ETV Bharat / state

ফের রাত দখলের কর্মসূচি দুর্গাপুরে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে ছাত্রীরাও - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাতের দখল নিলেন মহিলারা ৷ মোমবাতি হাতে গানে গানে চলল প্রতিবাদ কর্মসূচি ৷ একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামতে দেখা গেল শয়ে শয়ে ছাত্রীদের ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 11:20 AM IST

RG Kar Doctor Rape and Murder
গানে গানে বিচার চাইলেন মহিলারা (নিজস্ব ছবি)

দুর্গাপুর, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখলের কর্মসূচি করলেন মহিলারা ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাইজার মোড়ে মঙ্গলবার রাতে এই প্রতিবাদ কর্মসূচি করা হয় ৷ দ্বিতীয় পর্যায়ে মহিলাদের রাত দখলে সমবেত কন্ঠে শোনা গেল 'আগুনের পরশমণি' গান ৷ এরই সঙ্গে সকলের হাতে ছিল মোমবাতি ও 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা ব্যানার ৷ এই কর্মসূচির জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে রইল ব্যস্ততম বাজারের রাস্তা ।

দুর্গাপুরে মহিলাদের প্রতিবাদ (ইটিভি ভারত)

মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামেন দুর্গাপুরের ছাত্রীরাও । পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা । ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ । মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের গ্যামনে এলাকার কয়েকশো পড়ুয়া আরজি করের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখান ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে ছাত্রীরাও (নিজস্ব ছবি)

স্নেহা ঘোষ নামে এক পড়ুয়ার কথায়,"আমরা দোষীদের শাস্তি চাই ৷ যতক্ষণ না পর্যন্ত দোষীরা গ্রেফতার হচ্ছে আমরা একযোগে আন্দোলন চালিয়ে যাব ।" কলেজ ছাত্রী নবানী মাণ্ডি বলেন,"আমরা চাই মহিলাদের উপর নির্যাতন বন্ধ হোক ৷ আমরা পুরুষদের বোঝাচ্ছি, মহিলারা যত রাতেই বাড়ি ফিরুক তারা যদি বিপদে পড়ে, তাহলে পুরুষেরা যেন তাদের সাহায্য করে ৷ মহিলাদের নিয়ে খারাপ চিন্তাভাবনা করা থেকে পুরুষদের বিরত থাকতেও বার্তা দেওয়া হচ্ছে ৷"

RG Kar Doctor Rape and Murder
ফের রাত দখলের কর্মসূচি দুর্গাপুরে (নিজস্ব ছবি)

পড়ুয়াদের পথ অবরোধের জেরেও বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল । কোকওভেন থানার পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি । যতদিন যাচ্ছে আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ আরও জোড়াল হচ্ছে । রাজ্যজুড়ে উত্তাল পরিস্থিতির তৈরি হয়েছে । ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে ওই ঘটনার ৷ পাশাপাশি মামলা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে দোষীর 'ফাঁসি চাই' আওয়াজ তোলা হচ্ছে । আমজনতা মুষ্টিবদ্ধ হাতে আওয়াজ তুলছে, 'উই ওয়ান্ট জাস্টিস' ।

দুর্গাপুর, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখলের কর্মসূচি করলেন মহিলারা ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাইজার মোড়ে মঙ্গলবার রাতে এই প্রতিবাদ কর্মসূচি করা হয় ৷ দ্বিতীয় পর্যায়ে মহিলাদের রাত দখলে সমবেত কন্ঠে শোনা গেল 'আগুনের পরশমণি' গান ৷ এরই সঙ্গে সকলের হাতে ছিল মোমবাতি ও 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা ব্যানার ৷ এই কর্মসূচির জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে রইল ব্যস্ততম বাজারের রাস্তা ।

দুর্গাপুরে মহিলাদের প্রতিবাদ (ইটিভি ভারত)

মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামেন দুর্গাপুরের ছাত্রীরাও । পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা । ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ । মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের গ্যামনে এলাকার কয়েকশো পড়ুয়া আরজি করের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখান ।

RG Kar Doctor Rape and Murder
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে ছাত্রীরাও (নিজস্ব ছবি)

স্নেহা ঘোষ নামে এক পড়ুয়ার কথায়,"আমরা দোষীদের শাস্তি চাই ৷ যতক্ষণ না পর্যন্ত দোষীরা গ্রেফতার হচ্ছে আমরা একযোগে আন্দোলন চালিয়ে যাব ।" কলেজ ছাত্রী নবানী মাণ্ডি বলেন,"আমরা চাই মহিলাদের উপর নির্যাতন বন্ধ হোক ৷ আমরা পুরুষদের বোঝাচ্ছি, মহিলারা যত রাতেই বাড়ি ফিরুক তারা যদি বিপদে পড়ে, তাহলে পুরুষেরা যেন তাদের সাহায্য করে ৷ মহিলাদের নিয়ে খারাপ চিন্তাভাবনা করা থেকে পুরুষদের বিরত থাকতেও বার্তা দেওয়া হচ্ছে ৷"

RG Kar Doctor Rape and Murder
ফের রাত দখলের কর্মসূচি দুর্গাপুরে (নিজস্ব ছবি)

পড়ুয়াদের পথ অবরোধের জেরেও বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল । কোকওভেন থানার পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি । যতদিন যাচ্ছে আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ আরও জোড়াল হচ্ছে । রাজ্যজুড়ে উত্তাল পরিস্থিতির তৈরি হয়েছে । ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে ওই ঘটনার ৷ পাশাপাশি মামলা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে দোষীর 'ফাঁসি চাই' আওয়াজ তোলা হচ্ছে । আমজনতা মুষ্টিবদ্ধ হাতে আওয়াজ তুলছে, 'উই ওয়ান্ট জাস্টিস' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.