শিলিগুড়ি, 16 এপ্রিল: ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি । নতুন এই আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর ৷ ভাঙচুর-অগ্নিসংযোগ-খুন, অশান্তিতে কোনও ঘটনাই বাদ যায়নি ৷ অশান্তিতে প্রাণ হারিয়েছেন 2 জন ৷ রাজ্যের এই পরিস্থিতির জন্য় দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই অভিযোগ কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের ৷
মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের কাওয়াখালিতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দর আসার পর থেকে সোজা কাওয়াখালিতে পৌঁছন তিনি । অনুষ্ঠান সেরেই ফের দিল্লি উদ্দেশ্য়ে রওনা দেন তিনি ।
অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "প্রথমে বাংলার মানুষকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই । বাংলায় নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তুষ্টিকরণের তাণ্ডব হচ্ছে ৷ বিভাজনকারী শক্তিদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হচ্ছে ৷ সেই সঙ্গে, অমানবিক অত্যাচার চলছে । কিন্তু, এই সবের পরও রাজ্যের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অন্যান্য সহযোগি রাজনৈতিক দলগুলি মৌনব্রত পালন করছে ৷"
এরপর তিনি বলেন, "আমি প্রার্থনা করব, ভগবান যেন তাঁদের সৎবুদ্ধি ও চেতনা প্রদান করেন । এই বিভাজনের রাজনীতি ছেড়ে বাংলার মানুষের সমস্যা দূর করে তাদের জীবনে উন্নতিসাধনের জন্য যেন রাজনীতি করেন ।" কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "রাজ্যে যা ঘটছে তার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকেই দায়িত্ব নিতে হবে । বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার মতো গোটা দেশে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তার জন্য ইন্ডিয়া জোটের বাকি শরিকি রাজনৈতিক দলগুলি সমানভাবে দায়ী ।"