ETV Bharat / state

ঈদের নমাজের মাঝেই বৃদ্ধের গলায় কোপ, গ্রেফতার অভিযুক্ত যুবক - MURDER ATTEMPT

বাড়িতে ইট ছোড়াকে কেন্দ্র করে বিবাদ দুই পরিবারের ৷ সেই আক্রোশেই বৃদ্ধের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ৷

MURDER ATTEMPT
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 4:17 PM IST

4 Min Read

মালদা, 7 জুন: ঈদের নমাজ চলাকালীন মসজিদের ভিতরে এক বৃদ্ধকে কুপিয়ে খুনের চেষ্টা ৷ মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক ৷ মসজিদে থাকা অন্যান্য লোকজন অভিযুক্ত ধরে ফেলেন ৷ তাঁরাই ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন ৷ ঈদের নমাজ চলাকালীন এমন ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায় ৷ গুরুতর অবস্থায় আক্রান্ত বৃদ্ধ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধের নাম জলেল শেখ (66) ৷ তাঁর নিকটআত্মীয় তথা প্রতিবেশী যুবক বাবুল আলি এ দিন নমাজের সাজদা করার সময় গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ ৷ স্থানীয়দের অভিযোগ, দুই পরিবারের মধ্যে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে ৷ সেই বিবাদের জেরে মাস ছয়েক আগে জলেল শেখের বাড়িতে ইট ছোড়ার অভিযোগ ওঠে বাবুলদের বিরুদ্ধে ৷

ঈদের নমাজ চলাকালীন বৃদ্ধের গলায় কোপ মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক অশান্তি হয় ৷ যা নিয়ে গ্রামে সালিশি সভাও বসে ৷ সেখানে জলেল শেখের পক্ষে রায় দেয় সালিশি সভার মাতব্বররা ৷ যা নিয়ে জলেল এবং তাঁর পরিবারের উপর ক্ষোভ ছিল বাবুল এবং তাঁর পাঁচ ভাইয়ের ৷ অভিযোগ, জলেলকে খুনের হুমকিও দেওয়া হয় ৷

এ দিন গ্রামের মসজিদে নমাজ পড়ার সময় জলেল শেখের পাশেই ছিলেন বাবুল এবং তাঁর পাঁচ ভাই ৷ অভিযোগ, নমাজের দ্বিতীয় সাজদার সময়ই জলেলর গলায় কোপ বসিয়ে দেন বাবুল ৷ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ আশেপাশের লোকজন তাঁকে তুলে ধরলে দেখা যায়, রক্তে ভেসে গিয়েছে তাঁর জামাকাপড় ৷ এরপরেই তাঁকে উদ্ধার করে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জলেল শেখ ৷ তাঁর স্ত্রী হাজেরা বিবি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

MURDER ATTEMPT
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত জলেল শেখ ৷ (ইটিভি ভারত)

জলেল শেখের স্ত্রী বলেন, “পারিবারিক ঝামেলার জেরে ওরা আমাদের বাড়িতে ইট ছুঁড়েছিল ৷ সেটা মাস ছয়েক আগের কথা ৷ তখন আমি বলেছিলাম, ওভাবে ইট ছুঁড়লে কেউ জখম হতে পারে ৷ তারপর কিন্তু কোনও ঝামেলা হয়নি ৷ আজ সকালে গ্রামের মসজিদে আমার স্বামী নমাজ পড়তে গিয়েছিল ৷ নমাজের সময় বাবুলের বড় ভাই ওর হাতে ছুরি ধরিয়ে দেয় ৷ সাজদা চলাকালীন বাবুল আমার স্বামীর গলায় ছুরির কোপ বসিয়ে দেয় ৷ ছ’মাস আগের ওই ঘটনার জেরেই আজ ওরা এই ঘটনা ঘটিয়েছে ৷ ওরা আগে থেকে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে ৷”

এ নিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী লালচাঁদ আলি বলেন, “আমরা সবাই একসঙ্গেই ঈদের নমাজ পড়ছিলাম ৷ ওদের সঙ্গে একই লাইনে ছিলাম ৷ দ্বিতীয় সাজদা দিয়ে উঠতেই দেখি বাবুল, জলেল শেখের গলায় ছুরির কোপ বসিয়ে দিয়েছে ৷ বিষয়টি নজরে আসার পরেই মারপিট শুরু হয়ে যায় ৷ সুযোগ বুঝে বাবুলের এক ভাই আলিম ছুরিটা সেখান থেকে নিয়ে চলে যায় ৷ ছুরিটা পাঁচ ইঞ্চির, ফোল্ড করা, একদম নতুন ৷ ঘটনাস্থলে পুলিশ এসেছিল ৷ বাবুলকে পুলিশ নিয়ে গিয়েছে ৷”

MURDER ATTEMPT
অভিযুক্ত যুবক বাবুল আলি ৷ (ইটিভি ভারত)

আক্রান্ত বৃদ্ধের পুত্রবধূ গুলেনুর খাতুন বলেন, “ঈদের সকালে আমার শ্বশুরমশাই স্নান সেরে গ্রামের মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন ৷ সাজদা দেওয়ার সময় তাঁর গলায় ছুরি মেরে দেয় সম্পর্কে আমার কাকাশ্বশুর বাবুল ৷ কয়েক মাস আগে দুই পরিবারের একটা ঝামেলা হয়েছিল ৷ কয়েকদিন আগে ওরা আমার শ্বশুরকে বলেছিল, তাঁকে খুন করবে ৷ তারপর থেকে শ্বশুরমশাই মসজিদে নমাজ পড়তে যাননি ৷ কিন্তু, আজ যে ঈদের নমাজেই ওরা এই কাণ্ড ঘটাবে বুঝতে পারিনি ৷ আমরা ওর ফাঁসি চাই ৷ ওদের গ্রাম থেকে বের করতে হবে ৷”

এই নিয়ে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ আপাতত তাঁকে জেরা করা হচ্ছে ৷ হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চলছে ৷ তবে, ওই পরিবারের সবাই এলাকা ছেড়ে পালিয়েছে ৷ তাঁদের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ ৷”

মালদা, 7 জুন: ঈদের নমাজ চলাকালীন মসজিদের ভিতরে এক বৃদ্ধকে কুপিয়ে খুনের চেষ্টা ৷ মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গির ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক ৷ মসজিদে থাকা অন্যান্য লোকজন অভিযুক্ত ধরে ফেলেন ৷ তাঁরাই ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন ৷ ঈদের নমাজ চলাকালীন এমন ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায় ৷ গুরুতর অবস্থায় আক্রান্ত বৃদ্ধ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধের নাম জলেল শেখ (66) ৷ তাঁর নিকটআত্মীয় তথা প্রতিবেশী যুবক বাবুল আলি এ দিন নমাজের সাজদা করার সময় গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ ৷ স্থানীয়দের অভিযোগ, দুই পরিবারের মধ্যে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে ৷ সেই বিবাদের জেরে মাস ছয়েক আগে জলেল শেখের বাড়িতে ইট ছোড়ার অভিযোগ ওঠে বাবুলদের বিরুদ্ধে ৷

ঈদের নমাজ চলাকালীন বৃদ্ধের গলায় কোপ মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত)

সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক অশান্তি হয় ৷ যা নিয়ে গ্রামে সালিশি সভাও বসে ৷ সেখানে জলেল শেখের পক্ষে রায় দেয় সালিশি সভার মাতব্বররা ৷ যা নিয়ে জলেল এবং তাঁর পরিবারের উপর ক্ষোভ ছিল বাবুল এবং তাঁর পাঁচ ভাইয়ের ৷ অভিযোগ, জলেলকে খুনের হুমকিও দেওয়া হয় ৷

