ETV Bharat / state

প্রচারের ব্যস্ততার ফাঁকেই হঠাৎ বিধানসভায় তাপস রায়, কেন গেলেন ? - Tapas Roy in assembly

Tapas Roy in assembly: প্রচারের ব্যস্ততার ফাঁকেই আজ আচমকা বিধানসভায় গেলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ৷ হঠাৎ কেন তিনি বিধানসভায় গেলেন ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 7:44 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 9 এপ্রিল: আগেই তৃণমূলের বিধায়ক পদ ছেড়েছেন । পরবর্তীতে বিজেপি তাঁকে কলকাতা উত্তরে প্রার্থী করেছে । এই মুহূর্তে ভরা ভোটের মরসুম । সকাল বিকেল দু'বেলা উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে প্রচার করছেন তাপস রায় । আর এ সবের মাঝেই আকস্মিক মঙ্গলবার বিধানসভায় গেলেন তিনি ।

এ দিন বিকেল তিনটে নাগাদ আচমকা তাপস রায়কে দেখা গেল বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে । কেতাদুরস্ত পঞ্জাবি পরে তিনি সেখানে যান । বিরোধী দলনেতার ঘরে তাঁর নো ডিউ সার্টিফিকেটের জন্য আবেদন করেন তিনি ।

গত পাঁচ মার্চ তিনি বরানগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন । তার পরের দিন 6 মার্চ এই পদত্যাগপত্র গ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই দিন পর্যন্ত নো ডিউ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাঁকে । আর সেই সার্টিফিকেট গ্রহণ করতেই এ দিন তিনি গিয়েছিলেন বিধানসভায় ।

তবে এ দিন তাপস রায় সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হননি । তার উপর বিধানসভার অন্দরে নিষেধাজ্ঞার কারণে কোনও মন্তব্য করাতে বিরত থেকে যান তিনি । তবে ঘরোয়া আলোচনায় তিনি জানিয়েছেন, কলকাতা উত্তরে প্রচারে গিয়ে তিনি মানুষের কাছে ভালোই সাড়া পাচ্ছেন । অনেকেই তাঁর কাছে ক্ষোভ বিক্ষোভও জানাচ্ছেন । তিনি আশাবাদী, নির্বাচনে মানুষ তাঁকে সমর্থন করবেন ।

প্রসঙ্গত, আজ বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি বিধানসভা থেকে বেরিয়ে যান । এ দিন কলেজ স্কোয়ার ও তার সংলগ্ন এলাকায় তাপস রায়ের প্রচারের কথা রয়েছে ।

আরও পড়ুন:

  1. এবার কলকাতা উত্তরে ফুটবে পদ্ম, আশাবাদী ভূমিপুত্র তাপস রায়
  2. সুদীপের ‘নো কমেন্টেস’-এর পালটা মুখোমুখি প্রশ্নোত্তরে বসার চ্যালেঞ্জ তাপসের
  3. একজন 80, অন্য দু'জন 70-75; সুদীপ-তাপস-প্রদীপকে নিয়ে কী বলছে উত্তর কলকাতা?

কলকাতা, 9 এপ্রিল: আগেই তৃণমূলের বিধায়ক পদ ছেড়েছেন । পরবর্তীতে বিজেপি তাঁকে কলকাতা উত্তরে প্রার্থী করেছে । এই মুহূর্তে ভরা ভোটের মরসুম । সকাল বিকেল দু'বেলা উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে প্রচার করছেন তাপস রায় । আর এ সবের মাঝেই আকস্মিক মঙ্গলবার বিধানসভায় গেলেন তিনি ।

এ দিন বিকেল তিনটে নাগাদ আচমকা তাপস রায়কে দেখা গেল বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে । কেতাদুরস্ত পঞ্জাবি পরে তিনি সেখানে যান । বিরোধী দলনেতার ঘরে তাঁর নো ডিউ সার্টিফিকেটের জন্য আবেদন করেন তিনি ।

গত পাঁচ মার্চ তিনি বরানগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন । তার পরের দিন 6 মার্চ এই পদত্যাগপত্র গ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই দিন পর্যন্ত নো ডিউ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাঁকে । আর সেই সার্টিফিকেট গ্রহণ করতেই এ দিন তিনি গিয়েছিলেন বিধানসভায় ।

তবে এ দিন তাপস রায় সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হননি । তার উপর বিধানসভার অন্দরে নিষেধাজ্ঞার কারণে কোনও মন্তব্য করাতে বিরত থেকে যান তিনি । তবে ঘরোয়া আলোচনায় তিনি জানিয়েছেন, কলকাতা উত্তরে প্রচারে গিয়ে তিনি মানুষের কাছে ভালোই সাড়া পাচ্ছেন । অনেকেই তাঁর কাছে ক্ষোভ বিক্ষোভও জানাচ্ছেন । তিনি আশাবাদী, নির্বাচনে মানুষ তাঁকে সমর্থন করবেন ।

প্রসঙ্গত, আজ বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি বিধানসভা থেকে বেরিয়ে যান । এ দিন কলেজ স্কোয়ার ও তার সংলগ্ন এলাকায় তাপস রায়ের প্রচারের কথা রয়েছে ।

আরও পড়ুন:

  1. এবার কলকাতা উত্তরে ফুটবে পদ্ম, আশাবাদী ভূমিপুত্র তাপস রায়
  2. সুদীপের ‘নো কমেন্টেস’-এর পালটা মুখোমুখি প্রশ্নোত্তরে বসার চ্যালেঞ্জ তাপসের
  3. একজন 80, অন্য দু'জন 70-75; সুদীপ-তাপস-প্রদীপকে নিয়ে কী বলছে উত্তর কলকাতা?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.