ETV Bharat / state

নাবালিকাকে ধর্ষণ ও খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের - Malda Rape and Murder

Minor Rape and Murder In Malda: নাবালিকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ৷ তারপর পুকুরে ডুবিয়ে খুন ৷ ঘটনার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 2:10 PM IST

Updated : Jul 19, 2024, 3:21 PM IST

Minor Rape and Murder Incident
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

মালদা, 19জুলাই: গভীর রাতে বাড়ি থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ ধর্ষণের পর জলে ডুবিয়ে নাবালিকাকে খুন করা হয় ৷ তারপর দেহটি নাবালিকার বাড়ির বারান্দায় ফেলে পালায় অভিযুক্ত ৷ ঘটনার পরই থনায় আত্নসমর্পণ করে অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদার হবিবপুর থানা এলাকায় ৷

নাবালিকা খুনের ঘটনা চাউর হতেই উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ৷ অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা ৷ রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় ৷ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার আবেদন জানিয়েও ব্যর্থ হয় পুলিশ ৷ এরই মধ্যে হবিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক ৷ পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে, দোষীর কঠোর শাস্তি হবে ও আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ তারপরেই অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা ৷

পুলিশ সূত্রে খবর, নিহত নাবালিকার বয়স 14 বছর ৷ অষ্টম শ্রেণির পড়ুয়া ৷ ঘটনার সময় বাড়িতে নাবালিকা ও তাঁর ভাই ছিলেন ৷ গভীর রাতে বাড়ির টিনের চালায় ঢিল পড়ার শব্দ শুনে জেগে ওঠে ওই কিশোরী ৷ কী হয়েছে দেখতে গিয়ে ঘরের দরজা খুলে বারান্দায় বেরোয় সে ৷ অভিযুক্ত যুবক নাবালিকার মুখ চাপা দিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ দিদির চিৎকারের আওয়াজ ভাইয়ের কানে যেতেই সে বাধা দিতে চেষ্টা করে ৷ তখনই যুবক ঘরের মধ্যে আটকে রেখে, ওই নাবালিকাকে বাড়ির পিছনে একটি পুকুরের পাড়ের দিকে নিয়ে যায় ৷ সেখানে তাকে ধর্ষণ করে পুকুরের জলে ডুবিয়ে খুন করে বলে অভিযোগ ৷

শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন নিহতের বাড়ির বারান্দায় ৷ সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন, মৃত্যু হয়েছে ওই কিশোরীর ৷ এরপরই শোরগোল পড়ে যায় গোটা গ্রামে ৷ অভিযুক্তের ফাঁসির দাবিতে বুলবুলচণ্ডীতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে হবিবপুর থানার পুলিশ ৷ তার মধ্যেই জানা গিয়েছে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ওই যুবক ৷ মেয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে এসেছেন নাবালিকার মা-বাবাও ৷ নিহত নাবালিকার বাবা হবিবপুর থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে তাঁর মেয়েকে ধর্ষণ করে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন ৷

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেছে ৷ সে নিজের কৃতকর্মের কথা নিজেই জানিয়েছে ৷ মৃত নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ নাবালিকা ধর্ষণ, খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

মালদা, 19জুলাই: গভীর রাতে বাড়ি থেকে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ ধর্ষণের পর জলে ডুবিয়ে নাবালিকাকে খুন করা হয় ৷ তারপর দেহটি নাবালিকার বাড়ির বারান্দায় ফেলে পালায় অভিযুক্ত ৷ ঘটনার পরই থনায় আত্নসমর্পণ করে অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদার হবিবপুর থানা এলাকায় ৷

নাবালিকা খুনের ঘটনা চাউর হতেই উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ৷ অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা ৷ রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় ৷ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার আবেদন জানিয়েও ব্যর্থ হয় পুলিশ ৷ এরই মধ্যে হবিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক ৷ পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে, দোষীর কঠোর শাস্তি হবে ও আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ তারপরেই অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা ৷

পুলিশ সূত্রে খবর, নিহত নাবালিকার বয়স 14 বছর ৷ অষ্টম শ্রেণির পড়ুয়া ৷ ঘটনার সময় বাড়িতে নাবালিকা ও তাঁর ভাই ছিলেন ৷ গভীর রাতে বাড়ির টিনের চালায় ঢিল পড়ার শব্দ শুনে জেগে ওঠে ওই কিশোরী ৷ কী হয়েছে দেখতে গিয়ে ঘরের দরজা খুলে বারান্দায় বেরোয় সে ৷ অভিযুক্ত যুবক নাবালিকার মুখ চাপা দিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ দিদির চিৎকারের আওয়াজ ভাইয়ের কানে যেতেই সে বাধা দিতে চেষ্টা করে ৷ তখনই যুবক ঘরের মধ্যে আটকে রেখে, ওই নাবালিকাকে বাড়ির পিছনে একটি পুকুরের পাড়ের দিকে নিয়ে যায় ৷ সেখানে তাকে ধর্ষণ করে পুকুরের জলে ডুবিয়ে খুন করে বলে অভিযোগ ৷

শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন নিহতের বাড়ির বারান্দায় ৷ সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন, মৃত্যু হয়েছে ওই কিশোরীর ৷ এরপরই শোরগোল পড়ে যায় গোটা গ্রামে ৷ অভিযুক্তের ফাঁসির দাবিতে বুলবুলচণ্ডীতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে হবিবপুর থানার পুলিশ ৷ তার মধ্যেই জানা গিয়েছে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ওই যুবক ৷ মেয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে এসেছেন নাবালিকার মা-বাবাও ৷ নিহত নাবালিকার বাবা হবিবপুর থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে তাঁর মেয়েকে ধর্ষণ করে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন ৷

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেছে ৷ সে নিজের কৃতকর্মের কথা নিজেই জানিয়েছে ৷ মৃত নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ নাবালিকা ধর্ষণ, খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

Last Updated : Jul 19, 2024, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.