দুর্গাপুর, 9 এপ্রিল: বিজেপি কর্মীদের গায়ে হাত দিতে এলে তৃণমূল কর্মীদের পেটানোর নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ । আর সেই দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখতে গিয়েই বাঁধল বিপত্তি । চাকরি গেল বেসরকারি হাসপাতালের দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীর । বিজেপি করার অপরাধে কাজ কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দুর্গাপুরের শোভাপুরের দুই বিজেপি কর্মী সুভাষ গোপ এবং মিলন মণ্ডল এলাকারই একটি বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ঠিকা শ্রমিকের কাজ করতেন ।
কাজ হারিয়ে বিজেপি কর্মী সুভাষ গোপ বলেন,"সম্প্রতি আমি এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষের সমর্থনে দেওয়ালে পদ্মের ছবি এঁকেছিলাম । এটি দেখে বেসরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষীর কাজ থেকে আমাকে বসিয়ে দেওয়া হয় । কাজ হারিয়ে খুবই অসহায় হয়ে পড়েছি ৷ সংসার কীভাবে চালাবো বুঝতে পারছি না ৷ এলাকার তৃণমূল নেতাদের বিষয়টি জানাতে গেলে তাদের দলীয় কার্যালয়ে গিয়ে পায়ে ধরতে বলে । আমি বলেছি পায়ে পড়তে পারব না ৷"
এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় ৷ তিনি বলেন," কিছু হলেই বিজেপি তৃণমূলের দিকে আঙুল তোলে ৷ ওই দুই নিরাপত্তারক্ষীর কাজের কোন ত্রুটি আছে কি না আগে প্রমাণ করুক । কেন কাজ গেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলুক বিজেপি কর্মীরা । যদি বিজেপির কর্মীরা না পারেন তাহলে আমাদের জানাক আমরা ব্যবস্থা নেব ।"
তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন,"বিধানসভা নির্বাচনের আগে এবং পরে বিজেপি কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়ায় বিষয়টি শুরু হয়েছিল । মাঝখানে কিছুদিন বন্ধ হয়েছিল ফের লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বসিয়ে দিচ্ছে তৃণমূলের কর্মীরা । যাঁরা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।"
আরও পড়ুন: