কলকাতা, 21 জুন: শক্তি হারিয়েছে নিম্নচাপ । বাংলা থেকে ঝাড়খণ্ডে হয়ে বর্তমানে দক্ষিণ বিহারে অবস্থান করছে । ফলে, শনিবার বঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে, রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রবিবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দমকা হাওয়ার গতিবেগ বাড়বে বিভিন্ন জেলাতে । রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে ।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষত, উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে ৷ ভারী থেকে অতি ভারী সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে ৷
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷
শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 89 শতাংশ ।