ETV Bharat / state

জানুয়ারি মাস থেকে বন্ধ সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দ, কেন্দ্রকে চিঠি দিচ্ছে রাজ্য - Samagra Shiksha Abhiyaan

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 11:00 PM IST

Samagra Shiksha Abhiyaan Fund: রাজ্য সরকারের অভিযোগ, পিএমশ্রী প্রকল্পে রাজ্য সরকার যুক্ত না-হলে কোনভাবেই সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দ রাজ্যকে দেওয়া হবে না ।

Etv Bharat
নবান্ন (ইটিভি ভারত)

কলকাতা, 19 জুন: একের পর এক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাজ্যে । এবার এই তালিকায় নবতম সংযোজন সমগ্র শিক্ষা মিশন । এই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ায় অভিযোগ তুলছে রাজ্য সরকার । একইসঙ্গে এই প্রসঙ্গে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ।

ব্রাত্য বসুর প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে । উল্লেখ্য, সমগ্র শিক্ষা মিশনে খরচের জন্য কেন্দ্রীয় সরকার 60 শতাংশ টাকা দেয় । রাজ্য সরকার খরচ করে চল্লিশ শতাংশ টাকা । তা নিয়েই সমগ্র কর্মকাণ্ড চলে । কিন্তু গত জানুয়ারি মাসের পর থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে কোন টাকা দিচ্ছে না রাজ্য সরকারকে । সবচেয়ে বড় কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাম্প্রতিক সময়ে চিঠি লিখে রাজ্য সরকারকে জানানো হয়েছে, পিএমশ্রী প্রকল্পে রাজ্য সরকার যুক্ত না-হলে কোনভাবেই সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দ রাজ্যকে দেওয়া হবে না ।

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকার । কারণ ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ এর সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সবটাই অনিশ্চয়তার মুখে পড়ল । জানা গিয়েছে, এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দিয়ে কেন্দ্রকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যে বিষয়টি জোর করে চাপিয়ে দিচ্ছে তা সম্পূর্ণ অসংবিধানিক । শিক্ষা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে । ফলে যে যুক্তিতে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না ।

রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত এই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের থেকে প্রায় দু হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের । এমনকী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলতি অর্থবর্ষে প্রথম কোয়ার্টারের জন্য যে টাকা দেওয়ার কথা তাও পাঠানো হয়নি । তবে বাংলা বঞ্চিত হলেও অন্যান্য রাজ্যে এই টাকা পেয়ে গিয়েছে । আর সেই জায়গা থেকেই নবান্ন এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । রাজ্য বলছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা ছেড়ে দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই টাকা আটকে রেখেছে ।

প্রথম বছরেই সমুদ্রসাথী প্রকল্পের সুবিধা পেতে আবেদন 56 হাজার মৎস্যজীবীর

কলকাতা, 19 জুন: একের পর এক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাজ্যে । এবার এই তালিকায় নবতম সংযোজন সমগ্র শিক্ষা মিশন । এই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ায় অভিযোগ তুলছে রাজ্য সরকার । একইসঙ্গে এই প্রসঙ্গে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ।

ব্রাত্য বসুর প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে । উল্লেখ্য, সমগ্র শিক্ষা মিশনে খরচের জন্য কেন্দ্রীয় সরকার 60 শতাংশ টাকা দেয় । রাজ্য সরকার খরচ করে চল্লিশ শতাংশ টাকা । তা নিয়েই সমগ্র কর্মকাণ্ড চলে । কিন্তু গত জানুয়ারি মাসের পর থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে কোন টাকা দিচ্ছে না রাজ্য সরকারকে । সবচেয়ে বড় কথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাম্প্রতিক সময়ে চিঠি লিখে রাজ্য সরকারকে জানানো হয়েছে, পিএমশ্রী প্রকল্পে রাজ্য সরকার যুক্ত না-হলে কোনভাবেই সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দ রাজ্যকে দেওয়া হবে না ।

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকার । কারণ ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ এর সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সবটাই অনিশ্চয়তার মুখে পড়ল । জানা গিয়েছে, এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দিয়ে কেন্দ্রকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যে বিষয়টি জোর করে চাপিয়ে দিচ্ছে তা সম্পূর্ণ অসংবিধানিক । শিক্ষা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে । ফলে যে যুক্তিতে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না ।

রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত এই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের থেকে প্রায় দু হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের । এমনকী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলতি অর্থবর্ষে প্রথম কোয়ার্টারের জন্য যে টাকা দেওয়ার কথা তাও পাঠানো হয়নি । তবে বাংলা বঞ্চিত হলেও অন্যান্য রাজ্যে এই টাকা পেয়ে গিয়েছে । আর সেই জায়গা থেকেই নবান্ন এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । রাজ্য বলছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা ছেড়ে দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই টাকা আটকে রেখেছে ।

প্রথম বছরেই সমুদ্রসাথী প্রকল্পের সুবিধা পেতে আবেদন 56 হাজার মৎস্যজীবীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.