কলকাতা, 24 এপ্রিল: ফের শহরে খুন ! এবার ঘটনাস্থল কসবা থানা এলাকার আরকে চ্যাটার্জি রোড । অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন স্বামী । বৃহস্পতিবার দুপুর সওয়া একটা নাগাদ ঘটনাটি ঘটে । মৃতার নাম রীনা মণ্ডল ৷ তাঁর বয়স 33 বছর । তাঁর স্বামী জনার্দন মণ্ডলের বয়স 36 বছর । তাঁকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, আরকে চ্যাটার্জি রোডের এক অভিজাত আবাসনের পার্কিং লট থেকে ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা । তাঁরাই খবর দেন পুলিশে । পাশাপাশি খবর যায় লালবাজারে । ঘটনাস্থলে আসেন হোমিসাইড শাখার আধিকারিকরা । পুলিশ ঘটনাস্থল থেকে মৃতার স্বামীকে আটক করেছে ।

এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা সব বিষয়টি তদন্ত করে দেখছি । দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থল থেকে আমরা রক্তমাখা একটা ধারালো অস্ত্রের হদিশ পেয়েছি ৷"
পুলিশ জানতে পেরেছে যে, আজ দুপুরে ওই পার্কিং লটের সামনে থেকে এক মহিলার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিলেন স্থানীয়রা । ওই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছিল বলে মনে হয় তাঁদের । তবে কেউ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় বলে অভিযোগ । স্থানীয়রা জানিয়েছেন যে, তাঁরা গিয়ে দেখেন ঘটনাস্থল রক্তে ভেসে যাচ্ছে ৷ সঙ্গে সঙ্গে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে । তবে প্রচুর রক্তপাত হওয়ার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা ৷
নিছক দাম্পত্য কলব, নাকি সম্পত্তির জন্য নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন স্বামী ? নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, সেই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা । এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ৷ লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই কসবা থানায় একটি খুনের মামলা রুজু হয়েছে ।