ETV Bharat / state

চিকেন'স নেকের নিরাপত্তায় জোর কেন্দ্রের, উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল ; তোপ শান্তনুর - SHANTANU THAKUR

মুখ থুবড়ে পড়েছে বাংলার স্বাস্থ্যসাথী । কেন্দ্রের প্রকল্পগুলিকে এ রাজ্যে বাস্তবায়িত হতে দিচ্ছে না সরকার । শিলিগুড়িতে একাধিক অভিযোগে সরব শান্তনু ঠাকুর ।

Shantanu Thakur
শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে শান্তনু ঠাকুর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 11, 2025 at 6:15 PM IST

3 Min Read

শিলিগুড়ি, 11 জুন: চিকেন'স নেকের নিরাপত্তা নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ শিলিগুড়ি করিডোরের এই এলাকায় উন্নয়নের আরও নানা ধরনের কাজ হবে ৷ শিলিগুড়ি এসে বুধবার এমনই মন্তব্য় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷

তিনি আরও বলেন,"চিকেন'স নেকে ড্রোন-সহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আনা হয়েছে । এই চিকেন'স নেকের দিকে অনেক দেশের নজর রয়েছে ।" এর সঙ্গে উত্তরপূর্ব ভারত সড়ক পথে যুক্ত ৷ সে কথা উল্লেখ করে শান্তনু বলেন, "এরাজ্যের উন্নতি না হলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন সম্ভব না । তাই এরাজ্যের উন্নয়নের প্রয়োজন । কিন্তু রাজ্য সরকার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বাধা তৈরি করছে । আগামী দু'বছরের মধ্যে 7 লক্ষ কোটি টাকা দেনায় থাকবে বাংলা । রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে কী বলল সেটা অযৌক্তিক বিষয় । কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অর্থে কী করল তার হিসাব দিক । হিসেবে মিথ্যে ভরে আছে রাজ্যের রিপোর্টে ।"

শিলিগুড়িতে শান্তনু ঠাকুরের বক্তব্য (ইটিভি ভারত)

রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন সরব হতে দেখা যায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে । বুধবার মোদি সরকারের 11 বছর সম্পন্ন হওয়ার বিকশিত ভারত কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী । সেখান থেকে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি । সেই বৈঠকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ করলেন ।

পাশাপাশি অপারেশন সিঁদূর নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি । এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী-সহ উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল, রাজ্য সহ সভাপতি রথীন বোস-সহ অন্যান্যরা ।

শান্তনুর মুখে কেন্দ্র সরকারের উন্নয়নের খতিয়ান :

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যে কেন্দ্র সরকারের উন্নয়নে একাধিক খাতে বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয় । শান্তনু ঠাকুর বলেন, "রাজ্যে 11 বছরে 40টি নতুন বিমানবন্দর হয়েছে । 70টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অধীনে এনে আন্তর্জাতিকমানের তুলে ধরা হয়েছে । ভারতবর্ষের প্রতিটি বন্দরকে সাজানো হচ্ছে । প্রতিটি পোর্টে মালবাহী ট্রেন পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে । ভারতবর্ষের অর্থনীতির 70 শতাংশ ব্যবসা পোর্টের মাধ্যমে হয় । সেই কারণে পোর্টগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে । আমাদের দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী ।"

রাজ্যের অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর :

এরপরই রাজ্য সরকারের অসহযোগিতা নিয়ে সরব হন তিনি । এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "পশ্চিমবঙ্গ সরকার নানা সমস্যা তৈরি করে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে না । নানারকম রাজনৈতিক ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকারকে অসহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকার । পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী মুখ থুবড়ে পড়েছে । কোনও সুযোগ পাচ্ছে না আমজনতা । কেন্দ্রীয় প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না বাংলায় । পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিক তলানিতে যাচ্ছে । শুধু রাজনৈতিক স্বার্থ কায়েম করতে কেন্দ্রের সঙ্গে বিবাদ করছে বাংলা ।"

শিলিগুড়ি, 11 জুন: চিকেন'স নেকের নিরাপত্তা নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ শিলিগুড়ি করিডোরের এই এলাকায় উন্নয়নের আরও নানা ধরনের কাজ হবে ৷ শিলিগুড়ি এসে বুধবার এমনই মন্তব্য় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷

তিনি আরও বলেন,"চিকেন'স নেকে ড্রোন-সহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আনা হয়েছে । এই চিকেন'স নেকের দিকে অনেক দেশের নজর রয়েছে ।" এর সঙ্গে উত্তরপূর্ব ভারত সড়ক পথে যুক্ত ৷ সে কথা উল্লেখ করে শান্তনু বলেন, "এরাজ্যের উন্নতি না হলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন সম্ভব না । তাই এরাজ্যের উন্নয়নের প্রয়োজন । কিন্তু রাজ্য সরকার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বাধা তৈরি করছে । আগামী দু'বছরের মধ্যে 7 লক্ষ কোটি টাকা দেনায় থাকবে বাংলা । রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে কী বলল সেটা অযৌক্তিক বিষয় । কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অর্থে কী করল তার হিসাব দিক । হিসেবে মিথ্যে ভরে আছে রাজ্যের রিপোর্টে ।"

শিলিগুড়িতে শান্তনু ঠাকুরের বক্তব্য (ইটিভি ভারত)

রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন সরব হতে দেখা যায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে । বুধবার মোদি সরকারের 11 বছর সম্পন্ন হওয়ার বিকশিত ভারত কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী । সেখান থেকে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি । সেই বৈঠকেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ করলেন ।

পাশাপাশি অপারেশন সিঁদূর নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি । এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী-সহ উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল, রাজ্য সহ সভাপতি রথীন বোস-সহ অন্যান্যরা ।

শান্তনুর মুখে কেন্দ্র সরকারের উন্নয়নের খতিয়ান :

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যে কেন্দ্র সরকারের উন্নয়নে একাধিক খাতে বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয় । শান্তনু ঠাকুর বলেন, "রাজ্যে 11 বছরে 40টি নতুন বিমানবন্দর হয়েছে । 70টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের অধীনে এনে আন্তর্জাতিকমানের তুলে ধরা হয়েছে । ভারতবর্ষের প্রতিটি বন্দরকে সাজানো হচ্ছে । প্রতিটি পোর্টে মালবাহী ট্রেন পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে । ভারতবর্ষের অর্থনীতির 70 শতাংশ ব্যবসা পোর্টের মাধ্যমে হয় । সেই কারণে পোর্টগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে । আমাদের দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী ।"

রাজ্যের অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর :

এরপরই রাজ্য সরকারের অসহযোগিতা নিয়ে সরব হন তিনি । এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "পশ্চিমবঙ্গ সরকার নানা সমস্যা তৈরি করে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করছে না । নানারকম রাজনৈতিক ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকারকে অসহযোগিতা করছে পশ্চিমবঙ্গ সরকার । পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী মুখ থুবড়ে পড়েছে । কোনও সুযোগ পাচ্ছে না আমজনতা । কেন্দ্রীয় প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না বাংলায় । পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিক তলানিতে যাচ্ছে । শুধু রাজনৈতিক স্বার্থ কায়েম করতে কেন্দ্রের সঙ্গে বিবাদ করছে বাংলা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.