কলকাতা, 11 এপ্রিল: সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থানে বসলেন সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । তাঁদের একটি প্রতিনিধি দলের আজ বিকাশ ভবনে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । যদি সেই বৈঠক থেকে দাবি পূরণ না-হয়, তবে এসএসসি অফিসের সামনেই তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষকেরা ।
শুক্রবার সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় চাকরিহারাদের মিছিল । সেই মিছিলে চাকরিহারাদের পাশাপাশি শিক্ষক মহলের একাংশ ও সমাজের বিভিন্ন অংশের মানুষও যোগ দেন ৷ ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ৷ মিছিল এসএসসি অফিসের সামনে পৌঁছলে সেখানেই রাস্তায় বসে অবস্থান শুরু করেন চাকরিহারারা । পরিস্থিতি সামাল দিতে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ নামানো হয়েছে ব়্যাফ ৷
এদিন বিকাশ ভবনের বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রথমে আটজনকে অনুমতি দেওয়া হলেও, পরে চাকরিহারাদের দাবি মতো 12 জনের প্রতিনিধি দলের সঙ্গেই শিক্ষামন্ত্রীর বৈঠক হচ্ছে ৷
এদিকে, বৈঠকে যোগ দেওয়ার আগে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে । শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসব । রাজ্য সরকারকে আমাদের সমস্যার সুরাহা করতে হবে । আমরা আমাদের দাবি রাখব । তারা কী চাইছে সেটাও আমরা জানতে চাই । যতক্ষণ না সুরাহা পাচ্ছি, আমার আমাদের রাস্তার আন্দোলন ছাড়ব না । কারণ হতে পারে উনি (শিক্ষামন্ত্রী) যে দিশা দেখাচ্ছেন, তাতে হয়তো আমাদের দাবি পূরণ হল না । তখন আমরা কী করব ।" সেই কারণেই তাঁরা আলোচনার পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারা শিক্ষক ৷

এদিনের মিছিলে শামিল হয়েছিলেন এসএসসি-র দক্ষিণপূর্ব রিজিয়নের প্রাক্তন চেয়ারম্যান দীপক মজুমদার ৷ তিনি বলেন, "এসএসসি আগে দেখাক এরা যোগ্য আর এরা অযোগ্য । এটা সরকারের পক্ষে করা অসম্ভব নয় । যে সমস্ত পুলিশ শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, তাঁদের তথ্য সংগ্রহ করে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হোক । এই রাজ্যে একটি গাছের পাতাও নড়ে না মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া । তাঁর নির্দেশেই সব হচ্ছে ৷ সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের লাথি-চড় মারা হল, এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ ।"
এদিকে, এসএসসি দফতরের সামনেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনজন চাকরিহারা শিক্ষক - পঙ্কজ রায়, সুমন বিশ্বাস ও প্রতাপ রানা । অপরদিকে, আজ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সিবিআই দফতরে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ ৷