কলকাতা, 17 মে: প্রয়োজনে আজীবন জেলে থাকবেন ; কিন্তু নিজেদের হক আদায়ের আন্দোলন থেকে পিছু হটবেন না । শুক্রবার বিকাশ ভবনের সামনের জমায়েত থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ।
এদিনের গণ তথা ধিক্কার সমাবেশে সমাজের বিশিষ্টরাও উপস্থিত ছিলেন ৷ চাকরিহারাদের উপর পুলিশি হামলার তীব্র বিরোধিতা ও নিন্দা করে শিক্ষকদের পাশে থাকার বার্তা দেন শিক্ষাবিদ মীরাতুন নাহার, চিকিৎসক বিনায়ক সেন, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, শতরূপ ঘোষ, ধ্রুবজ্যোতি সাহা ও বিশাল লামা প্রমুখ ।

সমাবেশের শুরুতেই যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, "কসবার ডিআই অফিসে লাথি পড়েছিল । আবারও পড়ল ৷ তারও অনেক আগেই চাকরি কেড়ে পেটে লাথি মেরেছে । পেটে লাথি পড়েছে বলেই আজ আমরা রাস্তায় । এই রাস্তা ছাড়ছি না সসম্মানে কোনওরকম পরীক্ষা ছাড়াই স্কুলে ফেরা না পর্যন্ত । আমাদের রক্ত ঝরিয়ে আমাদের বিরুদ্ধেই মামলা । কী হবে, জেলে যাব । জেলে বসে দু'বেলা দু'মুঠো খেতে তো পাব । তাই, হয় স্কুলে ফিরব না হয় জেলে যাব ।"

আন্দোলনকারীদের মধ্যে গ্রুপ-সি ও গ্রুপ-ডি তরফে অমিত মণ্ডল বলেন, "বৃহস্পতিবার কী আক্রমণ হয়েছিল তা সকলেই জানেন । রাত 8টা থেকে আমাদের উপর আক্রমণ শুরু হয়েছিল এমন নয় । দুপুরবেলা থেকেই আমাদের উপর আক্রমণ শুরু হয় । এক রাজনৈতিক নেতা ও তার সঙ্গীরা এসে আমাদের উপর আক্রমণ করে । তারপরে রাতে পুলিশের লাঠি । গভীর রাতের বাইক বাহিনীর দাপট । তারপরও আমরা পিছু হটিনি । হটব না । আমাদের স্কুলে ফেরাতে হবে । আমরা নতুন করে পরীক্ষা দেব না । যে পুলিশের আধিকারিকরা হালকা বল প্রয়োগের কথা বলছেন তাঁদের কাছে আমরা গতকালের রক্তাঝরা মেমেন্টো করে দিয়ে আসব । দেখে নেবে কারা প্রথম মারমুখী হয়ে ছিলেন ।"
আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় বলেন, "আমি লজ্জিত । যে শিক্ষকের থেকে শিক্ষা নিলাম তাঁরা রাস্তায় । আর তাদের পুলিশ তাঁদের পেটাচ্ছে । পুলিশ যেন পাল্টা আদালতের থাপ্পড় খাওয়ার অপেক্ষায় থাকে ।"

মীরাতুন নাহার বলেন, "একজন অযোগ্যের জন্যে রাজ্যের সমস্ত যোগ্যকে হেনস্তা হতে হচ্ছে । আজ না, যবে থেকে চেয়ারে বসেছে তবে থেকেই নানানভাবে সব জায়গায় যোগ্যরা মার খাচ্ছে ।"

জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "কতটা নির্মমভাবে বৃহস্পতিবার রাতে শিক্ষকদের পুলিশ পিটিয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না । আর পুলিশ আধিকারিকরা হালকা বল প্রয়োগের কথা বলছেন । অথচ, লাঠির আঘাতে রক্ত ঝরেছে । রক্ত জমে পুঁজ হয়ে গিয়েছে । ব্রিটিশ পুলিশের সমান অত্যাচার করা হয়েছে ।"

সিপিএম নেতা শতরূপ ঘোষ তৃণমূলের কঠোর সমালোচনা করেন । একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেন, "রিভিউ পিটিশনে গেলে নতুন কাগজ নিয়ে যান । যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে যান । যেটা চার বছর ধরে জমা দিচ্ছেন না । তবেই যোগ্যরা বাঁচবে । এই ইস্যুতে বিরোধীরা আপনার পাশে থাকবে । তবে, যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে তার জন্য আদালতের জবাব পেতে হবে ।"