ETV Bharat / state

গায়ে জ্বলছে আগুন, রাস্তায় দৌড়চ্ছেন যুবক ! বাঁচতে কাতর চিৎকার - MAN RUNNING ON FIRE

গায়ে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা যুবককে ! বাঁচতে রাস্তাতেই জামাকাপড় খুলে দৌড়চ্ছেন ৷ আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যালে ৷

MEDINIPUR YOUTH
আহত যুবক মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2025 at 6:57 PM IST

Updated : May 24, 2025 at 7:55 PM IST

2 Min Read

মেদিনীপুর, 24 মে: প্রকাশ্যে পেট্রল ঢেলে যুবককে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা ! আগুন থেকে বাঁচতে উলঙ্গ হয়ে দৌড়চ্ছেন যুবক । গুরুতর আহত অবস্থায় যুবক মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি ৷ ঘটনাটি ঘটেছে শনিবার পশ্চিম মেদিনীপুরের কেরানিচটি এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ আধিকারিক জানান, ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । যদিও এখনও সেইভাবে অভিযোগ জমা পড়েনি । ব্যবসায়ী শত্রুতার জেরে একজন আরেকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে বিষয়টা আমরা খতিয়ে দেখছি ।

আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি যুবক (ইটিভি ভারত)

পরিবার সূত্রে জানা যায়, মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায় সুরজিৎ সাউয়ের বাড়ি ৷ বছর 34-এর ওই যুবকের লটারি ও পানের দোকান রয়েছে । প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন তিনি যখন দোকানে বসেছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী বোতলে করে পেট্রল নিয়ে এসে হঠাৎই তাঁর উপর হামলা চালায় । কিছু বোঝার আগেই পুরো দোকানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা।

দাউদাউ করে জ্বলতে থাকে সুরজিতের পুরো দোকান ৷ হাজার হাজার টাকার লটারি পুড়ে ছাই হয়ে যায় ৷ আগুন লেগে যায় যুবকের গায়েও । সুরজিৎ তখন প্রাণপণে বাঁচার তাগিদে রাস্তায় দৌড়তে থাকে । তড়িঘড়ি স্থানীয়রা ওই যুবককে নিয়ে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ৷ ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

MEDINIPUR YOUTH
আহত যুবকের পরিবারের অবস্থা (ইটিভি ভারত)

এবিষয়ে আক্রান্তের কাকা সঞ্জিত প্রধান বলেন, "আমি যখন আসছিলাম তখন দেখি ওই ভাইপো আগুন লাগা অবস্থায় রাস্তায় দৌড়চ্ছে ৷ ওদের একটি লটারি ও পানের দোকান রয়েছে । পাশেরই একটি ইডলি দোকানের মালিকের সঙ্গে ওদের শত্রুতার রয়েছে । আমাদের অনুমান এই শত্রুতার জেরে ওকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতী। অন্যদিকে, সুরজিতের ভাই সুশান্ত রানা বলেন, "ওকে বারণ করা হয়েছিল ব্যবসা না-করতে। না-শুনতেই এই হামলা ৷"

মেদিনীপুর, 24 মে: প্রকাশ্যে পেট্রল ঢেলে যুবককে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা ! আগুন থেকে বাঁচতে উলঙ্গ হয়ে দৌড়চ্ছেন যুবক । গুরুতর আহত অবস্থায় যুবক মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি ৷ ঘটনাটি ঘটেছে শনিবার পশ্চিম মেদিনীপুরের কেরানিচটি এলাকায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ আধিকারিক জানান, ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । যদিও এখনও সেইভাবে অভিযোগ জমা পড়েনি । ব্যবসায়ী শত্রুতার জেরে একজন আরেকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে বিষয়টা আমরা খতিয়ে দেখছি ।

আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি যুবক (ইটিভি ভারত)

পরিবার সূত্রে জানা যায়, মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায় সুরজিৎ সাউয়ের বাড়ি ৷ বছর 34-এর ওই যুবকের লটারি ও পানের দোকান রয়েছে । প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন তিনি যখন দোকানে বসেছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী বোতলে করে পেট্রল নিয়ে এসে হঠাৎই তাঁর উপর হামলা চালায় । কিছু বোঝার আগেই পুরো দোকানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা।

দাউদাউ করে জ্বলতে থাকে সুরজিতের পুরো দোকান ৷ হাজার হাজার টাকার লটারি পুড়ে ছাই হয়ে যায় ৷ আগুন লেগে যায় যুবকের গায়েও । সুরজিৎ তখন প্রাণপণে বাঁচার তাগিদে রাস্তায় দৌড়তে থাকে । তড়িঘড়ি স্থানীয়রা ওই যুবককে নিয়ে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ৷ ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

MEDINIPUR YOUTH
আহত যুবকের পরিবারের অবস্থা (ইটিভি ভারত)

এবিষয়ে আক্রান্তের কাকা সঞ্জিত প্রধান বলেন, "আমি যখন আসছিলাম তখন দেখি ওই ভাইপো আগুন লাগা অবস্থায় রাস্তায় দৌড়চ্ছে ৷ ওদের একটি লটারি ও পানের দোকান রয়েছে । পাশেরই একটি ইডলি দোকানের মালিকের সঙ্গে ওদের শত্রুতার রয়েছে । আমাদের অনুমান এই শত্রুতার জেরে ওকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিছু দুষ্কৃতী। অন্যদিকে, সুরজিতের ভাই সুশান্ত রানা বলেন, "ওকে বারণ করা হয়েছিল ব্যবসা না-করতে। না-শুনতেই এই হামলা ৷"

Last Updated : May 24, 2025 at 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.