ETV Bharat / state

ন্যায়বিচার করুন, নয়তো স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন ! রাষ্ট্রপতিকে চিঠি চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের - JOBLESS ELIGIBLE TEACHERS PROTEST

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ উল্লেখ চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের ৷

Jobless Eligible Teachers Protest
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 10, 2025 at 6:39 PM IST

2 Min Read

কলকাতা, 10 জুন: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷ হয় ন্যায়বিচার, নয়তো স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে এই চিঠি পাঠিয়েছেন তাঁরা ৷ সেই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের কথা ৷ সেই সঙ্গে সিবিআই তদন্তের প্রসঙ্গও তুলে ধরেছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷

কোনও-কোনও আন্দোলনকারী চাকরিহারা 'যোগ্য' শিক্ষক ব্যক্তিগতভাবে এই চিঠি দিয়েছেন ৷ সেই সঙ্গে জেলাভিত্তিকভাবে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ৷ এই চিঠি দেশের সকল সাংসদদের কাছেও ইমেল করেছেন চাকরিহারারা ৷

Jobless Eligible Teachers Protest
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের চিঠি ৷ (নিজস্ব ছবি)

রাষ্ট্রপতির কাছে চিঠিতে তাঁরা লিখেছেন, "আমি দোষী/কলঙ্কিত প্রমাণিত না-হওয়ায় হয় এই শাস্তি থেকে আমায় অব্যাহতি দেওয়া হোক ৷ অথবা আমার পরিবারের সঙ্গে স্বেচ্ছামৃত্যুর জন্য আমাকে সরকারিভাবে অনুমতি দেওয়া হোক ৷ অথবা আমাদের ন্যায্য জীবিকা থেকে বঞ্চিত করা রায়কে পুনর্বিবেচনার জন্য একটি নির্দেশ জারি করা হোক ৷"

Jobless Eligible Teachers Protest
বিকাশ ভবনের বাইরে আন্দোলন মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷ (নিজস্ব ছবি)

এই চিঠিতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের কথাও উল্লেখ করেছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷ যেখানে আদালত সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে একটা অংশের চাকরি বাতিল করেছিল ৷ সেই মতো বেতন ফেরতের নির্দেশও দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

তারপর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় ৷ সেখানে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসি-র পুরো প্যানেলকেই বাতিল ঘোষণা করেছিল ৷ সেই রায়কে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় ৷ সেখানেও যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখা হয়েছে, সেই সব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন চাকরিহারা 'যোগ্য' ৷

এ প্রসঙ্গে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম সদস্য হাবিবুল্লাহ বলেন, "আমরা রাষ্ট্রপতিকে আমাদের বার্তা চিঠি ও ইমেলের মারফত পাঠিয়েছি ৷ এর পাশাপাশি তিনশো থেকে সাড়ে তিনশো সাংসদকে আমরা ইমেল করেছি ৷ যাতে তাঁরাও আমাদের এই বিষয়টা আগামী অধিবেশনে তুলে ধরেন ৷ তার সঙ্গে কিছু বিধায়ক, শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি ৷"

পাশাপাশি আবারও দিল্লির পথে রওনা দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা ৷ যদিও, দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি ৷ তারই সঙ্গে 12 জুন আবারও এসএসসি দফতর অভিযানের কর্মসূচি রাখা হয়েছে এই মঞ্চের তরফে ৷

কলকাতা, 10 জুন: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷ হয় ন্যায়বিচার, নয়তো স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে এই চিঠি পাঠিয়েছেন তাঁরা ৷ সেই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের কথা ৷ সেই সঙ্গে সিবিআই তদন্তের প্রসঙ্গও তুলে ধরেছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷

কোনও-কোনও আন্দোলনকারী চাকরিহারা 'যোগ্য' শিক্ষক ব্যক্তিগতভাবে এই চিঠি দিয়েছেন ৷ সেই সঙ্গে জেলাভিত্তিকভাবে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ৷ এই চিঠি দেশের সকল সাংসদদের কাছেও ইমেল করেছেন চাকরিহারারা ৷

Jobless Eligible Teachers Protest
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের চিঠি ৷ (নিজস্ব ছবি)

রাষ্ট্রপতির কাছে চিঠিতে তাঁরা লিখেছেন, "আমি দোষী/কলঙ্কিত প্রমাণিত না-হওয়ায় হয় এই শাস্তি থেকে আমায় অব্যাহতি দেওয়া হোক ৷ অথবা আমার পরিবারের সঙ্গে স্বেচ্ছামৃত্যুর জন্য আমাকে সরকারিভাবে অনুমতি দেওয়া হোক ৷ অথবা আমাদের ন্যায্য জীবিকা থেকে বঞ্চিত করা রায়কে পুনর্বিবেচনার জন্য একটি নির্দেশ জারি করা হোক ৷"

Jobless Eligible Teachers Protest
বিকাশ ভবনের বাইরে আন্দোলন মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷ (নিজস্ব ছবি)

এই চিঠিতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের কথাও উল্লেখ করেছেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷ যেখানে আদালত সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে একটা অংশের চাকরি বাতিল করেছিল ৷ সেই মতো বেতন ফেরতের নির্দেশও দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

তারপর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় ৷ সেখানে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসি-র পুরো প্যানেলকেই বাতিল ঘোষণা করেছিল ৷ সেই রায়কে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় ৷ সেখানেও যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখা হয়েছে, সেই সব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন চাকরিহারা 'যোগ্য' ৷

এ প্রসঙ্গে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম সদস্য হাবিবুল্লাহ বলেন, "আমরা রাষ্ট্রপতিকে আমাদের বার্তা চিঠি ও ইমেলের মারফত পাঠিয়েছি ৷ এর পাশাপাশি তিনশো থেকে সাড়ে তিনশো সাংসদকে আমরা ইমেল করেছি ৷ যাতে তাঁরাও আমাদের এই বিষয়টা আগামী অধিবেশনে তুলে ধরেন ৷ তার সঙ্গে কিছু বিধায়ক, শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি ৷"

পাশাপাশি আবারও দিল্লির পথে রওনা দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা ৷ যদিও, দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি ৷ তারই সঙ্গে 12 জুন আবারও এসএসসি দফতর অভিযানের কর্মসূচি রাখা হয়েছে এই মঞ্চের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.