বারাসত, 13 মে: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ! পাকিস্তানকে সমর্থন করে সোশাল মিডিয়ায় ভারত-বিরোধী পোস্ট করার জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে । সেই সঙ্গে, তাঁর দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ ৷ লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে তাঁর মাংসের দোকানেও । ঘটনার জেরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে ।
বেধড়ক মার খাওয়ার পর বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক রিজুয়ান কুরেশি । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । দেশবিরোধী পোস্ট করার অভিযোগ উঠেছে সীমান্ত শহর বসিরহাট থেকেও । বিতর্কিত পোস্ট করায় সইফুদ্দিন আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রের খবর, বারাসতের চাঁপাডালি মোড় সংলগ্ন বিবেকানন্দ রোডে একটি মাংসের দোকান রয়েছে রিজুয়ানের । ভারত-পাকিস্তান সংঘাতের আবহে দেশের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । অভিযোগ, তিনি পাকিস্তানের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে বিতর্কিত ভিডিয়ো পোস্ট করেন, আর তা মুহুর্তে মধ্যে ভাইরাল হয়ে যায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ।
সেই বিতর্কিত পোস্ট দেখে ক্ষুব্ধ হয়ে যান এলাকার লোকজন । এরপর মঙ্গলবার দুপুরে ওই যুবকের মাংসের দোকানে চড়াও হন একদল যুবক ।পরিস্থিতি বেগতিক বুঝে প্রথমে মাংসের দোকানের এক কর্মী পালানোর চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করেন বিক্ষুব্ধ জনতা । ঘটনাটি দেখে ভয়ে দোকানের এক কোণে লুকিয়ে পড়েন মাংস বিক্রেতা রিজুয়ান কুরেশি । এরই মধ্যে দোকান ভাঙচুর চালাতে শুরু করেন এলাকাবাসীরা । বেশ কিছুক্ষণ ধরে চলে এই তাণ্ডব ।
জনতার চোখ এড়িয়ে সুযোগ বুঝে দোকান থেকে পালানোর চেষ্টা করেন যুবক । কিন্তু, ধরা পড়ে যান । এরপর তাঁর উপর চড়াও হয় ক্ষুব্ধ জনতা ৷ বেধড়ক প্রহারে রাস্তাতেই কিছুক্ষণ পড়ে থাকেন আক্রান্ত ওই যুবক । এরপর পালিয়ে যান তিনি । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবকের মাংসের দোকানটি বন্ধ করে দেন । পাশাপাশি, উত্তেজিত জনতাকেও সরিয়ে দেওয়া হয় সেখান থেকে ।
এই ঘটনার রেশ কাটতে না কাটতে বারাসতের বড় বাজারে আরও এক মাংসের দোকানির বিরুদ্ধে পাকিস্তানের সমর্থনে দেশ বিরোধী পোস্ট করার অভিযোগ উঠেছে । সেখানেও হামলা চালান স্থানীয়দের একাংশ । মাংসের দোকানেও ভাঙচুর চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ ।
এই বিষয়ে সৌরভ আচার্য নামে এক বাসিন্দা বলেন, "ভারতে থেকে দেশ বিরোধী পোস্ট কিংবা মন্তব্য কোনওটাই আমরা মেনে নেব না । তাই আমরা কুরেশির মাংসের দোকান বন্ধ করে দিয়েছি । এই দোকান আমরা কোনও মতেই খুলতে দেব না । এরা পাকিস্তানের দালাল । দেশের হয়ে খাবে, আবার বদনামও করবে ।এদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত । আমরা থানায় অভিযোগ জানাচ্ছি । শাস্তি এদের পেতেই হবে ।"
ঘটনা প্রসঙ্গে বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, "অভিযুক্ত রিজুয়ানের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তিনি ও তাঁর দোকানের কর্মীরা সকলেই পলাতক । তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।" অন্যদিকে, বসিরহাট থানার পিফা গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন আহমেদ নামে আরও এক যুবক পাকিস্তানের জয়গান লিখে তা সমাজমাধ্যমে পোস্ট করেন বলে অভিযোগ । ওই যুবক তাঁর পোস্টে অসংখ্য দেশবিরোধী ছবিও পোস্ট করেছেন বলে অভিযোগ । পোস্টটি চোখে পড়তেই বাসিন্দারা ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বসিরহাট থানায় । অভিযোগ দায়ের হতেই পুলিশ গ্রেফতার করেছে সাইফুদ্দিনকে ।