ভাঙড়, 14 এপ্রিল: ওয়াকফ আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা ৷ এবার ওয়াকফ প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ সোমবার আইএসএফ-এর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে ৷ বাধা দেওয়ায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ। তাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে অভিযোগ ৷
সোমবার সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে শিয়ালদায় কর্মসূচি ছিল আইএসএফ-এর ৷ সেখানে যাওয়ার পথে ভাঙড়ের কাছে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের মিছিল আটকায় পুলিশ ৷ বৈরামপুরে তাদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ ৷ পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা ৷ আইএসএফ কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ ৷ ধস্তাধস্তিতে বেশ কয়েকজনের মাথা ফেটে গিয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের ৷
অন্য়দিকে, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকে প্রচার শুরু করে পুলিশ ৷ বিক্ষোভকারীদের এলাকা ফাঁকা করার অনুরোধ করেন পুলিশের গোয়েন্দা প্রধান ৷
পুলিশের দাবি, রামলীলা ময়দানে আইএসএফ-এর বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে আগে থেকে থানায় কোনও অনুমতিপত্র জমা দেওয়া হয়নি ৷ প্রশাসনিক অনুমোদন ছাড়াই সন্দেশখালি, মিনাখাঁ, ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা ময়দানের দিকে আসতে শুরু করেন । তখনই তাঁদের বাসন্তী হাইওয়েতে রুখে দেয় পুলিশ । এক বিক্ষোভকারীর দাবি, "পুলিশ আমাদের হঠাৎ এখানে আটকে দিয়েছে । বলছে, আমাদের নাকি কোনও বৈধ অনুমতি নেই । তাই অন্য জায়গায় গিয়ে বিক্ষোভ দেখাতে । কিন্তু, আমরা অন্য জায়গায় কেন যাব ? আমাদের বাধা দেওয়া হচ্ছে ।"
এই প্রসঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বক্তব্য, "মুখ্যমন্ত্রী বলেছেন, এই রাজ্যে নতুন ওয়াকফ আইন লাগু হবে না । আমরাও তাই চাই । তার জন্য আমরা শিয়ালদায় সমাবেশের আয়োজন করেছি । তাহলে সেখানে যেতে কর্মীদের বাধা দিল কেন পুলিশ ? শুধু কী তৃণমূলই এই রাজ্যে মিছিল করবে ? বাকিরা কেউ পারবে না ?"
পাল্টা তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি, "আইএসএফ শুধু শুধু উত্তেজনা, অশান্তি তৈরির চেষ্টা করছে । আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেধে যায় । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায় । বাসন্তী হাইওয়েতে দু'পক্ষের মধ্যে ধুন্ধুমার শুরু হয় । পুলিশ লাঠিচার্জ করে । তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ । এরপরই বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভ শুরু করেন আইএসএফ কর্মীরা ৷"