কলসিভাঙা, 30 মার্চ: আবার খবরের শিরোনামে জঙ্গলমহলের 'ডাকু' রামলাল । তবে এবার রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে খাবারের 'তোলাবাজি' নয়, বরং সটান গোডাউনে হানা দিল গজরাজ ৷ শুড় দিয়ে শাটার ভেঙে বের করে নিল বস্তা বস্তা চাল ৷ নিমিষে এই জঙ্গলি হাতি সাবাড় করে দিল একের পর এক বস্তার সেই চালও । যদিও বনদফতর কর্মীদের প্রচেষ্টায় শেষে জঙ্গলে ফেরানো হয় তাকে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের কলসিভাঙা গ্রামে ৷
এই রামলালের অবাধ বিচরণ জঙ্গলমহল এলাকায় । বিশেষ করে ঝাড়গ্রামে তার বসবাসের মূল জায়গা । তবে সে মাঝে মধ্যেই পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে ঢুকে পড়ে । কখনও বা বাঁকুড়ার দিকে চলে যায় । রামলালের কীর্তির শেষ নেই ৷ এই জঙ্গলি হাতি জঙ্গলের সড়কের মাঝখানে দাঁড়িয়ে পরে ৷ এরপর রাস্তায় যাতায়াত করা একের পর এক লরির থেকে তোলা আদায় করে । যদিও তোলা মানে টাকা নয়, খাবার । কখনও ফলমূল আবার কখনও বা শাক সবজি গাড়ি থেকে তুলে নেয় সে ৷ যদিও চালকরা রামলালের কাজে কোনরকম প্রতিবাদ করে না ৷ যেমন পারে নিজের মতো খাবার নিয়ে নেয় হাতিটি । ফলে এই রামলাল জঙ্গলমহল এলাকার মানুষের কাছে চিরপরিচিত মুখ । তবে এবার রামলালের এফসিআই গোডাউনে হানা দেওয়ার নতুন কীর্তিতে হতবাক সকলে ।
মূলত খাবারের খোঁজেই রামলাল ঢুকে পড়ে মেদিনীপুর সদর ব্লকের কলসিভাঙার এফসিআইয়ের গুদামে । গোডাউনের লোহার রোলিং শাটার নিমেষে শুড় দিয়ে ভেঙে ফেলে এই জঙ্গলি হাতি ৷ এরপর একের পর এক বস্তা ফাটিয়ে চাল খাওয়া শুরু করে । কিছু কিছু চালের বস্তা আবার বাইরে বের করে নিয়ে আসে ৷ এই ঘটনা জানাজানি হতে সেখানে জড়ো হয় এলাকার মানুষজন । বহু মানুষের হৈ হট্টগোল ও চিৎকার চেঁচামেচিতে যদিও কোনও ভ্রুক্ষেপ করেনি জঙ্গলমহলের এই 'ডাকু' রামলাল । পেট ভরে খেয়ে আবার গজগামিনী ছন্দে রামলাল ফেরে জঙ্গলে । যদিও শেষে বন দফতরের কর্মীরা পৌঁছে রামলালকে সেখান থেকে গভীর জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন ।
লোকসভা ভোটের আগে রাজনৈতিক পারদ চড়ছে ৷ প্রার্থীদের প্রচারের মধ্যেই রামলালের কীর্তি নতুন সংযোজন করেছে মানুষের মনে । ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে বিভিন্ন সোশাল সাইটে ।
আরও পড়ুন: