কলকাতা, 10 সেপ্টেম্বর: শহরের পর আধুনিকতার ছোঁয়া গ্রামীণ জীবনেও । গ্রামে বসবাসকারী মানুষদের সনাক্তকরণ নিশ্চিত করতে আলাদা হোল্ডিং নম্বর দেওয়ার ভাবনা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ৷ প্রত্যেকটি বাড়িকে আলাদাভাবে সনাক্তকরণের জন্য এই উদ্যোগ বলে জানা গিয়েছে ।
এই প্রসঙ্গে দফতরের এক আধিকারিক জানিয়েছেন, হোল্ডিং নম্বর থাকার কারণে শহরে যে কোনও বাড়ি খুঁজে পাওয়া খুবই সহজ ৷ রাস্তার নম্বর ধরে বাড়ির হোল্ডিং নাম্বার খোঁজ করলেই সেখানে পৌঁছে যাওয়া যায় । কিন্তু, গ্রামের ক্ষেত্রে একটা বড় সমস্যা তাদের ঠিকানা । হোল্ডিং নম্বর না থাকার কারণে বিস্তৃত একটা অঞ্চলে ঠিকানা নির্ধারণ করা হয় রাস্তা বা এলাকার নাম দিয়ে ৷ হোল্ডিং নম্বর না থাকায় ব্যক্তির নাম আর রাস্তার নামই ছিল ঠিকানা নির্ধারণের প্রধান উপায় । এই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত দফতর থেকে এবার প্রত্যেক বাড়ি পিছু একটি ইউনিক আইডি চালু করতে চলেছে । এর ফলে প্রত্যেকটা বাড়িকে আলাদা করে চিহ্নিত করা যাবে । আর ঠিকানা খুঁজতে গিয়ে মাথা খুঁড়তে হবে না সাধারণ মানুষকে ।
কী এই ইউনিক আইডেন্টিফিকেশন আইডি !
পঞ্চায়েত দফতর সূত্রে খবর, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতই এই মুহূর্তে একটি 'লোকাল গভর্মেন্ট ডাইরেক্টরি কোড' মাধ্যমে যুক্ত । আর সেই কোড বসিয়ে বাড়ি পিছু আলাদা নম্বর যুক্ত করে এই নতুন 'আইডেন্টিফিকেশন আইডি' তৈরি করা হচ্ছে । আগামী দিনে প্রত্যেক বাড়ি পিছু দশটি ডিজিটের একটি নম্বর দেওয়া হবে । সেটাই তাদের 'ইউনিক আইডেন্টিটি' নম্বর হবে ৷ ধাপে ধাপে সেই নম্বরকেই হোল্ডিং নম্বর রূপ ব্যবহার করা হবে ৷ গ্রামের ক্ষেত্রে এই ধরনের হোল্ডিং নম্বর যে কোনও ঠিকানা খুঁজে বের করতে আগামী দিনে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে পঞ্চায়েত দফতর । আর সেই কারণে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