কলকাতা, 13 মে: দেশের শীর্ষ আদালতের নির্দেশে পর ফের রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে তৎপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। শীঘ্রই এই বিষয় বিজ্ঞপ্তি জারি করতে পারে বলেই খবর এসএসসি সূত্রে।
গত মাসে শুরুর দিকেই দেশের সর্বোচ্চ আদালত রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত ও সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কুলগুলোর প্রায় 26 হাজার শিক্ষক ও 2000 বেশি অশিক্ষক কর্মী নিয়োগ বাতিলের নির্দেশ দেন। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে ব্যাপক তুলধনা করেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। পরবর্তী সময় রাজ্যেকে আদালত নির্দেশ দেয় 31 মে মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার। পাশাপশি জানানো হয় 31 ডিসেম্বর মধ্যে সেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রাজ্যের সরকার ও এসএসসি-কে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিস্তারিত জানিয়ে একটি হলফনামা দাখিল করতে বলেছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে এসএসসি-র আধিকারিক জানিয়েছেন, রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ আমাদের সঙ্গে আলোচনা করেছে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য নতুন বিজ্ঞপ্তির খসড়া সম্পূর্ন করা হয়েছে। সরকার চূড়ান্ত অনুমোদন দিলে কমিশনের তরফে আমরা বিজ্ঞপ্তি জারি করব। এই বিষয়টি কয়েকদিন সময় লাগবে।
প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছেন, কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার জন্য বিজ্ঞপ্তি জারি করবে। 2016 সালে পরীক্ষায় অংশ নেওয়া 22 লাখ শিক্ষক ও শিক্ষক প্রার্থীরা বৈধ নথিপত্র দেখলে আবার তারা পরীক্ষায় বসার আবেদন করার সুযোগ পাবেন।
কমিশন সূত্রে আরো জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যে শূন্য আসনের বিস্তারিত তালিকা স্কুল শিক্ষা দফতরের পাঠিয়ে দেবে। এদিকে চাকরি হারানো কিছু সংখ্যক শিক্ষক ও শিক্ষক কর্মীরা বিকাশ ভবনের সামনে অবস্থান শামিল হয়েছেন। তাদের সংগঠন ডিজারভীন টিচিং, নন-টিচিং এমপ্লয়িদ ফোরাম 15 মে শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভিবিএন ঘেরাও করার কর্মসূচি নিয়েছে। তাদের দাবি, রাজ্যের সরকার যাতে তাদের স্থায়ী ভাবে পুনর্বহালের বিষয় সুপ্রিম কোর্টে তোলে।