কলকাতা, 7 জুন: আংশিক মেঘলা আকাশ। তারপরেই হঠাৎ করে বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি। গুমোট আবহাওয়া ঝোড়ো বৃষ্টিতে ঠান্ডা। শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টির হাত ধরে গুমোট গরম থেকে স্বস্তি। আলিপুর আবহাত্তয়া দফতর বলছে এই বৃষ্টি বর্ষার আগমনী বা প্রাক মৌসুম বৃষ্টি নয়। এই বৃষ্টি স্থানীয়ভাবে উত্তপ্ত হয়ে আবহের কারণে সৃষ্ট। যে মৌসুমী বায়ু রাজ্যে বৃষ্টির বাহক হিসেবে কাজ করে, সে এখন থমকে রয়েছে উত্তরবঙ্গে। শুধু এই রাজ্যেই নয় মৌসুমী বায়ু গোটা দেশেই থমকে। ফলে আশা জাগিয়ে শুরু করেও বর্ষা সারাদেশের সঙ্গে বঙ্গেও প্রত্যাশাপূরণে ব্যর্থ।
দক্ষিণবঙ্গে আরও দেরিতে বর্ষা:
আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে 10 জুন। 12 জুন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই। বরং, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই সপ্তাহে। ফলে আগামী কয়েক দিনের তাপমাত্রা আরও বাড়বে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলাতে প্রভাব বিস্তার করবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করেছে। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। আজ শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গে কমবে বৃষ্টি:
আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনের উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই।
কলকাতা ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়া:
শুক্রবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ সর্বনিম্ন 54 শতাংশ।
আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।
শেষ 24 ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা কত, প্রকাশ্যে এল পরিসংখ্যান