ETV Bharat / state

দলের জেলা সভাপতিদের তলব সুব্রত বক্সির, ডাক বীরভূম কোর কমিটিকে - BIRBHUM TMC CORE COMMITTEE

দলের জেলা সভাপতিদের ডেকেছেন তৃণমূলের রাজ্য সভাপতি। বীরভূম থেকে ডাক পেয়েছে তৃণমূলের কোর কমিটি।

birbhum tmc
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 7, 2025 at 8:01 PM IST

2 Min Read

বীরভূম, 7 জুন: রাজ্যের অন্যান্য জেলা সভাপতিদের পাশাপাশি বীরভূমের কোর কমিটিতে তলব করলেন সুব্রত বক্সি ৷ 14 জুন 9 সদস্যের কোর কমিটিকে ডেকে পাঠিয়েছেন তৃণমূল-কংগ্রেসের রাজ্য সভাপতি। সেই কারণে 14 জুন বীরভূমের কোর কমিটির পূর্বনির্ধারিত বৈঠক পিছিয়ে 21 জুন করা হয়েছে ৷ যা ইতিমধ্যেই সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্য৷ন আশিস বন্দ্যোপাধ্যায় ।

এক্ষেত্রে তাঁর বক্তব্য, "রাজ্যের অন্যান্য জেলা সভাপতিদের ডাকা হয়েছে । বীরভূম জেলায় যেহেতু দলের কোনও সভাপতি নেই, তাই কোর কমিটিকে ডাকা হয়েছে ৷ সেই কারণে আমরা কোর কমিটির বৈঠক পিছিয়ে দিলাম ৷ তবে যদি কেউ বলে থাকেন যে এটা শুধুমাত্র বীরভূম জেলাকে ডাকা হয়েছে সেটা ভুল, বিভ্রান্তি ছড়ানোর জন্য বলা হচ্ছে । এখানে রাজ্যের সমস্ত জেলার সভাপতিদের ডাকা হয়েছে । তার মধ্যে বীরভূমও রয়েছে । "

birbhum tmc core committee
বীরভূম কোর কমিটিকে ডেকে পাঠানোর নোটিশ (ইটিভি ভারত)

14 জুন রাজ্যের সব জেলার দলীয় সভাপতিদের তলব করেছেন সর্বভারতীয় তৃণমূল-কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ৷ কলকাতার ভবানীপুরে সাংসদের অফিস সংলগ্ন স্থানে দুপুর 1টা থেকে বৈঠক রয়েছে ৷ ইতিমধ্যেই সকলকে চিঠি পাঠানো হয়েছে ৷

বীরভূম জেলায় যেহেতু দলের কোনও সভাপতি নেই, তাই কোর কমিটিকে তলব করা হয়েছে । তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মালকে তলব করা হয়েছে ।

প্রসঙ্গত, বোলপুর থানার আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ নিয়ে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলেছিলেন সুব্রত বক্সি ৷ সেই মতো তিনি ক্ষমা চেয়েছিলেন ৷ কিন্তু, অডিও বিতর্কে রীতিমতো মুখ পুড়েছে তৃণমূল-কংগ্রেসের ৷ অন্যদিকে, কাজল-কেষ্ট দ্বন্দ্ব সর্বজনবিদিত । তা নিয়েও একাধিকবার বিপাকে পড়তে হয়েছে দলের শীর্ষ নেতৃত্বদের ৷ তাই সুব্রত বক্সির ডাকা বৈঠক যে খুবই তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ৷ এখন দেখার বীরভূমের ক্ষেত্রে অন্য কোনও বার্তা দেন কিনা, বা অন্য কোনও সিদ্ধান্ত দল নেয় কিনা ।

বীরভূম, 7 জুন: রাজ্যের অন্যান্য জেলা সভাপতিদের পাশাপাশি বীরভূমের কোর কমিটিতে তলব করলেন সুব্রত বক্সি ৷ 14 জুন 9 সদস্যের কোর কমিটিকে ডেকে পাঠিয়েছেন তৃণমূল-কংগ্রেসের রাজ্য সভাপতি। সেই কারণে 14 জুন বীরভূমের কোর কমিটির পূর্বনির্ধারিত বৈঠক পিছিয়ে 21 জুন করা হয়েছে ৷ যা ইতিমধ্যেই সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্য৷ন আশিস বন্দ্যোপাধ্যায় ।

এক্ষেত্রে তাঁর বক্তব্য, "রাজ্যের অন্যান্য জেলা সভাপতিদের ডাকা হয়েছে । বীরভূম জেলায় যেহেতু দলের কোনও সভাপতি নেই, তাই কোর কমিটিকে ডাকা হয়েছে ৷ সেই কারণে আমরা কোর কমিটির বৈঠক পিছিয়ে দিলাম ৷ তবে যদি কেউ বলে থাকেন যে এটা শুধুমাত্র বীরভূম জেলাকে ডাকা হয়েছে সেটা ভুল, বিভ্রান্তি ছড়ানোর জন্য বলা হচ্ছে । এখানে রাজ্যের সমস্ত জেলার সভাপতিদের ডাকা হয়েছে । তার মধ্যে বীরভূমও রয়েছে । "

birbhum tmc core committee
বীরভূম কোর কমিটিকে ডেকে পাঠানোর নোটিশ (ইটিভি ভারত)

14 জুন রাজ্যের সব জেলার দলীয় সভাপতিদের তলব করেছেন সর্বভারতীয় তৃণমূল-কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ৷ কলকাতার ভবানীপুরে সাংসদের অফিস সংলগ্ন স্থানে দুপুর 1টা থেকে বৈঠক রয়েছে ৷ ইতিমধ্যেই সকলকে চিঠি পাঠানো হয়েছে ৷

বীরভূম জেলায় যেহেতু দলের কোনও সভাপতি নেই, তাই কোর কমিটিকে তলব করা হয়েছে । তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মালকে তলব করা হয়েছে ।

প্রসঙ্গত, বোলপুর থানার আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ নিয়ে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলেছিলেন সুব্রত বক্সি ৷ সেই মতো তিনি ক্ষমা চেয়েছিলেন ৷ কিন্তু, অডিও বিতর্কে রীতিমতো মুখ পুড়েছে তৃণমূল-কংগ্রেসের ৷ অন্যদিকে, কাজল-কেষ্ট দ্বন্দ্ব সর্বজনবিদিত । তা নিয়েও একাধিকবার বিপাকে পড়তে হয়েছে দলের শীর্ষ নেতৃত্বদের ৷ তাই সুব্রত বক্সির ডাকা বৈঠক যে খুবই তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ৷ এখন দেখার বীরভূমের ক্ষেত্রে অন্য কোনও বার্তা দেন কিনা, বা অন্য কোনও সিদ্ধান্ত দল নেয় কিনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.