ETV Bharat / state

মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থান, শিক্ষামন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে চাকরিহারারা - UNEMPLOYED TEACHERS RALLY

মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন চাকরিহারারা ৷ আপাতত তাঁরা তাকিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের দিকে ৷

ETV BHARAT
চাকরিহারাদের মিছিল যাচ্ছে এসএসসি অফিস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 11, 2025 at 4:25 PM IST

2 Min Read

কলকাতা, 11 এপ্রিল: সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থানে বসলেন সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । তাঁদের একটি প্রতিনিধি দলের আজ বিকাশ ভবনে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । যদি সেই বৈঠক থেকে দাবি পূরণ না-হয়, তবে এসএসসি অফিসের সামনেই তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষকেরা ।

শুক্রবার সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় চাকরিহারাদের মিছিল । সেই মিছিলে চাকরিহারাদের পাশাপাশি শিক্ষক মহলের একাংশ ও সমাজের বিভিন্ন অংশের মানুষও যোগ দেন ৷ ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ৷ মিছিল এসএসসি অফিসের সামনে পৌঁছলে সেখানেই রাস্তায় বসে অবস্থান শুরু করেন চাকরিহারারা । পরিস্থিতি সামাল দিতে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ নামানো হয়েছে ব়্যাফ ৷

মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থান চাকরিহারাদের (নিজস্ব ভিডিয়ো)

এদিন বিকাশ ভবনের বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রথমে আটজনকে অনুমতি দেওয়া হলেও, পরে চাকরিহারাদের দাবি মতো 12 জনের প্রতিনিধি দলের সঙ্গেই শিক্ষামন্ত্রীর বৈঠক হচ্ছে ৷

এদিকে, বৈঠকে যোগ দেওয়ার আগে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে । শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসব । রাজ্য সরকারকে আমাদের সমস্যার সুরাহা করতে হবে । আমরা আমাদের দাবি রাখব । তারা কী চাইছে সেটাও আমরা জানতে চাই । যতক্ষণ না সুরাহা পাচ্ছি, আমার আমাদের রাস্তার আন্দোলন ছাড়ব না । কারণ হতে পারে উনি (শিক্ষামন্ত্রী) যে দিশা দেখাচ্ছেন, তাতে হয়তো আমাদের দাবি পূরণ হল না । তখন আমরা কী করব ।" সেই কারণেই তাঁরা আলোচনার পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারা শিক্ষক ৷

ETV BHARAT
ওএমআর নিয়ে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

এদিনের মিছিলে শামিল হয়েছিলেন এসএসসি-র দক্ষিণপূর্ব রিজিয়নের প্রাক্তন চেয়ারম্যান দীপক মজুমদার ৷ তিনি বলেন, "এসএসসি আগে দেখাক এরা যোগ্য আর এরা অযোগ্য । এটা সরকারের পক্ষে করা অসম্ভব নয় । যে সমস্ত পুলিশ শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, তাঁদের তথ্য সংগ্রহ করে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হোক । এই রাজ্যে একটি গাছের পাতাও নড়ে না মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া । তাঁর নির্দেশেই সব হচ্ছে ৷ সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের লাথি-চড় মারা হল, এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ ।"

এদিকে, এসএসসি দফতরের সামনেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনজন চাকরিহারা শিক্ষক - পঙ্কজ রায়, সুমন বিশ্বাস ও প্রতাপ রানা । অপরদিকে, আজ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সিবিআই দফতরে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ ৷

কলকাতা, 11 এপ্রিল: সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থানে বসলেন সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । তাঁদের একটি প্রতিনিধি দলের আজ বিকাশ ভবনে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । যদি সেই বৈঠক থেকে দাবি পূরণ না-হয়, তবে এসএসসি অফিসের সামনেই তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষকেরা ।

শুক্রবার সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় চাকরিহারাদের মিছিল । সেই মিছিলে চাকরিহারাদের পাশাপাশি শিক্ষক মহলের একাংশ ও সমাজের বিভিন্ন অংশের মানুষও যোগ দেন ৷ ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ৷ মিছিল এসএসসি অফিসের সামনে পৌঁছলে সেখানেই রাস্তায় বসে অবস্থান শুরু করেন চাকরিহারারা । পরিস্থিতি সামাল দিতে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ নামানো হয়েছে ব়্যাফ ৷

মিছিল করে এসে এসএসসি অফিসের সামনে অবস্থান চাকরিহারাদের (নিজস্ব ভিডিয়ো)

এদিন বিকাশ ভবনের বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রথমে আটজনকে অনুমতি দেওয়া হলেও, পরে চাকরিহারাদের দাবি মতো 12 জনের প্রতিনিধি দলের সঙ্গেই শিক্ষামন্ত্রীর বৈঠক হচ্ছে ৷

এদিকে, বৈঠকে যোগ দেওয়ার আগে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে । শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা আলোচনায় বসব । রাজ্য সরকারকে আমাদের সমস্যার সুরাহা করতে হবে । আমরা আমাদের দাবি রাখব । তারা কী চাইছে সেটাও আমরা জানতে চাই । যতক্ষণ না সুরাহা পাচ্ছি, আমার আমাদের রাস্তার আন্দোলন ছাড়ব না । কারণ হতে পারে উনি (শিক্ষামন্ত্রী) যে দিশা দেখাচ্ছেন, তাতে হয়তো আমাদের দাবি পূরণ হল না । তখন আমরা কী করব ।" সেই কারণেই তাঁরা আলোচনার পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারা শিক্ষক ৷

ETV BHARAT
ওএমআর নিয়ে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

এদিনের মিছিলে শামিল হয়েছিলেন এসএসসি-র দক্ষিণপূর্ব রিজিয়নের প্রাক্তন চেয়ারম্যান দীপক মজুমদার ৷ তিনি বলেন, "এসএসসি আগে দেখাক এরা যোগ্য আর এরা অযোগ্য । এটা সরকারের পক্ষে করা অসম্ভব নয় । যে সমস্ত পুলিশ শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, তাঁদের তথ্য সংগ্রহ করে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হোক । এই রাজ্যে একটি গাছের পাতাও নড়ে না মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া । তাঁর নির্দেশেই সব হচ্ছে ৷ সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের লাথি-চড় মারা হল, এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ ।"

এদিকে, এসএসসি দফতরের সামনেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনজন চাকরিহারা শিক্ষক - পঙ্কজ রায়, সুমন বিশ্বাস ও প্রতাপ রানা । অপরদিকে, আজ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সিবিআই দফতরে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.