ETV Bharat / state

বাংলায় একটি বোর্ডের অধীনেই হোক দশম-দ্বাদশের পরীক্ষা, এমনটাই চায় কেন্দ্র - BOARD EXAMS IN BENGAL

সম্প্রতি কেন্দ্রের একটি সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে ৷ তার ভিত্তিতেই এই ভাবনা কেন্দ্রের ৷ মোট সাতরাজ্যের জন্য এমন পরিকল্পনা করছে কেন্দ্র ৷

Board Exams in Bengal
বাংলায় একটি বোর্ডের অধীনেই হোক দশম-দ্বাদশের পরীক্ষা, এমনটাই চায় কেন্দ্র (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 20, 2025 at 9:38 PM IST

2 Min Read

কলকাতা, 20 জুন: বাংলার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও ছয়টি রাজ্যের জন্যও কেন্দ্র এমন ভাবনাচিন্তা করছে বলে জানা গিয়েছে ৷ তবে এই নিয়ে রাজ্য সরকার এখনও কিছুই জানে না বলে খবর ৷

বিষয়টি ঠিক কী ?

জানা গিয়েছে, সিবিএসই বা আইসিএসই যেমন দশম ও দ্বাদশের পরীক্ষার আয়োজন করে ৷ একটি বোর্ডের অধীনেই পড়ুয়াদের দু’টি শ্রেণিতে পরীক্ষা দিতে হয় ৷ পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যের ক্ষেত্রে এমনই চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার ৷ তারা চায় এই রাজ্যগুলিতে একটিই বোর্ড থাকুক ৷

বর্তমানে বাংলায় দশম শ্রেণির পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার আয়োজন মধ্যশিক্ষা পর্ষদ ৷ আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা বা উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজন করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কেন্দ্রীয় সরকার চায় যে যেকোনও একটি বোর্ড থাকুক৷ সেই বোর্ডের অধীনে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হোক ৷

বাংলা ছাড়া কোন কোন রাজ্য রয়েছে তালিকায় ?

কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও যে যে রাজ্যে দু’টি বোর্ডের বদলে একটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা বলা হতে পারে, সেগুলি হল কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, ওড়িশা ও অসম ৷

কেন এই ভাবনা ?

জানা গিয়েছে, সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই রিপোর্ট অনুযায়ী, দেশে মোট 66টি স্কুল পরীক্ষা বোর্ড রয়েছে । যার মধ্যে তিনটে জাতীয়স্তরের বোর্ড । 63টা রাজ্যস্তরের বোর্ড । 2024 সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা ছিল 22 লক্ষ 17 হাজার ও দ্বাদশ শ্রেণীতে ছিল 20 লক্ষ 16 হাজার । এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা সংশ্লিষ্ট সাত রাজ্যের ৷ সেই কারণেই কেন্দ্রীয় সরকার চায় এই রাজ্যগুলিতে যেকোনও একটি বোর্ডের অধীনে আয়োজিত হোক দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷

কী বলছে রাজ্য সরকার ?

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের দাবি মানতে নারাজ। ব্রাত্য বসু বলেন, "বিষয়টা এখনও আমাদের দফতরে আসেনি । তবে সংবাদ মাধ্যম থেকে যা শুনছি, তাতে আমাদের রাজ্যের ক্ষেত্রে এই তথ্য খাটে না । কারণ, কোভিড অতিমারীর সময় ছাড়া বাংলায় গত দেড় দশকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমেনি ।"

কলকাতা, 20 জুন: বাংলার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও ছয়টি রাজ্যের জন্যও কেন্দ্র এমন ভাবনাচিন্তা করছে বলে জানা গিয়েছে ৷ তবে এই নিয়ে রাজ্য সরকার এখনও কিছুই জানে না বলে খবর ৷

বিষয়টি ঠিক কী ?

জানা গিয়েছে, সিবিএসই বা আইসিএসই যেমন দশম ও দ্বাদশের পরীক্ষার আয়োজন করে ৷ একটি বোর্ডের অধীনেই পড়ুয়াদের দু’টি শ্রেণিতে পরীক্ষা দিতে হয় ৷ পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্যের ক্ষেত্রে এমনই চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার ৷ তারা চায় এই রাজ্যগুলিতে একটিই বোর্ড থাকুক ৷

বর্তমানে বাংলায় দশম শ্রেণির পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার আয়োজন মধ্যশিক্ষা পর্ষদ ৷ আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা বা উচ্চমাধ্যমিক পরীক্ষা আয়োজন করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কেন্দ্রীয় সরকার চায় যে যেকোনও একটি বোর্ড থাকুক৷ সেই বোর্ডের অধীনে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হোক ৷

বাংলা ছাড়া কোন কোন রাজ্য রয়েছে তালিকায় ?

কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও যে যে রাজ্যে দু’টি বোর্ডের বদলে একটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা বলা হতে পারে, সেগুলি হল কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, ওড়িশা ও অসম ৷

কেন এই ভাবনা ?

জানা গিয়েছে, সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই রিপোর্ট অনুযায়ী, দেশে মোট 66টি স্কুল পরীক্ষা বোর্ড রয়েছে । যার মধ্যে তিনটে জাতীয়স্তরের বোর্ড । 63টা রাজ্যস্তরের বোর্ড । 2024 সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা ছিল 22 লক্ষ 17 হাজার ও দ্বাদশ শ্রেণীতে ছিল 20 লক্ষ 16 হাজার । এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা সংশ্লিষ্ট সাত রাজ্যের ৷ সেই কারণেই কেন্দ্রীয় সরকার চায় এই রাজ্যগুলিতে যেকোনও একটি বোর্ডের অধীনে আয়োজিত হোক দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷

কী বলছে রাজ্য সরকার ?

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের দাবি মানতে নারাজ। ব্রাত্য বসু বলেন, "বিষয়টা এখনও আমাদের দফতরে আসেনি । তবে সংবাদ মাধ্যম থেকে যা শুনছি, তাতে আমাদের রাজ্যের ক্ষেত্রে এই তথ্য খাটে না । কারণ, কোভিড অতিমারীর সময় ছাড়া বাংলায় গত দেড় দশকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমেনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.