নবদ্বীপ, 14 এপ্রিল: খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা ৷ বাধা দিতে গেলে গ্রামবাসীদের আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করেছে প্রোমোটার আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷
আদালতের নির্দেশিকা অমান্য করে খেলার মাঠ দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত প্রোমোটারদের বিরুদ্ধে প্রতিবাদ জানালে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামবাসীদের পাল্টা মারধর করে দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার কানাইনগর বটতলা এলাকায়।
জানা গিয়েছে, কানাইনগর বটতলা এলাকায় একটি খেলার মাঠ রয়েছে । দীর্ঘদিন ধরে ওই মাঠে খেলাধুলা করে এলাকার ছেলেমেয়েরা। অভিযোগ, সেই খেলার জমিটি ওই এলাকার তিন প্রোমোটার জবর দখলের চেষ্টা করে। যার কারণে মাঝেমধ্যেই এলাকাবাসীর সঙ্গে ওই প্রোমোটারদের সমস্যা লেগেই থাকত ৷ এর আগেও প্রোমোটারদের তরফে থানায় এলাকাবাসীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল । তার পরিপ্রেক্ষিতে আদালতে গিয়ে এলাকাবাসী দাবি করে, যদি ওই প্রোমোটাররা ওই খেলার মাঠের সুনির্দিষ্ট কোনও নথি দেখাতে পারে তাহলে তারা খেলার মাঠটি ছেড়ে দেব।
কিন্তু সময় মত কোনওরকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্ত প্রোমোটাররা। এলাকাবাসীদের দাবি, সেই কারণেই আদালত তাদেরকে ওই খেলার মাঠটি ব্যবহারের জন্য অনুমতি দেয়। কিন্তু আদালতের সেই নির্দেশিকা অমান্য করে সোমবার ওই খেলার মাঠে থাকা গোল পোস্ট এবং পিলার তুলে ফেলে ওই প্রোমোটাররা। এরপর এলাকাবাসীদের নজরে বিষয়টা এলে প্রতিবাদ করতে শুরু করে তারা। অভিযোগ, এর পরেই ওই প্রোমোটাররা অন্যান্য এলাকা থেকে বেশ কিছু দুষ্কৃতী নিয়ে এসে গ্রামবাসীদের উপর হামলা চালায়। ওই দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেই অভিযোগ।
এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আছে নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কেন ওই প্রোমোটাররা জোরপূর্বক খেলার মাঠ দখল করতে গেল ? তার তদন্ত শুরু করেছে পুলিশ।