ETV Bharat / state

নৃশংস ! বারাসতে গুলি করে পথ কুকুরকে হত্যার অভিযোগে আটক দুই যুবক - KILL A STRAY DOG

পথ কুকুরকে গুলি করে হত‍্যা করার অভিযোগে উতপ্ত বারাসতের ময়না আরদাবগ এলাকা ৷ এই ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ ৷

youths detained for killing a stray dog
গুলি করে পথ কুকুরকে হত্যা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 11, 2025 at 9:39 AM IST

3 Min Read

বারাসত, 11 এপ্রিল: নৃশংস ! পথ কুকুরকে গুলি করে হত‍্যা করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে । এই ঘটনায় বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়েছে বারাসতের ময়না আরদাবগ এলাকায় । ঘটনার জেরে ক্ষুদ্ধ বাসিন্দারা এক অভিযুক্তের বাবাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ক্ষোভও উগরে দেন তাঁরা। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ঘটনায় দুই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক বন্দুকটিও । যা দিয়ে ওই পথ কুকুরকে গুলি করে নৃশংসভাবে হত‍্যা করা হয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। তবে, সেটি পাখি মারার বন্দুক বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বিষয়টি নিয়ে বারাসত জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,"পশুপ্রেমী সংগঠনের তরফে একটি অভিযোগ দায়ের হয়েছে।সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।আটক দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।আরও এক অভিযুক্তের খোঁজ চলছে।"

জানা গিয়েছে, ময়নার আরদাবগ এলাকায় স্ত্রী, ছেলেকে নিয়ে বাস করেন সঞ্জীব ঘোষ। তাঁর ছেলে সুরজিৎ ঘোষের বিরুদ্ধে পাখি মারার বন্দুক নিয়ে দাপাদাপি করার অভিযোগ রয়েছে এলাকায়। অভিযোগ, কারণে-অকারণে সে পাখি মারার বন্দুক নিয়ে ভয় দেখান এলাকার লোকজনকে ৷ সম্প্রতি এক ব‍্যাক্তি চাষের জমিতে কাজ করার সময় হঠাৎই তাঁর কান ঘেঁষে গুলি বেরিয়ে যায় বলে অভিযোগ করছেন বাসিন্দারা। বাবা-ছেলের দাপাদাপিতে তিতিবিরক্ত এলাকাবাসী পুলিশের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ।

তারই মধ্যে বৃহস্পতিবার দুপুরে এই নৃশংস হত্যা-কাণ্ড কার্যত হিমেল স্রোত বইয়ে দিয়েছে । এদিন দুপুরে সুরজিতের অবর্তমানে তাঁর বাড়িতে পরিচিত দুই যুবক এসে আচমকা পাখি মারার বন্দুক দিয়ে রাস্তার এক পথ কুকুরকে গুলি করে । গুলির শব্দে এলাকার লোকজন বাইরে বেরিয়ে এসে দেখেন, রাস্তার উপর পড়ে রয়েছে ওই পথ কুকুরের দেহ । এর পরেই উত্তেজনা ছড়ায় সেখানে । সুরজিত-কে হাতের কাছে না-পেয়ে তাঁর বাবা সঞ্জীব ঘোষকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার লোকজন । এ নিয়ে দু'পক্ষের মধ্যে প্রবল বাকবিতণ্ডা শুরু হয় । খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ । সেই সময় সুরজিত-কে পাওয়া না-গেলেও পরে পুলিশ স্থানীয় একটি জায়গা থেকে আটক করে । আটক করা হয় তার পরিচিত এক বন্ধুকেও । এরপর দু'জনকে থানায় নিয়ে আসে পুলিশ ।

এই বিষয়ে দেবাশিস সামন্ত নামে এক বাসিন্দা বলেন, "এর আগে রামনবমীতেও সে পাখি মারার বন্দুক দিয়ে শূন্যে গুলি চালিয়েছে । সেই সময় পুলিশকে বলা হয়েছিল । কিন্তু, কোনও ভ্রুক্ষেপ করেনি । আজ তো একেবারে গুলি চালিয়ে নিরীহ এক পথ কুকুরকে হত‍্যা করল ! এ নিয়ে ছেলেটির বাবাকে বলা হলে উল্টে তিনি ঝগড়া বাধিয়ে দেন বাসিন্দাদের সঙ্গে । আমরা চাই, এই খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক । নইলে ওই ছেলেটি আবারও একই ঘটনা ঘটাবে ।"

যদিও ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব ঘোষ । তাঁর দাবি,"স্থানীয় ক্লাবের সদস্যরা সব সময় তাদের সঙ্গে খারাপ ব‍্যবহার করেন । কারণ, ক্লাবের সদস্যদের দৌরাত্ম্যে অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে এখানে । তার প্রতিবাদ করাতেই পরিকল্পিতভাবে ছেলেকে ফাঁসানো হচ্ছে । ঘটনার সময় ছেলে বাড়িতে ছিল না ।পরীক্ষা দিতে গিয়েছিল । দুই যুবক নাকি বাড়িতে ঢুকে পাখি মারার বন্দুক নিয়ে পথ কুকুরকে গুলি করে হত‍্যা করেছে । ঘটনাটি ঠিক কী হয়েছে তা কেউই জানে না । এ নিয়ে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে ।"

