কলকাতা, 15 এপ্রিল: আজ পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা নেই বাংলায়। এমনটাই বলছে আবহাওয়া দফতর। দিনের তাপমাত্রা স্বাভাবিকের আশপাশেই থাকবে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা বাংলাদেশ এবং প্বার্শবর্তী অঞ্চলের ওপর রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে রয়েছে।
একটি অক্ষরেখা পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বিস্তৃত হয়ে পূর্ব মধ্যপ্রদেশ,ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করেছে। এই অক্ষরেখার বিস্তার সমুদ্রপৃষ্ঠের 0.9 কিলোমিটার ওপরে অবস্থিত ঘূর্ণাবর্ত পর্যন্ত। এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা বায়ুমণ্ডলের উচ্চ এবং মধ্যস্তরে রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার অক্ষটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে রয়েছে। এর প্রভাবে বাতাসের অনুকুল পরিস্থিতি তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে 18 এপ্রিল শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের প্রতি দিনই কলকাতা এবং রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার বেগ সর্বনিম্ন 30 কিলোমিটার থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতায় আলাদা করে সতর্কতা আগামীকাল বুধবারের জন্য জারি করা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদে,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।
বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। উত্তরের আট জেলাতেই আগামীকাল বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। আপাতত উত্তরেও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না।
সোমবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 45 শতাংশ।
আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।