ETV Bharat / state

পার্সেল ট্রেন ভাড়া নিয়ে কয়েক কোটির কাঠ ও মাদক পাচার ! এনজেপিতে অভিযান রেল পুলিশের - WOOD SMUGGLING

রেল কর্তৃপক্ষের তরফে কাঠ উদ্ধারের কথা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ তবে পার্সেল ট্রেনে মাদক উদ্ধারের কথা তারা মানতে নারাজ ৷

wood recovered
পার্সেল ট্রেন ভাড়া নিয়ে কয়েক কোটির কাঠ ও মাদক পাচার ! (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 6, 2025 at 11:37 AM IST

3 Min Read

শিলিগুড়ি, 6 জুন: আস্ত ট্রেন ভাড়া করে বিপুল পরিমাণ মাদক ও চোরাই কাঠ পাচার ! অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের । ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে । বিপুল পরিমাণ চোরাই কাঠের পাশাপাশি প্রায় 75 কেজি গাঁজা এবং 150টি বস্তায় থাকা প্রায় সাড়ে সাত টন সুপারিও উদ্ধার হয় রেল পুলিশের অভিযানে ।

অভিযানের সময় চালক ও সহকারি চালক ট্রেন পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে যান বলে অভিযোগ । এমনকী ঘটনায় দায় এড়ানোরও অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষর বিরুদ্ধে । প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়েও । বন দফতর ও রেল কর্তৃপক্ষর নজর এড়িয়ে গোটা ট্রেনে কীভাবে এই বিপুল পরিমাণ চোরাই কাঠ ও মাদক পাচার হচ্ছিল, সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে ।

wood recovered
এনজেপিতে কাঠগুলি উদ্ধার করল রেল পুলিশ (নিজস্ব ছবি)

এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "অভিযানে কোনও মাদক উদ্ধার হয়নি । তবে ওই পার্সেল ওয়াগন থেকে কাঠ উদ্ধার হয়েছে । পার্সেল ওয়াগনটি আজারার এভিজে লজিস্টিকস নামে একটি বেসরকারি সংস্থার নামে লিজে রয়েছে । ঘটনার সঙ্গে ট্রেন ম্যানেজার ও লোকো পাইলটের কোনও সম্পর্ক নেই । এটা সম্পূর্ণ মিথ্যা যে তাঁরা পালিয়ে গিয়েছিলেন ।" জিআরপির আইসি প্রেমাশিস চট্টোপাধ্যায় বলেন, "আমরা অভিযানে মাদক ও চোরাই কাঠ উদ্ধার করেছি । সেইমতো সব তদন্ত করে দেখা হচ্ছে ।"

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের রঙ্গিয়া ডিভিশনের আজারা থেকে একটি পার্সেল ট্রেনে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও মাদক পাচার হচ্ছে ৷ এমনটাই গোপন সূত্রে জানতে পারে রেল পুলিশ । সেই মতো ওই ট্রেনটির উপর নজরদারি শুরু হয় । উত্তরবঙ্গে ঢুকতেই অভিযানে নামে রেল পুলিশ । তাদের একটি দল দোমহনি এলাকায় ট্রেনটিতে অভিযান চালায় । অভিযানের খবর পেয়ে আগেভাগেই চোরাই সামগ্রী সরানোর কাজ শুরু হয়েছিল বলে অভিযোগ । পুলিশ কর্মীরা দেখতে পান দুটি কামরা সম্পূর্ণ খালি । কিন্তু ওই পার্সেল ট্রেনের পাঁচটি কামরা ভর্তি চোরাই কাঠ উদ্ধার করা হয় । এরপর রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও ওঠে ৷

অভিযোগ, ট্রেনটিতে থাকা চোরাই সামগ্রী বাজেয়াপ্ত করার জন্য এনজেপি স্টেশনে আনতে চাইলে রেল পুলিশকে বাধা দেওয়া হয় । হস্তক্ষেপ করেন রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । ট্রেনটিকে শেষমেশ নিয়ে আসা হয় এনজেপি স্টেশনে । ফের অভিযান শুরু করে রেল পুলিশ । খবর দেওয়া হয় বন দফতরকেও । বন দফতরের এক আধিকারিকের উপস্থিতিতে চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয় ।

কামরার দরজা খুলতেই চোখ কপালে ওঠে রেল পুলিশের । পাঁচটি কামরায় রাখা হয়েছিল ওই চোরাই কাঠ । চোরাই কাঠের পরিমাণ এতটাই বেশি ছিল যে তা উদ্ধারে অন্তত 50 জন শ্রমিক ডাকতে হয় রেল পুলিশকে । তারপর একে একে প্রতিটি কামরা থেকে ওই চোরাই কাঠ নামানো হয় । এদিন রাত পর্যন্ত ওই চোরাই কাঠের নির্দিষ্ট পরিমাণ জানাতে সক্ষম হয়নি রেল পুলিশ । তবে 210টি বিশালাকার কাঠের লগ বাজেয়াপ্ত করা হয়েছে ।

এদিন তল্লাশি অভিযানে উদ্ধার হয় আরও সামগ্রী । তার মধ্যে রয়েছে প্রায় 75 কেজি গাঁজা ৷ এছাড়া 150টি বস্তায় থাকা প্রায় সাড়ে সাত টন সুপারিও উদ্ধার হয় । উদ্ধার হওয়া চোরাই কাঠ ও মাদকের মোট আনুমানিক বাজারমূল্য অন্তত ছয় থেকে সাত কোটি টাকা বলে অনুমান রেল পুলিশের । আরও জানা গিয়েছে, ওই পার্সেল ট্রেনটির অসম থেকে প্রথমে হাওড়ার সাঁকরাইল গুডস ইয়ার্ডে ও তারপর অন্ধ্রপ্রদেশের নুজভিড রেল স্টেশনে যাওয়ার কথা ছিল ।

