ETV Bharat / state

ভোট চলছে, সমাবর্তন করা যাবে না ! স্টেট ইউনিভার্সিটিকে নির্দেশ রাজভবনের - WBSU Convocation Cancelled

WBSU Convocation: ভোটের আবহে বারাসত স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে না রাজ্যপালের ৷ পরে আলাদা দিন দেওয়া হবে সমাবর্তনের জন্য ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 10:50 PM IST

West Bengal State University, CV Ananda Bose
সমাবর্তনে রাজ্যপালের সম্মতি পেল না স্টেট ইউনিভার্সিটি

কলকাতা, 24 এপ্রিল: উচ্চশিক্ষা দফতরের পর রাজভবন ৷ ভোটের আবহে স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে সম্মতি দিলেন না রাজ্যপাল ৷ আগামী 27 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । বুধবার রাজভবন সেই সমাবর্তন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে । রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের তরফে সেই নির্দেশ পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । কারণ, এই মুহূর্তে দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে । এই নির্বাচন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আয়োজন করা যাবে না ।"

এই বিষয়ে রাজভবনের তরফে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি । তবে বিষয়টি নিয়ে মতামত জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজকুমার কোঠারীকে ফোন করা হলে তিনি বলেন, "গতকালই রাজভবন থেকে নির্দেশ পাঠানো হয়েছে । এখনই সমাবর্তন করা যাবে না । কারণ, ভোট চলছে । ভোটের পরে আবারও রাজভবন থেকে নতুন তারিখ দেওয়া হবে । তখন আবার আয়োজন করা হবে ।"

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে জটিলতা তৈরি হয় । যে কারণে শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে পদ থেকে সরিয়ে দেন আচার্য সিভি আনন্দ বোস । তাঁর জায়গায় গত পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্তকে উপাচার্য পদে নিয়োগ করেছেন তিনি ৷ সোমবার রাজভবনে আনুষ্ঠানিকভাবে ভাস্কর গুপ্তর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি ।

এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, "অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করেছেন মাননীয় চ্যান্সেলর । একই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে তাঁর নাম সুপারিশ করা হয় । মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদনে শিক্ষা বিভাগ তাঁর নাম অনুমোদন করে । আশা করা যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী চ্যান্সেলর কর্তৃক নিয়োগকৃত ভিসি পাবে । শুভবুদ্ধি প্রাধান্য পেয়েছে ৷ এর জন্য আমি মাননীয় চ্যান্সেলরকে অভিনন্দন জানাই । আমি অধ্যাপক ভাস্কর গুপ্তাকে যাদবপুরের ভিসি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাই ।"

অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলকাতা ক্যাম্পাসে উপাচার্যদের বৈঠকে রাজ্যপাল তথা আচার্য স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করার অধিকার নেই সরকারের । ফলে, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবনের সংঘাতের আবহ আবারও ঘোরালো হয়ে উঠল বলে মনে করা হচ্ছে ৷

  1. আরও পড়ুন :
  2. বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে 'না' উচ্চশিক্ষা দফতরের
  3. কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আপত্তি শিক্ষা দফতরের, পাত্তা দিচ্ছে না কর্তৃপক্ষ

কলকাতা, 24 এপ্রিল: উচ্চশিক্ষা দফতরের পর রাজভবন ৷ ভোটের আবহে স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে সম্মতি দিলেন না রাজ্যপাল ৷ আগামী 27 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । বুধবার রাজভবন সেই সমাবর্তন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে । রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের তরফে সেই নির্দেশ পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । কারণ, এই মুহূর্তে দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে । এই নির্বাচন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আয়োজন করা যাবে না ।"

এই বিষয়ে রাজভবনের তরফে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি । তবে বিষয়টি নিয়ে মতামত জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজকুমার কোঠারীকে ফোন করা হলে তিনি বলেন, "গতকালই রাজভবন থেকে নির্দেশ পাঠানো হয়েছে । এখনই সমাবর্তন করা যাবে না । কারণ, ভোট চলছে । ভোটের পরে আবারও রাজভবন থেকে নতুন তারিখ দেওয়া হবে । তখন আবার আয়োজন করা হবে ।"

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে জটিলতা তৈরি হয় । যে কারণে শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে পদ থেকে সরিয়ে দেন আচার্য সিভি আনন্দ বোস । তাঁর জায়গায় গত পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্তকে উপাচার্য পদে নিয়োগ করেছেন তিনি ৷ সোমবার রাজভবনে আনুষ্ঠানিকভাবে ভাস্কর গুপ্তর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি ।

এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, "অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করেছেন মাননীয় চ্যান্সেলর । একই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে তাঁর নাম সুপারিশ করা হয় । মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদনে শিক্ষা বিভাগ তাঁর নাম অনুমোদন করে । আশা করা যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী চ্যান্সেলর কর্তৃক নিয়োগকৃত ভিসি পাবে । শুভবুদ্ধি প্রাধান্য পেয়েছে ৷ এর জন্য আমি মাননীয় চ্যান্সেলরকে অভিনন্দন জানাই । আমি অধ্যাপক ভাস্কর গুপ্তাকে যাদবপুরের ভিসি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাই ।"

অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলকাতা ক্যাম্পাসে উপাচার্যদের বৈঠকে রাজ্যপাল তথা আচার্য স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করার অধিকার নেই সরকারের । ফলে, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবনের সংঘাতের আবহ আবারও ঘোরালো হয়ে উঠল বলে মনে করা হচ্ছে ৷

  1. আরও পড়ুন :
  2. বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে 'না' উচ্চশিক্ষা দফতরের
  3. কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আপত্তি শিক্ষা দফতরের, পাত্তা দিচ্ছে না কর্তৃপক্ষ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.