ETV Bharat / state

ট্রেনের প্রস্রাবাগারেই সন্তানের জন্ম দিলেন মা, সহায়তায় এগিয়ে এলেন রেলকর্মীরা - BABY BORN ON MOVING TRAIN

আলিপুরদুয়ার ষ্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ডাউন তিস্তা এক্সপ্রেসের প্রস্রাবাগারেই সন্তানের জন্ম দিলেন মা।

Baby Born On Moving Train
ট্রেনের প্রস্রাবাগারেই সন্তানের জন্ম দিলেন মা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2025 at 11:53 PM IST

1 Min Read

আলিপুরদুয়ার, 14 মে: ট্রেনে প্রসব বেদনা। ট্রেনের প্রস্রাবাগারেই সন্তানের জন্ম দিলেন মা। সহায়তা করতে এগিয়ে এলেন রেলের কর্মীরা।

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সুত্রে জানানো হয়, আজ নিউ আলিপুরদুয়ার ষ্টেশনের কর্তব্যরত হেড কনস্টেবল স্বপ্না দাস লক্ষ্য করেন নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে একজন গর্ভবতী মহিলার প্রসববেদনার উঠেছে। তিনি সেই সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসা পরিষেবা দেবার জন্য খবর দেন। মেডিকেল টিম আসার আগেই মহিলা প্রসব হয়। মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন RPF কর্মীরা।

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সুত্রে জানা গিয়েছে, গর্ভবতী ওই মহিলা যাত্রীটি আলিপুরদুয়ার ষ্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 13142 ডাউন তিস্তা এক্সপ্রেসের এস-8-এ টয়লেট ব্যবহার করার জন্য উঠেছিলেন। চিকিৎসা কর্মীরা পৌঁছানোর আগেই, ওই মহিলা সন্তানের জন্ম দেন।

Baby Born On Moving Train
ডাউন তিস্তা এক্সপ্রেসের প্রস্রাবাগারেই সন্তানের জন্ম দিলেন মা। (ইটিভি ভারত)

আলিপুরদুয়ারের শিশু সহায়তা ডেস্কের আরপিএফ মহিলা কর্মীরা প্রাথমিক চিকিৎসা এবং সহায়তা প্রদান করার জন্য এগিয়ে আসেন। ছুটে আসেন রেলওয়ের মেডিকেল অফিসার। মা এবং নবজাতক দুজনেই ভালো আছে। তাদেরকে আলিপুরদুয়ারের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার অভয় সনপ জানান, আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি মহিলাটির নাম নেহা দেবী (26)। তিনি বিহারের ভাগলপুরের শিবনারায়নপুরের বাসিন্দা রূপেশ মহালদারের স্ত্রী। জানা যায়, নেহা দেবী 12516 ডাউন গৌহাটি মালদাগামী শিলচর কোয়েম্বাচুর এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন। প্রসব যন্ত্রণা হওয়ার কারণে তিনি ওই ট্রেন থেকে নেমে নিউ আলিপুরদুয়ার ষ্টেশনে নেমে যান। এরপর তিনি তিস্তা তোর্ষা ট্রেনের প্রস্রাবাগারে যান। সেখানেই তিনি সন্তানের জন্ম দেন।

আলিপুরদুয়ার, 14 মে: ট্রেনে প্রসব বেদনা। ট্রেনের প্রস্রাবাগারেই সন্তানের জন্ম দিলেন মা। সহায়তা করতে এগিয়ে এলেন রেলের কর্মীরা।

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সুত্রে জানানো হয়, আজ নিউ আলিপুরদুয়ার ষ্টেশনের কর্তব্যরত হেড কনস্টেবল স্বপ্না দাস লক্ষ্য করেন নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে একজন গর্ভবতী মহিলার প্রসববেদনার উঠেছে। তিনি সেই সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি চিকিৎসা পরিষেবা দেবার জন্য খবর দেন। মেডিকেল টিম আসার আগেই মহিলা প্রসব হয়। মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন RPF কর্মীরা।

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সুত্রে জানা গিয়েছে, গর্ভবতী ওই মহিলা যাত্রীটি আলিপুরদুয়ার ষ্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 13142 ডাউন তিস্তা এক্সপ্রেসের এস-8-এ টয়লেট ব্যবহার করার জন্য উঠেছিলেন। চিকিৎসা কর্মীরা পৌঁছানোর আগেই, ওই মহিলা সন্তানের জন্ম দেন।

Baby Born On Moving Train
ডাউন তিস্তা এক্সপ্রেসের প্রস্রাবাগারেই সন্তানের জন্ম দিলেন মা। (ইটিভি ভারত)

আলিপুরদুয়ারের শিশু সহায়তা ডেস্কের আরপিএফ মহিলা কর্মীরা প্রাথমিক চিকিৎসা এবং সহায়তা প্রদান করার জন্য এগিয়ে আসেন। ছুটে আসেন রেলওয়ের মেডিকেল অফিসার। মা এবং নবজাতক দুজনেই ভালো আছে। তাদেরকে আলিপুরদুয়ারের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার অভয় সনপ জানান, আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি মহিলাটির নাম নেহা দেবী (26)। তিনি বিহারের ভাগলপুরের শিবনারায়নপুরের বাসিন্দা রূপেশ মহালদারের স্ত্রী। জানা যায়, নেহা দেবী 12516 ডাউন গৌহাটি মালদাগামী শিলচর কোয়েম্বাচুর এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন। প্রসব যন্ত্রণা হওয়ার কারণে তিনি ওই ট্রেন থেকে নেমে নিউ আলিপুরদুয়ার ষ্টেশনে নেমে যান। এরপর তিনি তিস্তা তোর্ষা ট্রেনের প্রস্রাবাগারে যান। সেখানেই তিনি সন্তানের জন্ম দেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.