শিলিগুড়ি, 6 জুন: আস্ত ট্রেন ভাড়া করে বিপুল পরিমাণ মাদক ও চোরাই কাঠ পাচার ! অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের । ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে । বিপুল পরিমাণ চোরাই কাঠের পাশাপাশি প্রায় 75 কেজি গাঁজা এবং 150টি বস্তায় থাকা প্রায় সাড়ে সাত টন সুপারিও উদ্ধার হয় রেল পুলিশের অভিযানে ।

অভিযানের সময় চালক ও সহকারি চালক ট্রেন পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে যান বলে অভিযোগ । এমনকী ঘটনায় দায় এড়ানোরও অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষর বিরুদ্ধে । প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়েও । বন দফতর ও রেল কর্তৃপক্ষর নজর এড়িয়ে গোটা ট্রেনে কীভাবে এই বিপুল পরিমাণ চোরাই কাঠ ও মাদক পাচার হচ্ছিল, সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে ।

wood recovered
এনজেপিতে কাঠগুলি উদ্ধার করল রেল পুলিশ (নিজস্ব ছবি)

এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, "অভিযানে কোনও মাদক উদ্ধার হয়নি । তবে ওই পার্সেল ওয়াগন থেকে কাঠ উদ্ধার হয়েছে । পার্সেল ওয়াগনটি আজারার এভিজে লজিস্টিকস নামে একটি বেসরকারি সংস্থার নামে লিজে রয়েছে । ঘটনার সঙ্গে ট্রেন ম্যানেজার ও লোকো পাইলটের কোনও সম্পর্ক নেই । এটা সম্পূর্ণ মিথ্যা যে তাঁরা পালিয়ে গিয়েছিলেন ।" জিআরপির আইসি প্রেমাশিস চট্টোপাধ্যায় বলেন, "আমরা অভিযানে মাদক ও চোরাই কাঠ উদ্ধার করেছি । সেইমতো সব তদন্ত করে দেখা হচ্ছে ।"

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের রঙ্গিয়া ডিভিশনের আজারা থেকে একটি পার্সেল ট্রেনে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও মাদক পাচার হচ্ছে ৷ এমনটাই গোপন সূত্রে জানতে পারে রেল পুলিশ । সেই মতো ওই ট্রেনটির উপর নজরদারি শুরু হয় । উত্তরবঙ্গে ঢুকতেই অভিযানে নামে রেল পুলিশ । তাদের একটি দল দোমহনি এলাকায় ট্রেনটিতে অভিযান চালায় । অভিযানের খবর পেয়ে আগেভাগেই চোরাই সামগ্রী সরানোর কাজ শুরু হয়েছিল বলে অভিযোগ । পুলিশ কর্মীরা দেখতে পান দুটি কামরা সম্পূর্ণ খালি । কিন্তু ওই পার্সেল ট্রেনের পাঁচটি কামরা ভর্তি চোরাই কাঠ উদ্ধার করা হয় । এরপর রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও ওঠে ৷

অভিযোগ, ট্রেনটিতে থাকা চোরাই সামগ্রী বাজেয়াপ্ত করার জন্য এনজেপি স্টেশনে আনতে চাইলে রেল পুলিশকে বাধা দেওয়া হয় । হস্তক্ষেপ করেন রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । ট্রেনটিকে শেষমেশ নিয়ে আসা হয় এনজেপি স্টেশনে । ফের অভিযান শুরু করে রেল পুলিশ । খবর দেওয়া হয় বন দফতরকেও । বন দফতরের এক আধিকারিকের উপস্থিতিতে চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয় ।

কামরার দরজা খুলতেই চোখ কপালে ওঠে রেল পুলিশের । পাঁচটি কামরায় রাখা হয়েছিল ওই চোরাই কাঠ । চোরাই কাঠের পরিমাণ এতটাই বেশি ছিল যে তা উদ্ধারে অন্তত 50 জন শ্রমিক ডাকতে হয় রেল পুলিশকে । তারপর একে একে প্রতিটি কামরা থেকে ওই চোরাই কাঠ নামানো হয় । এদিন রাত পর্যন্ত ওই চোরাই কাঠের নির্দিষ্ট পরিমাণ জানাতে সক্ষম হয়নি রেল পুলিশ । তবে 210টি বিশালাকার কাঠের লগ বাজেয়াপ্ত করা হয়েছে ।

এদিন তল্লাশি অভিযানে উদ্ধার হয় আরও সামগ্রী । তার মধ্যে রয়েছে প্রায় 75 কেজি গাঁজা ৷ এছাড়া 150টি বস্তায় থাকা প্রায় সাড়ে সাত টন সুপারিও উদ্ধার হয় । উদ্ধার হওয়া চোরাই কাঠ ও মাদকের মোট আনুমানিক বাজারমূল্য অন্তত ছয় থেকে সাত কোটি টাকা বলে অনুমান রেল পুলিশের । আরও জানা গিয়েছে, ওই পার্সেল ট্রেনটির অসম থেকে প্রথমে হাওড়ার সাঁকরাইল গুডস ইয়ার্ডে ও তারপর অন্ধ্রপ্রদেশের নুজভিড রেল স্টেশনে যাওয়ার কথা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.