কলকাতা, 28 মার্চ: পাটুলিতে প্রাক্তন শিক্ষিকার রহস্যমৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যে ফের শহরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের দেহ। বিয়ের 1 বছরের মাথাতে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলেঘাটার কলিমুদ্দিন সরকার স্ট্রিটে । দেহটি প্রাথমিকভাবে দেখে গোয়ান্দাদের অনুমান যুবককে খুন করা হয়েছে ৷
বৃহস্পতিবার রাতে এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 28 বছর বয়সি রোহন মণ্ডলের দেহ। তাঁর শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন ছিল, দেহের আশপাশ রক্তে ভেসে যাচ্ছিল বলে জানা যায় পুলিশের তরফে ৷
ঘটনার তদন্ত নেমে পুলিশ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে জানতে পেরেছে, বছরখানেক আগে ওই যুবকের বিয়ে হয়েছিল। তবে কিছু সমস্যার জন্য স্বামী, স্ত্রী আলাদা থাকতেন। রোহন বেলেঘাটার এই ফ্ল্যাটে বছরখানেক ধরে থাকতেন। রোহনের বাবার সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছে, গতকাল (বৃহস্পতিবার) দুপুর থেকেই তাঁর বাবা একাধিকবার ফোন করে ছেলেকে। কিন্তু, ফোন রিং হয়ে যায় ৷ এরপরই সন্দেহ হয় বাবার। ফ্ল্যাটের কাছে এসে একাধিকবার ডাকাডাকি করলে কোনও সাড়া মেলায় থানায় খবর দেওয়া হয় ৷
পুলিশ এসে দরজা খুলে দেখে রোহন বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। জিনিসপত্র সমস্ত কিছু লন্ডভন্ড। চারদিক রক্তে ভাসছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। গোয়েন্দারা এসে দেহটি প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে জানান, ওই যুবকের মাথায়, কোমরে, পিঠে এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, বলে জানিয়েছে পুলিশ ৷
ইতিমধ্যেই বেলেঘাটা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। এই ঘটনায় নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও বেশকিছু সামগ্রী বাজোয়াপ্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।"