মেদিনীপুর, 24 মে: প্রকাশ্যে পেট্রল ঢেলে যুবককে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা ! আগুন থেকে বাঁচতে উলঙ্গ হয়ে দৌড়চ্ছেন যুবক । গুরুতর আহত অবস্থায় যুবক মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি ৷ ঘটনাটি ঘটেছে শনিবার পশ্চিম মেদিনীপুরের কেরানিচটি এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ আধিকারিক জানান, ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । যদিও এখনও সেইভাবে অভিযোগ জমা পড়েনি । ব্যবসায়ী শত্রুতার জেরে একজন আরেকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে বিষয়টা আমরা খতিয়ে দেখছি ।
পরিবার সূত্রে জানা যায়, মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায় সুরজিৎ সাউয়ের বাড়ি ৷ বছর 34-এর ওই যুবকের লটারি ও পানের দোকান রয়েছে । প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন তিনি যখন দোকানে বসেছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী বোতলে করে পেট্রল নিয়ে এসে হঠাৎই তাঁর উপর হামলা চালায় । কিছু বোঝার আগেই পুরো দোকানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা।
দাউদাউ করে জ্বলতে থাকে সুরজিতের পুরো দোকান ৷ হাজার হাজার টাকার লটারি পুড়ে ছাই হয়ে যায় ৷ আগুন লেগে যায় যুবকের গায়েও । সুরজিৎ তখন প্রাণপণে বাঁচার তাগিদে রাস্তায় দৌড়তে থাকে । তড়িঘড়ি স্থানীয়রা ওই যুবককে নিয়ে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ৷ ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

এবিষয়ে আক্রান্তের কাকা সঞ্জিত প্রধান বলেন, "আমি যখন আসছিলাম তখন দেখি ওই ভাইপো আগুন লাগা অবস্থায় রাস্তায় দৌড়চ্ছে ৷ ওদের একটি লটারি ও পানের দোকান রয়েছে । পাশেরই একটি ইডলি দোকানের মালিকের সঙ্গে ওদের শত্রুতার রয়েছে । আমাদের অনুমান এই শত্রুতার জেরে ওকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতী। অন্যদিকে, সুরজিতের ভাই সুশান্ত রানা বলেন, "ওকে বারণ করা হয়েছিল ব্যবসা না-করতে। না-শুনতেই এই হামলা ৷"