ETV Bharat / state

ব্যান্ডেলে যুবককে কুপিয়ে খুন ! ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক মদের বোতল - YOUTH MURDERED IN BANDEL

নিজেদের মধ্যে বচসার জেরেই খুনের ঘটনা বলে অনুমান পুলিশের ৷ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের ৷

YOUTH MURDERED IN BANDEL
ব্যান্ডেলে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 14, 2025 at 2:05 PM IST

3 Min Read

চুঁচুড়া, 14 এপ্রিল: পুরনো শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল এলাকায় হুগলি স্টেশনের কাছে লোহারপাড়ায় ৷ মৃতের নাম সঞ্জয় রাজবংশী (27) ৷ মধ্যরাতে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ৷

পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজন জানিয়েছেন যে রাত বারোটার পর কেউ বা কারা তাঁদের ডাকাডাকি করে ৷ কিন্তু, বাইরে বেরিয়ে কাউকে দেখতে পাননি তাঁরা ৷ তবে, রাস্তায় সঞ্জয়কে রক্তাক্ত অবস্থায় দেখতে পান ৷ দ্রুত তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিকরা ঘটনার তদন্ত করছেন ৷

ব্যান্ডেলে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

এ নিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রকাশ জভালগি ইটিভি ভারতকে বলেন, "ঘটনাস্থল থেকে আমরা বেশকিছু মদের বোতল পেয়েছি ৷ ওরা নিজের মধ্যে পার্টি করছিল ৷ সেখান থেকেই কোনও একটি বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝামেলা হয় ৷ তারপরেই ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে কোপানো হয়েছে ৷ আমরা এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছি ৷ ঘটনায় কার, কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

পুলিশ সূত্রে খবর, মৃত সঞ্জয় আগে দিনমজুরের কাজ করতেন ৷ 2019 সালে তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু হয় ৷ সেই মামলায় প্রায় 5 বছর জেলে ছিলেন সঞ্জয় রাজবংশী ৷ 2024 সালে জামিনে মুক্তি পান ৷ পরিবারের তরফে তাঁকে অযোধ্যায় দিদির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ৷ সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন ৷ এমনকি এলাকায় টোটো চালাচ্ছিলেন বলে পরিবারে তরফে জানানো হয়েছে ৷

রবিবার সন্ধেবেলা পুজোর ভোগ খেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন সঞ্জয় ৷ কিন্তু, অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি ৷ এরপর রাতে বাড়ির সামনে থেকেই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ৷ মৃতের ভাগনা রোশন চৌহ্বান বলেন, "আমি, নানি আর মা ঘুমিয়েছিলাম ৷ রাত বারোটা নাগাদ এক যুবক এসে ডাকে ৷ তারপরে আমরা তিনজন উঠে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মামা ৷ বাইরে কাউকে দেখতে পাইনি আমরা ৷ মামার ঘাড়ে আর মাথার পিছন দিকে আঘাত লেগেছে ৷ টোটো ডেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷"

YOUTH MURDERED IN BANDEL
মৃত সঞ্জয় রাজবংশী ৷ (ইটিভি ভারত)

যদিও তদন্তে নেমে পুলিশের অনুমান, বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন সঞ্জয় ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না এলে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ যেহেতু, সঞ্জয়ের বিরুদ্ধে আগে একটি খুনের মামলা রুজু ছিল, ফলে তাঁর খুনে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা-ও পুলিশ খতিয়ে দেখছে ৷ ব্যান্ডেল ফাঁড়ি ও চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

চুঁচুড়া, 14 এপ্রিল: পুরনো শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল এলাকায় হুগলি স্টেশনের কাছে লোহারপাড়ায় ৷ মৃতের নাম সঞ্জয় রাজবংশী (27) ৷ মধ্যরাতে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ৷

পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজন জানিয়েছেন যে রাত বারোটার পর কেউ বা কারা তাঁদের ডাকাডাকি করে ৷ কিন্তু, বাইরে বেরিয়ে কাউকে দেখতে পাননি তাঁরা ৷ তবে, রাস্তায় সঞ্জয়কে রক্তাক্ত অবস্থায় দেখতে পান ৷ দ্রুত তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিকরা ঘটনার তদন্ত করছেন ৷

ব্যান্ডেলে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ৷ (ইটিভি ভারত)

এ নিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রকাশ জভালগি ইটিভি ভারতকে বলেন, "ঘটনাস্থল থেকে আমরা বেশকিছু মদের বোতল পেয়েছি ৷ ওরা নিজের মধ্যে পার্টি করছিল ৷ সেখান থেকেই কোনও একটি বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝামেলা হয় ৷ তারপরেই ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে কোপানো হয়েছে ৷ আমরা এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছি ৷ ঘটনায় কার, কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

পুলিশ সূত্রে খবর, মৃত সঞ্জয় আগে দিনমজুরের কাজ করতেন ৷ 2019 সালে তাঁর বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু হয় ৷ সেই মামলায় প্রায় 5 বছর জেলে ছিলেন সঞ্জয় রাজবংশী ৷ 2024 সালে জামিনে মুক্তি পান ৷ পরিবারের তরফে তাঁকে অযোধ্যায় দিদির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ৷ সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন ৷ এমনকি এলাকায় টোটো চালাচ্ছিলেন বলে পরিবারে তরফে জানানো হয়েছে ৷

রবিবার সন্ধেবেলা পুজোর ভোগ খেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন সঞ্জয় ৷ কিন্তু, অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি ৷ এরপর রাতে বাড়ির সামনে থেকেই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ৷ মৃতের ভাগনা রোশন চৌহ্বান বলেন, "আমি, নানি আর মা ঘুমিয়েছিলাম ৷ রাত বারোটা নাগাদ এক যুবক এসে ডাকে ৷ তারপরে আমরা তিনজন উঠে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মামা ৷ বাইরে কাউকে দেখতে পাইনি আমরা ৷ মামার ঘাড়ে আর মাথার পিছন দিকে আঘাত লেগেছে ৷ টোটো ডেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷"

YOUTH MURDERED IN BANDEL
মৃত সঞ্জয় রাজবংশী ৷ (ইটিভি ভারত)

যদিও তদন্তে নেমে পুলিশের অনুমান, বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন সঞ্জয় ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট না এলে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ যেহেতু, সঞ্জয়ের বিরুদ্ধে আগে একটি খুনের মামলা রুজু ছিল, ফলে তাঁর খুনে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা-ও পুলিশ খতিয়ে দেখছে ৷ ব্যান্ডেল ফাঁড়ি ও চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.