ETV Bharat / state

রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ভোটের মুখে বড় সিদ্ধান্ত

Holyday on Ram Navami: রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ৷ শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে ৷ বছরের ছুটির তালিকায় সংযোজিত হল আরও একটি দিন ৷ এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 10:40 PM IST

Updated : Mar 9, 2024, 10:58 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 9 মার্চ: লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগামী 17 এপ্রিল রামনবমী। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷

বিগত কয়েক বছর ধরে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক তরজা লক্ষ্য করা গিয়েছিল শাসক ও বিরোধী দল বিজেপির মধ্যে। তবে এতদিন রামনবমীকে কেন্দ্র করে প্রশাসনকে সতর্ক করা হলেও সার্বিকভাবে ছুটি ঘোষণা করা হয়নি। এবার লোকসভা নির্বাচনের বছরেই বড় ঘোষণা রাজ্যের। তবে এবছর নতুন করে কোনও বিতর্ক চাইছে না রাজ্য সরকার। আর তাই রাজ্য সরকারের তরফ থেকে রামনবমী উপলক্ষে আগামী 17 এপ্রিল দিনটিকে সার্বিক ছুটি হিসেবে ঘোষণা করা হল। এনআই অ্যাক্ট অনুসারে এই ছুটি দেওয়া হয়েছে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। আর সেই জায়গা থেকেই রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Holyday on Ram Navami
নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেছেন, "ধর্ম যার যার উৎসব সবার।" সব ধর্মকে সমান চোখে দেখেন এই বার্তা দিতেই লোকসভা নির্বাচনের আগে 17 এপ্রিল সার্বিক ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার বলে মত রাজনৈতিক মহলের। ওই দিন রাজ্য সরকারের সব অফিস, স্কুল এবং কলেজ বন্ধ থাকবে। নির্দেশিকা দিয়ে জানাল অর্থ দফতর। ইতিমধ্যেই সব সরকারি দফতরে ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। এর সঙ্গেই রাজ্য সরকারের ক্যালেন্ডারে একটা ছুটি যুক্ত হল।

আরও পড়ুন

1. দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা

2. ভাঙছে প্রথা ! ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা মমতার

3. ব্রিগেডে না গেলে পদ হারাবেন নেতা নেত্রীরা ! হুংকার মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার

কলকাতা, 9 মার্চ: লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগামী 17 এপ্রিল রামনবমী। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷

বিগত কয়েক বছর ধরে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক তরজা লক্ষ্য করা গিয়েছিল শাসক ও বিরোধী দল বিজেপির মধ্যে। তবে এতদিন রামনবমীকে কেন্দ্র করে প্রশাসনকে সতর্ক করা হলেও সার্বিকভাবে ছুটি ঘোষণা করা হয়নি। এবার লোকসভা নির্বাচনের বছরেই বড় ঘোষণা রাজ্যের। তবে এবছর নতুন করে কোনও বিতর্ক চাইছে না রাজ্য সরকার। আর তাই রাজ্য সরকারের তরফ থেকে রামনবমী উপলক্ষে আগামী 17 এপ্রিল দিনটিকে সার্বিক ছুটি হিসেবে ঘোষণা করা হল। এনআই অ্যাক্ট অনুসারে এই ছুটি দেওয়া হয়েছে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। আর সেই জায়গা থেকেই রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Holyday on Ram Navami
নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেছেন, "ধর্ম যার যার উৎসব সবার।" সব ধর্মকে সমান চোখে দেখেন এই বার্তা দিতেই লোকসভা নির্বাচনের আগে 17 এপ্রিল সার্বিক ছুটি ঘোষণা করছে রাজ্য সরকার বলে মত রাজনৈতিক মহলের। ওই দিন রাজ্য সরকারের সব অফিস, স্কুল এবং কলেজ বন্ধ থাকবে। নির্দেশিকা দিয়ে জানাল অর্থ দফতর। ইতিমধ্যেই সব সরকারি দফতরে ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। এর সঙ্গেই রাজ্য সরকারের ক্যালেন্ডারে একটা ছুটি যুক্ত হল।

আরও পড়ুন

1. দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা

2. ভাঙছে প্রথা ! ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা মমতার

3. ব্রিগেডে না গেলে পদ হারাবেন নেতা নেত্রীরা ! হুংকার মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার

Last Updated : Mar 9, 2024, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.