কলকাতা, 8 জুন: এলাকায় একের পর এক গাছ কেটে ফেলা হলেও অনেক সময় অভিযোগ জানাতে ভয় পান স্থানীয়রা বাসিন্দারা। আবার পুলিশে অভিযোগ জানালেও যথাযথ ব্যবস্থা হয়নি, এমন ঘটনাও ঘটেছে অতীতে ৷ এই পরিস্থিতি বদলাতে আসরে নামল ডিওয়াইএফআই ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ধরনের খবর জানানো যাবে সিপিএমের এই যুব সংগঠনকে ৷ সেই মতো তারা আন্দোলনেও নামবে ৷
তিলোত্তমার বুকে এই ধরনের ঘটনা চোখে পড়লেই তাদের জানাতে আবেদন করল ডিওয়াইএফআই। পরিবেশ দিবস উপলক্ষ্যে সম্প্রতি তারা দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। সেখানে গাছ কাটা থেকে শুরু করে পুকুর ভরাটের মতো বিষয় তুলে ধরা যাবে ৷ সেই খবরের ভিত্তিতে আন্দোলন শুরু করবে ডিওয়াইএফআই ৷ পরিবেশ-বিরোধী এবং বেআইনি কর্মকাণ্ডে বিরুদ্ধে এভাবেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে দেশের অন্যতম বড় এই যুব সংগঠন।
একদিকে পুর-প্রশাসন লাগাতার চেষ্টা করে চলেছে শহরে সবুজের আচ্ছাদন অল্প হলেও বৃদ্ধি করতে। অন্যদিকে, আর্থিক মুনাফার স্বার্থে নির্বিচারে গাছ কেটে চলেছে কেউ কেউ। এভাবে শহরকে ধীরে ধীরে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ৷ প্রোমোটার থেকে শুরু করে শিল্পপতিরাও এমন অসাধু কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ ।
শুধু সবুজ গ্রাস করেই তারা ক্ষান্ত থাকছে তেমনটা নয় ৷ তাদের চোখ পড়েছে জলাশয়ের দিকেও। ধীরে ধীরে বুজিয়ে ফেলা হচ্ছে একাধিক জলাশয়। মাথা তুলছে বহুতল। তার নেতিবাচক প্রভাব পড়ছে শহরের পরিবেশেই। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা কমিটি। সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস (5 জুন) উপলক্ষ্যে দুটি ওয়াটস অ্যাপ নম্বর চালু করেছে। নম্বরগুলো হল- 9836285945 এবং 8013166847 ।