ETV Bharat / state

রাজ্যে আসছে নির্বাচন কমিশন, পুলিশে বড়সড় বদলি করল নবান্ন

Kolkata Police Officers transfer: লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ এর মধ্যে 3 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ তার আগে পুলিশের শীর্ষকর্তাদের বদলি করল নবান্ন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 6:46 AM IST

Updated : Feb 27, 2024, 7:08 AM IST

ETV Bharat
পুলিশের শীর্ষ কর্তাদের বদলি

কলকাতা, 27 ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগে আবার রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হল ৷ এবার ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক, ডিএসপি পদমর্যাদার আধিকারিক এবং আইপিএস আধিকারিক মিলিয়ে মোট 52 জন পুলিশ আধিকারিককে বদলি করা হল ৷ এর মধ্যে রয়েছেন বেশ কিছু থানার অফিসার ইনচার্জও ৷

সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে, সব পুলিশ আধিকারিকদের বদলি দ্রুত সেরে ফেলতে হবে ৷ এমনকী সাইবার থানার আধিকারিক ও কর্মীদেরও বদলি করতে হবে ৷ প্রসঙ্গত এর আগের কোনও নির্বাচনে সাইবার থানার আধিকারিক ও কর্মীদের বদলি করা হত না ৷ এই প্রথম কমিশন সাইবার থানার আধিকারিক ও কর্মীদের বদলি করার নির্দেশ দিয়েছে ৷

সেই মতো ধাপে ধাপে বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীদের বদলি করা হচ্ছে ৷ সোমবার 26 জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে ৷ এর মধ্যে রয়েছেন কালিম্পং থানার আইসি, রয়েছেন মেটালি থানার আইসি, করণদিঘী থানার আইসি, শিলিগুড়ি থানার আইসি, দার্জিলিং থানার আইসি, বাঁকুড়া জেলার রায়পুর থানার আইসি ও সোনামুখী থানার আইসি ৷ এছাড়াও 24 জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷

কলকাতা পুলিশেও দু'জন আইপিএস আধিকারিককে বদলি করা হয়েছে ৷ ভোলানাথ পাণ্ডেকে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের নতুন ডিসি করা হয়েছে ৷ জাফর আজমল কিদোয়াইকে কলকাতা পুলিশের ডিসি (আর এফ) করা হয়েছে ৷ নবান্ন সূত্রে বলা হয়েছে, যে সব পুলিশ আধিকারিকদের এখনও বদলি করা বাকি রয়েছে, তাদের খুব তাড়াতাড়ি বদলি করে দেওয়া হবে ৷ আগামী মাসের 3 তারিখ কলকাতায় আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ তার আগেই পুলিশ আধিকারিকদের বদলির কাজ শেষ করে ফেলতে চাইছে নবান্ন ৷

আরও পড়ুন:

  1. একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
  2. 'মুখ্যমন্ত্রীর পাঠানো আইপিএস-তালিকা বাতিল করুন', নির্বাচন কমিশনে আর্জি শুভেন্দুর
  3. খালিস্তানি ইস্যুতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন জমা শিখ প্রতিনিধিদের

কলকাতা, 27 ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগে আবার রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হল ৷ এবার ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক, ডিএসপি পদমর্যাদার আধিকারিক এবং আইপিএস আধিকারিক মিলিয়ে মোট 52 জন পুলিশ আধিকারিককে বদলি করা হল ৷ এর মধ্যে রয়েছেন বেশ কিছু থানার অফিসার ইনচার্জও ৷

সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে, সব পুলিশ আধিকারিকদের বদলি দ্রুত সেরে ফেলতে হবে ৷ এমনকী সাইবার থানার আধিকারিক ও কর্মীদেরও বদলি করতে হবে ৷ প্রসঙ্গত এর আগের কোনও নির্বাচনে সাইবার থানার আধিকারিক ও কর্মীদের বদলি করা হত না ৷ এই প্রথম কমিশন সাইবার থানার আধিকারিক ও কর্মীদের বদলি করার নির্দেশ দিয়েছে ৷

সেই মতো ধাপে ধাপে বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীদের বদলি করা হচ্ছে ৷ সোমবার 26 জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে ৷ এর মধ্যে রয়েছেন কালিম্পং থানার আইসি, রয়েছেন মেটালি থানার আইসি, করণদিঘী থানার আইসি, শিলিগুড়ি থানার আইসি, দার্জিলিং থানার আইসি, বাঁকুড়া জেলার রায়পুর থানার আইসি ও সোনামুখী থানার আইসি ৷ এছাড়াও 24 জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷

কলকাতা পুলিশেও দু'জন আইপিএস আধিকারিককে বদলি করা হয়েছে ৷ ভোলানাথ পাণ্ডেকে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের নতুন ডিসি করা হয়েছে ৷ জাফর আজমল কিদোয়াইকে কলকাতা পুলিশের ডিসি (আর এফ) করা হয়েছে ৷ নবান্ন সূত্রে বলা হয়েছে, যে সব পুলিশ আধিকারিকদের এখনও বদলি করা বাকি রয়েছে, তাদের খুব তাড়াতাড়ি বদলি করে দেওয়া হবে ৷ আগামী মাসের 3 তারিখ কলকাতায় আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ তার আগেই পুলিশ আধিকারিকদের বদলির কাজ শেষ করে ফেলতে চাইছে নবান্ন ৷

আরও পড়ুন:

  1. একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
  2. 'মুখ্যমন্ত্রীর পাঠানো আইপিএস-তালিকা বাতিল করুন', নির্বাচন কমিশনে আর্জি শুভেন্দুর
  3. খালিস্তানি ইস্যুতে মুখ্যসচিবের কাছে ডেপুটেশন জমা শিখ প্রতিনিধিদের
Last Updated : Feb 27, 2024, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.