বারাসত, 11 এপ্রিল: নৃশংস ! পথ কুকুরকে গুলি করে হত‍্যা করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে । এই ঘটনায় বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়েছে বারাসতের ময়না আরদাবগ এলাকায় । ঘটনার জেরে ক্ষুদ্ধ বাসিন্দারা এক অভিযুক্তের বাবাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ক্ষোভও উগরে দেন তাঁরা। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

ঘটনায় দুই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক বন্দুকটিও । যা দিয়ে ওই পথ কুকুরকে গুলি করে নৃশংসভাবে হত‍্যা করা হয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। তবে, সেটি পাখি মারার বন্দুক বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বিষয়টি নিয়ে বারাসত জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,"পশুপ্রেমী সংগঠনের তরফে একটি অভিযোগ দায়ের হয়েছে।সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।আটক দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।আরও এক অভিযুক্তের খোঁজ চলছে।"

জানা গিয়েছে, ময়নার আরদাবগ এলাকায় স্ত্রী, ছেলেকে নিয়ে বাস করেন সঞ্জীব ঘোষ। তাঁর ছেলে সুরজিৎ ঘোষের বিরুদ্ধে পাখি মারার বন্দুক নিয়ে দাপাদাপি করার অভিযোগ রয়েছে এলাকায়। অভিযোগ, কারণে-অকারণে সে পাখি মারার বন্দুক নিয়ে ভয় দেখান এলাকার লোকজনকে ৷ সম্প্রতি এক ব‍্যাক্তি চাষের জমিতে কাজ করার সময় হঠাৎই তাঁর কান ঘেঁষে গুলি বেরিয়ে যায় বলে অভিযোগ করছেন বাসিন্দারা। বাবা-ছেলের দাপাদাপিতে তিতিবিরক্ত এলাকাবাসী পুলিশের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ।

তারই মধ্যে বৃহস্পতিবার দুপুরে এই নৃশংস হত্যা-কাণ্ড কার্যত হিমেল স্রোত বইয়ে দিয়েছে । এদিন দুপুরে সুরজিতের অবর্তমানে তাঁর বাড়িতে পরিচিত দুই যুবক এসে আচমকা পাখি মারার বন্দুক দিয়ে রাস্তার এক পথ কুকুরকে গুলি করে । গুলির শব্দে এলাকার লোকজন বাইরে বেরিয়ে এসে দেখেন, রাস্তার উপর পড়ে রয়েছে ওই পথ কুকুরের দেহ । এর পরেই উত্তেজনা ছড়ায় সেখানে । সুরজিত-কে হাতের কাছে না-পেয়ে তাঁর বাবা সঞ্জীব ঘোষকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার লোকজন । এ নিয়ে দু'পক্ষের মধ্যে প্রবল বাকবিতণ্ডা শুরু হয় । খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ । সেই সময় সুরজিত-কে পাওয়া না-গেলেও পরে পুলিশ স্থানীয় একটি জায়গা থেকে আটক করে । আটক করা হয় তার পরিচিত এক বন্ধুকেও । এরপর দু'জনকে থানায় নিয়ে আসে পুলিশ ।

এই বিষয়ে দেবাশিস সামন্ত নামে এক বাসিন্দা বলেন, "এর আগে রামনবমীতেও সে পাখি মারার বন্দুক দিয়ে শূন্যে গুলি চালিয়েছে । সেই সময় পুলিশকে বলা হয়েছিল । কিন্তু, কোনও ভ্রুক্ষেপ করেনি । আজ তো একেবারে গুলি চালিয়ে নিরীহ এক পথ কুকুরকে হত‍্যা করল ! এ নিয়ে ছেলেটির বাবাকে বলা হলে উল্টে তিনি ঝগড়া বাধিয়ে দেন বাসিন্দাদের সঙ্গে । আমরা চাই, এই খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক । নইলে ওই ছেলেটি আবারও একই ঘটনা ঘটাবে ।"

যদিও ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জীব ঘোষ । তাঁর দাবি,"স্থানীয় ক্লাবের সদস্যরা সব সময় তাদের সঙ্গে খারাপ ব‍্যবহার করেন । কারণ, ক্লাবের সদস্যদের দৌরাত্ম্যে অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে এখানে । তার প্রতিবাদ করাতেই পরিকল্পিতভাবে ছেলেকে ফাঁসানো হচ্ছে । ঘটনার সময় ছেলে বাড়িতে ছিল না ।পরীক্ষা দিতে গিয়েছিল । দুই যুবক নাকি বাড়িতে ঢুকে পাখি মারার বন্দুক নিয়ে পথ কুকুরকে গুলি করে হত‍্যা করেছে । ঘটনাটি ঠিক কী হয়েছে তা কেউই জানে না । এ নিয়ে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.