এ দিন গ্রামের মসজিদে নমাজ পড়ার সময় জলেল শেখের পাশেই ছিলেন বাবুল এবং তাঁর পাঁচ ভাই ৷ অভিযোগ, নমাজের দ্বিতীয় সাজদার সময়ই জলেলর গলায় কোপ বসিয়ে দেন বাবুল ৷ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ আশেপাশের লোকজন তাঁকে তুলে ধরলে দেখা যায়, রক্তে ভেসে গিয়েছে তাঁর জামাকাপড় ৷ এরপরেই তাঁকে উদ্ধার করে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জলেল শেখ ৷ তাঁর স্ত্রী হাজেরা বিবি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

MURDER ATTEMPT
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত জলেল শেখ ৷ (ইটিভি ভারত)

জলেল শেখের স্ত্রী বলেন, “পারিবারিক ঝামেলার জেরে ওরা আমাদের বাড়িতে ইট ছুঁড়েছিল ৷ সেটা মাস ছয়েক আগের কথা ৷ তখন আমি বলেছিলাম, ওভাবে ইট ছুঁড়লে কেউ জখম হতে পারে ৷ তারপর কিন্তু কোনও ঝামেলা হয়নি ৷ আজ সকালে গ্রামের মসজিদে আমার স্বামী নমাজ পড়তে গিয়েছিল ৷ নমাজের সময় বাবুলের বড় ভাই ওর হাতে ছুরি ধরিয়ে দেয় ৷ সাজদা চলাকালীন বাবুল আমার স্বামীর গলায় ছুরির কোপ বসিয়ে দেয় ৷ ছ’মাস আগের ওই ঘটনার জেরেই আজ ওরা এই ঘটনা ঘটিয়েছে ৷ ওরা আগে থেকে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে ৷”

এ নিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী লালচাঁদ আলি বলেন, “আমরা সবাই একসঙ্গেই ঈদের নমাজ পড়ছিলাম ৷ ওদের সঙ্গে একই লাইনে ছিলাম ৷ দ্বিতীয় সাজদা দিয়ে উঠতেই দেখি বাবুল, জলেল শেখের গলায় ছুরির কোপ বসিয়ে দিয়েছে ৷ বিষয়টি নজরে আসার পরেই মারপিট শুরু হয়ে যায় ৷ সুযোগ বুঝে বাবুলের এক ভাই আলিম ছুরিটা সেখান থেকে নিয়ে চলে যায় ৷ ছুরিটা পাঁচ ইঞ্চির, ফোল্ড করা, একদম নতুন ৷ ঘটনাস্থলে পুলিশ এসেছিল ৷ বাবুলকে পুলিশ নিয়ে গিয়েছে ৷”

MURDER ATTEMPT
অভিযুক্ত যুবক বাবুল আলি ৷ (ইটিভি ভারত)

আক্রান্ত বৃদ্ধের পুত্রবধূ গুলেনুর খাতুন বলেন, “ঈদের সকালে আমার শ্বশুরমশাই স্নান সেরে গ্রামের মসজিদে নমাজ পড়তে গিয়েছিলেন ৷ সাজদা দেওয়ার সময় তাঁর গলায় ছুরি মেরে দেয় সম্পর্কে আমার কাকাশ্বশুর বাবুল ৷ কয়েক মাস আগে দুই পরিবারের একটা ঝামেলা হয়েছিল ৷ কয়েকদিন আগে ওরা আমার শ্বশুরকে বলেছিল, তাঁকে খুন করবে ৷ তারপর থেকে শ্বশুরমশাই মসজিদে নমাজ পড়তে যাননি ৷ কিন্তু, আজ যে ঈদের নমাজেই ওরা এই কাণ্ড ঘটাবে বুঝতে পারিনি ৷ আমরা ওর ফাঁসি চাই ৷ ওদের গ্রাম থেকে বের করতে হবে ৷”

এই নিয়ে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ আপাতত তাঁকে জেরা করা হচ্ছে ৷ হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চলছে ৷ তবে, ওই পরিবারের সবাই এলাকা ছেড়ে পালিয়েছে ৷ তাঁদের সন্ধানে খোঁজ চালাচ্ছে পুলিশ ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.