ETV Bharat / state

ওয়াকফ-অশান্তিতে বাসে আগুন, অগ্নিগর্ভ সুতিতে পড়ল বোমা; জখম ফরাক্কার এসডিপিও - MURSHIDABAD WAQF VIOLENCE

ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদের জেরে ফের রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি ৷ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট ৷ পড়ল বোমাও ৷

violence in Suti Murshidabad over Waqf bill protest
ফের অগ্নিগর্ভ সুতি, চলল গুলি-বোমা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 11, 2025 at 8:25 PM IST

Updated : April 11, 2025 at 8:54 PM IST

2 Min Read

জঙ্গিপুর, 11 এপ্রিল: মুর্শিদাবাদে আবারও ওয়াকফ-অশান্তি ৷ শুক্রবার ফের অগ্নিগর্ভ জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক ৷ পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে জখম ফরাক্কার এসডিপিও মনিরুল ইসলাম খান ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হতে থাকে ৷ পুলিশও পাল্টা লাঠিচার্জ করেছে ৷ ফাটানো হয়েছে কাঁদানের গ্যাসের সেল ৷ একটি বাসেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এই পরিস্থিতিতে সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ এদিকে বিক্ষোভকারীদের তরফে দাবি, পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন ৷ যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ৷

ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সুতির সাজুরমোড় ও সামশেরগঞ্জ ব্লকের নতুন ডাকবাংলা মোড় অবরুদ্ধ করে বিক্ষুব্ধরা ৷ দুই জায়গায় দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ পুলিশকে নিশানা করে ইটবৃষ্টি হয় ৷ বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে ৷ এই অবস্থায় পুলিশও লাঠিচার্জ করে ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ৷ এরই মধ্যে সুতির সাজুরমোড় অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা বর্ষণ করে উত্তেজিত বিক্ষোভকারীরা ৷

ওয়াকফ বিরোধী প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদ (ইটিভি ভারত)

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দমোহন রায় বলেন, "পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে ৷ ওয়াকফ বিল সংশোধনের প্রতিবাদে জঙ্গিপুর মহকুমা অশান্ত ৷" এর আগে বুধবার, রঘুনাথগঞ্জ থানার উমরপুরে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ ৷ সেদিন থেকেই জঙ্গিপুর মহকুমাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ৷ রঘুনাথগঞ্জে 163 ধারা লাগু করার ফলে মিছিল, মিটিং ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে সুতি ৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষুব্ধদের ৷ সেই রেশ চলতে থাকে শুক্রবারও ৷ ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে সুতি ও সামশেরগঞ্জ ৷ ক্ষোভের আঁচ এসে পড়ে 12 নম্বর জাতীয় সড়কে ৷ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ৷ অবরোধ তুলতে গিয়ে পুলিশ জনতা সংঘর্ষ শুরু হয় ৷ রঘুনাথঘঞ্জেও ঠিক একই ঘটনা ঘটেছিল ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ পুলিশও পাল্টা লাঠিচার্জ করে ৷ জনতা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷

মর্তুজা হোসেন নামে এক বিক্ষোভকারী বলেন, "পুলিশের গুলিতে আমাদের তিনজন গুরুতর জখম হয়েছে ৷" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা আরও বাড়ানো হবে ৷ এদিকে 2019 সালের এনআরসির ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুর্শিদাবাদের সমস্ত রেল স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

জঙ্গিপুর, 11 এপ্রিল: মুর্শিদাবাদে আবারও ওয়াকফ-অশান্তি ৷ শুক্রবার ফের অগ্নিগর্ভ জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক ৷ পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে জখম ফরাক্কার এসডিপিও মনিরুল ইসলাম খান ৷ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হতে থাকে ৷ পুলিশও পাল্টা লাঠিচার্জ করেছে ৷ ফাটানো হয়েছে কাঁদানের গ্যাসের সেল ৷ একটি বাসেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এই পরিস্থিতিতে সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ এদিকে বিক্ষোভকারীদের তরফে দাবি, পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন ৷ যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ৷

ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সুতির সাজুরমোড় ও সামশেরগঞ্জ ব্লকের নতুন ডাকবাংলা মোড় অবরুদ্ধ করে বিক্ষুব্ধরা ৷ দুই জায়গায় দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ পুলিশকে নিশানা করে ইটবৃষ্টি হয় ৷ বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে ৷ এই অবস্থায় পুলিশও লাঠিচার্জ করে ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ৷ এরই মধ্যে সুতির সাজুরমোড় অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা বর্ষণ করে উত্তেজিত বিক্ষোভকারীরা ৷

ওয়াকফ বিরোধী প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদ (ইটিভি ভারত)

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দমোহন রায় বলেন, "পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে ৷ ওয়াকফ বিল সংশোধনের প্রতিবাদে জঙ্গিপুর মহকুমা অশান্ত ৷" এর আগে বুধবার, রঘুনাথগঞ্জ থানার উমরপুরে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ ৷ সেদিন থেকেই জঙ্গিপুর মহকুমাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ৷ রঘুনাথগঞ্জে 163 ধারা লাগু করার ফলে মিছিল, মিটিং ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে সুতি ৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষুব্ধদের ৷ সেই রেশ চলতে থাকে শুক্রবারও ৷ ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে সুতি ও সামশেরগঞ্জ ৷ ক্ষোভের আঁচ এসে পড়ে 12 নম্বর জাতীয় সড়কে ৷ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ৷ অবরোধ তুলতে গিয়ে পুলিশ জনতা সংঘর্ষ শুরু হয় ৷ রঘুনাথঘঞ্জেও ঠিক একই ঘটনা ঘটেছিল ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ পুলিশও পাল্টা লাঠিচার্জ করে ৷ জনতা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷

মর্তুজা হোসেন নামে এক বিক্ষোভকারী বলেন, "পুলিশের গুলিতে আমাদের তিনজন গুরুতর জখম হয়েছে ৷" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা আরও বাড়ানো হবে ৷ এদিকে 2019 সালের এনআরসির ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুর্শিদাবাদের সমস্ত রেল স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

Last Updated : April 11, 2025 at 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.