ETV Bharat / state

4 দিন পরও খবর নেই, পূর্নমের খোঁজে পাঠানকোট যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী - BSF JAWAN DETAINED IN PAKISTAN

বিএসএফ জওয়ান পূর্নমের কোনও খবর পাচ্ছেন না উদ্বিগ্ন স্ত্রী থেকে শুরু করে পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রজনী ।

BSF JAWAN DETAINED IN PAKISTAN
জওয়ান পূর্নমের পরিবার (নিজস্ব চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 26, 2025 at 5:12 PM IST

2 Min Read

রিষড়া, 26 এপ্রিল: পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্নম সাউয়ের কোনও খবর পাচ্ছেন না উদ্বিগ্ন স্ত্রী রজনী ও পরিবারের বাকি সদস্যরা। আর তাই বাধ্য হয়ে অন্য কোনও উপায় না পেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রজনী। আগামিকাল, রবিরারই আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি রওনা দেবেন বলে জানালেন ৷

তাঁর দাবি, পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হওয়ার পর থেকে স্বামীর খোঁজ নেওয়ার জন্য বারবার বিএসএফের দফতরে বারবার ফোন করেছেন । কিন্তু, সদর্থক কোনও বার্তা পাওয়া যায়নি ৷ বাহিনীর তরফেও কোনও ফোন আসেনি তাঁর কাছে । পাক বাহিনীর তরফেও কোনও খবর পাওয়া যাচ্ছে না । সবমিলিয়ে চরম দুশ্চিন্তায় পরিবার। অবশেষে, রবিবার রিষড়া থেকে পঞ্জাবে রওনা দেবে স্ত্রী-সহ 6 জনের একটি দল। আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। পরিবারের একটাই দাবি, পূর্নম সাউকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার । তার জন্য দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছেও দরবার করার কথাও ভাবছেন স্ত্রী ।

পূর্নমের খোঁজে পাঠানকোট যাচ্ছেন রজনী (ইটিভি ভারত)

বিএসএফ জওয়ানের স্ত্রী বলেন, "আমরা কিছুই আপডেট পাচ্ছি না । পাকিস্তানের তরফেও কোনও খবর নেই । কী হবে বুঝতে পারছি না। চারদিন হয়ে গেল একটা মানুষ নিখোঁজ ৷ কী অবস্থায় আছেন ? খাওয়া দাওয়া দিচ্ছে কি না ? কিছুই খবর পাচ্ছি না । শুধু শুনতে পাচ্ছি, মিটিং হচ্ছে । রবিবার আমরা পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ৷ সামনা-সামনি থেকে কিছু খবর পাব আশা করি ৷"

তিনি আরও বলেন, "শুক্রবার রাতে ব্যাটেলিয়ানের সিও জানান সেখানে যাওয়ার প্রয়োজন নেই । কথাবার্তা চলছে । এরপর শনিবার আবারও কথা বলি আমরা ৷ আমাকে ওখানে থেকে বলা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে ওরা জানিয়েছে, চাইলে আমি যেতে পারি। আর তাই পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ বিভিন্ন স্তরে আলোচনা চলছে । বাহিনীর উপর আমাদের ভরসা রয়েছে । কিন্তু, খবর না-পাওয়ার জন্য উৎকণ্ঠায় আছি ।"

পড়ুন: তাদের সঙ্গে খেলার কেউ রইল না, শহিদ ঝন্টুর কফিনের দিকে শূন্যদৃষ্টিতে তাকিয়ে গ্রামের বাচ্চারা

রিষড়া, 26 এপ্রিল: পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্নম সাউয়ের কোনও খবর পাচ্ছেন না উদ্বিগ্ন স্ত্রী রজনী ও পরিবারের বাকি সদস্যরা। আর তাই বাধ্য হয়ে অন্য কোনও উপায় না পেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রজনী। আগামিকাল, রবিরারই আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি রওনা দেবেন বলে জানালেন ৷

তাঁর দাবি, পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হওয়ার পর থেকে স্বামীর খোঁজ নেওয়ার জন্য বারবার বিএসএফের দফতরে বারবার ফোন করেছেন । কিন্তু, সদর্থক কোনও বার্তা পাওয়া যায়নি ৷ বাহিনীর তরফেও কোনও ফোন আসেনি তাঁর কাছে । পাক বাহিনীর তরফেও কোনও খবর পাওয়া যাচ্ছে না । সবমিলিয়ে চরম দুশ্চিন্তায় পরিবার। অবশেষে, রবিবার রিষড়া থেকে পঞ্জাবে রওনা দেবে স্ত্রী-সহ 6 জনের একটি দল। আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। পরিবারের একটাই দাবি, পূর্নম সাউকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার । তার জন্য দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছেও দরবার করার কথাও ভাবছেন স্ত্রী ।

পূর্নমের খোঁজে পাঠানকোট যাচ্ছেন রজনী (ইটিভি ভারত)

বিএসএফ জওয়ানের স্ত্রী বলেন, "আমরা কিছুই আপডেট পাচ্ছি না । পাকিস্তানের তরফেও কোনও খবর নেই । কী হবে বুঝতে পারছি না। চারদিন হয়ে গেল একটা মানুষ নিখোঁজ ৷ কী অবস্থায় আছেন ? খাওয়া দাওয়া দিচ্ছে কি না ? কিছুই খবর পাচ্ছি না । শুধু শুনতে পাচ্ছি, মিটিং হচ্ছে । রবিবার আমরা পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ৷ সামনা-সামনি থেকে কিছু খবর পাব আশা করি ৷"

তিনি আরও বলেন, "শুক্রবার রাতে ব্যাটেলিয়ানের সিও জানান সেখানে যাওয়ার প্রয়োজন নেই । কথাবার্তা চলছে । এরপর শনিবার আবারও কথা বলি আমরা ৷ আমাকে ওখানে থেকে বলা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে ওরা জানিয়েছে, চাইলে আমি যেতে পারি। আর তাই পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ বিভিন্ন স্তরে আলোচনা চলছে । বাহিনীর উপর আমাদের ভরসা রয়েছে । কিন্তু, খবর না-পাওয়ার জন্য উৎকণ্ঠায় আছি ।"

পড়ুন: তাদের সঙ্গে খেলার কেউ রইল না, শহিদ ঝন্টুর কফিনের দিকে শূন্যদৃষ্টিতে তাকিয়ে গ্রামের বাচ্চারা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.