state

বিশ্বে প্রথমবার! প্রাণীজগতের তালিকা প্রকাশের পথে ভারত - zsi launched Indian fauna list

ZSI Launched Indian Fauna List: বিশ্বে প্রথমবার! প্রাণীজগতের তালিকা প্রকাশ করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷ সেখানে অ্যামিবা থেকে শুরু করে পতঙ্গ প্রজাতির প্রাণীও তালিকা ভুক্ত থাকবে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 2:42 PM IST

Updated : Jun 28, 2024, 12:20 PM IST

ZSI Launched Indian Fauna List
প্রাণী জগতের তালিকা প্রকাশ করতে চলেছে ভারত (ইটিভি ভারত)

কলকাতা, 27 জুন: শীঘ্রই প্রাণী জগতের তালিকা প্রকাশ করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷ 1750 সাল থেকে আজ পর্যন্ত 100,000 এরও বেশি প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে ভারতে। সেই সকল প্রাণীদের তথ্য সম্পর্কিত সম্পূর্ণ তালিকা করা হবে একটি পোর্টালে ৷ আগামী রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যামে চালু করা হবে এই পোর্টাল। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 109তম প্রতিষ্ঠা দিবসে উদ্বোধন করা হবে এই পোর্টালের ৷

প্রাণীজগতের তালিকা প্রকাশ করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ইটিভি ভারত)

একটি অনুষ্ঠানে জেডএসআই বা ভারতের প্রাণী বিদ্যা সর্বেক্ষণের ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, "বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ যে প্রাণীজগতের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে চলেছে। আজ পর্যন্ত আমাদের দেশে যা যে সমস্ত প্রাণী আবিষ্কৃত হয়েছে তার বিস্তারিত তালিকা আমরা প্রকাশ করতে চলেছি। সেই তালিকায় থাকবে এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রজাতির মশার মতো পতঙ্গ থাকবে ৷ তবে এই প্রাণীর সংখ্যা কত হবে তা এখনই বলা যাবে না ৷"

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই), দেশের প্রাচীনতম প্রাণীজগত গবেষণা সংস্থা। আগামী 30 জুন তার 109 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে ৷ সেই দিনটিকে স্মরণে রাখতে আগামী 1 থেকে 3 জুলাই পর্যন্ত প্রাণী ট্যাক্সনামি বা শ্রেণিবিন্যাস সামিট- 2024 এর আয়োজন করা হয়েছে । জেডএসআই-এর পরিচালক ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন," অন্যান্য দেশের কিছু স্তন্যপায়ী প্রাণী, উভচর বা পোকামাকড়ের নামও নথিভুক্ত থাকতে পারে । ভারত উল্লেখযোগ্যভাবে জৈব-বৈচিত্র্যপূর্ণ দেশ।"

তিনি আরও জানান, কার্ল লিনিয়াসের সময় থেকেই ভারতের কাছে এক লক্ষ্যেরও বেশি প্রজাতির প্রাণী আছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেই 'ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট' (Fauna of India Checklist Portal) পোর্টাল চালু করবেন। তিনি 2023 সালে ভারতে আবিষ্কৃত প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির একটি তালিকাও প্রকাশ করবেন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক মউ সাক্ষর করবে জেডএসআই। উল্লেখ্য, গত বছর ভারতে 600 টিরও বেশি প্রাণী এবং 300টিরও বেশি উদ্ভিদের প্রজাতি আবিষ্কৃত হয়েছিল।

কলকাতা, 27 জুন: শীঘ্রই প্রাণী জগতের তালিকা প্রকাশ করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷ 1750 সাল থেকে আজ পর্যন্ত 100,000 এরও বেশি প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে ভারতে। সেই সকল প্রাণীদের তথ্য সম্পর্কিত সম্পূর্ণ তালিকা করা হবে একটি পোর্টালে ৷ আগামী রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যামে চালু করা হবে এই পোর্টাল। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 109তম প্রতিষ্ঠা দিবসে উদ্বোধন করা হবে এই পোর্টালের ৷

প্রাণীজগতের তালিকা প্রকাশ করতে চলেছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ইটিভি ভারত)

একটি অনুষ্ঠানে জেডএসআই বা ভারতের প্রাণী বিদ্যা সর্বেক্ষণের ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, "বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ যে প্রাণীজগতের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে চলেছে। আজ পর্যন্ত আমাদের দেশে যা যে সমস্ত প্রাণী আবিষ্কৃত হয়েছে তার বিস্তারিত তালিকা আমরা প্রকাশ করতে চলেছি। সেই তালিকায় থাকবে এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রজাতির মশার মতো পতঙ্গ থাকবে ৷ তবে এই প্রাণীর সংখ্যা কত হবে তা এখনই বলা যাবে না ৷"

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই), দেশের প্রাচীনতম প্রাণীজগত গবেষণা সংস্থা। আগামী 30 জুন তার 109 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে ৷ সেই দিনটিকে স্মরণে রাখতে আগামী 1 থেকে 3 জুলাই পর্যন্ত প্রাণী ট্যাক্সনামি বা শ্রেণিবিন্যাস সামিট- 2024 এর আয়োজন করা হয়েছে । জেডএসআই-এর পরিচালক ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন," অন্যান্য দেশের কিছু স্তন্যপায়ী প্রাণী, উভচর বা পোকামাকড়ের নামও নথিভুক্ত থাকতে পারে । ভারত উল্লেখযোগ্যভাবে জৈব-বৈচিত্র্যপূর্ণ দেশ।"

তিনি আরও জানান, কার্ল লিনিয়াসের সময় থেকেই ভারতের কাছে এক লক্ষ্যেরও বেশি প্রজাতির প্রাণী আছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সেই 'ফানা অফ ইন্ডিয়া চেকলিস্ট' (Fauna of India Checklist Portal) পোর্টাল চালু করবেন। তিনি 2023 সালে ভারতে আবিষ্কৃত প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির একটি তালিকাও প্রকাশ করবেন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক মউ সাক্ষর করবে জেডএসআই। উল্লেখ্য, গত বছর ভারতে 600 টিরও বেশি প্রাণী এবং 300টিরও বেশি উদ্ভিদের প্রজাতি আবিষ্কৃত হয়েছিল।

Last Updated : Jun 28, 2024, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.