ETV Bharat / state

জলের তলায় 15টি গ্রাম, মৃত 2; বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলাশাসক - Flood Situation in Birbhum

Birbhum Flood Situation: টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের বিস্তীর্ণ এলাকা ৷ বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম ৷ মৃত্যু হয়েছে দু'জনের ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 8:13 PM IST

Updated : Sep 16, 2024, 8:48 PM IST

Birbhum News
বীরভূমে বন্যা পরিস্থিতি (ইটিভি ভারত)

বোলপুর, 16 সেপ্টেম্বর: সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মহিলা ৷ চারপাশের কচিকাচাদের থেকেও কান্নার আওয়াজ ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর ৷ কিছুই বের করে আনতে পারেননি ৷ এই পরিস্থিতিতে কোথায় যাবেন, কী খাবেন, কীভাবে বাঁচবেন তা কিছুই জানেন না ৷ গভীর নিম্নচাপের জেরে এমনই পরিস্থিতি বীরভূমের একাধিক জায়গায় ৷ লাভপুরে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম ৷ কোপাই সেতু, কঙ্কালীতলা মন্দির জলের তলায় ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ধান জমি ও কাঁচা বাড়ি । ইতিমধ্যেই সিউড়ি 2 ও ইলামবাজারে দু'জনের মৃত্যু হয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে নেমেছেন বীরভূম জেলাশাসক বিধান রায় ।

বীরভূমের বন্যা পরিস্থিতির ছবি তুলে ধরল ইটিভি ভারত, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)
তাঁর কথায়, "72 ঘণ্টা ধরে বৃষ্টির ফলে জল বেড়েছে বীরভূমের সব নদ-নদীতেই ৷ কোপাই সেতু, কংকালীতলা জলমগ্ন ৷ লাভপুরে বাঁধ ভেঙে গিয়েছে ৷ আমি ঘুরে ঘুরে সব দেখছি ৷ প্রশাসন প্রস্তুত ৷ আমরা এখনও পর্যন্ত 300 জনকে উদ্ধার করেছি ৷" বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে তিন দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে । তার জেরে বীরভূম জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ।

এই মরশুমে এক মাসের মধ্যে দু'বার প্লাবিত হল বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর- সহ বীরভূম জেলার একাধিক জায়গা । লাভপুরের বলরামপুরে ডোমপাড়ার কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বলরামপুর, রামঘাটি, জয়চন্দ্রপুর, খাঁপুর, ঠিবা-সহ প্রায় 15টি গ্রাম প্লাবিত । মানুষজন ঘর ছাড়ছেন ৷ সদ্য বীজ বপন হয়েছে সেই পরিস্থিতিতে একাধিক ধান জমি জলের তলায় চলে গিয়েছে ৷

Birbhum News
বীরভূমে প্লাবিত এলাকা পরিদর্শনে জেলাশাসক (ইটিভি ভারত)

অন্যদিকে, কোপাই নদীর সেতুর উপর দিয়ে জল বইছে । স্বাভাবিকভাবেই বন্ধ শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাড়ুই যাওয়ার রাস্তা ৷ বোলপুর শহরের সঙ্গে বিচ্ছিন্ন 2টি গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম ৷ দু'দিকে পুলিশি ব্যারিকেড করে দেওয়া হয়েছে । এছাড়া, সতীপীঠের অন্যতম কঙ্কালীতলার গর্ভগৃহেও জল ঢুকেছে ৷
পরিস্থিতি খতিয়ে দেখে জেলাশাসক জানান, গত 3 দিনে বীরভূমে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে । সিকাডিয়া জলাধার থেকে দু'দিনে 10 হাজার কিউসেক করে মোট 20 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । সিউড়িতে একজন টোটো চালক ও ইলামবাজারে দেওয়াল চাপা পরে একজন মহিলার মৃত্যু হয়েছে । কাঁচা বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ গবাদিপশুদেরও উদ্ধার করার কাজ চলছে ৷ প্রত্যেক এলাকার বিডিওদের পরিস্থিতির উপর নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

বোলপুর, 16 সেপ্টেম্বর: সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মহিলা ৷ চারপাশের কচিকাচাদের থেকেও কান্নার আওয়াজ ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর ৷ কিছুই বের করে আনতে পারেননি ৷ এই পরিস্থিতিতে কোথায় যাবেন, কী খাবেন, কীভাবে বাঁচবেন তা কিছুই জানেন না ৷ গভীর নিম্নচাপের জেরে এমনই পরিস্থিতি বীরভূমের একাধিক জায়গায় ৷ লাভপুরে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম ৷ কোপাই সেতু, কঙ্কালীতলা মন্দির জলের তলায় ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ধান জমি ও কাঁচা বাড়ি । ইতিমধ্যেই সিউড়ি 2 ও ইলামবাজারে দু'জনের মৃত্যু হয়েছে । পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে নেমেছেন বীরভূম জেলাশাসক বিধান রায় ।

বীরভূমের বন্যা পরিস্থিতির ছবি তুলে ধরল ইটিভি ভারত, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)
তাঁর কথায়, "72 ঘণ্টা ধরে বৃষ্টির ফলে জল বেড়েছে বীরভূমের সব নদ-নদীতেই ৷ কোপাই সেতু, কংকালীতলা জলমগ্ন ৷ লাভপুরে বাঁধ ভেঙে গিয়েছে ৷ আমি ঘুরে ঘুরে সব দেখছি ৷ প্রশাসন প্রস্তুত ৷ আমরা এখনও পর্যন্ত 300 জনকে উদ্ধার করেছি ৷" বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে তিন দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে । তার জেরে বীরভূম জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ।

এই মরশুমে এক মাসের মধ্যে দু'বার প্লাবিত হল বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর- সহ বীরভূম জেলার একাধিক জায়গা । লাভপুরের বলরামপুরে ডোমপাড়ার কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত বলরামপুর, রামঘাটি, জয়চন্দ্রপুর, খাঁপুর, ঠিবা-সহ প্রায় 15টি গ্রাম প্লাবিত । মানুষজন ঘর ছাড়ছেন ৷ সদ্য বীজ বপন হয়েছে সেই পরিস্থিতিতে একাধিক ধান জমি জলের তলায় চলে গিয়েছে ৷

Birbhum News
বীরভূমে প্লাবিত এলাকা পরিদর্শনে জেলাশাসক (ইটিভি ভারত)

অন্যদিকে, কোপাই নদীর সেতুর উপর দিয়ে জল বইছে । স্বাভাবিকভাবেই বন্ধ শান্তিনিকেতন থানার কসবা হয়ে পাড়ুই যাওয়ার রাস্তা ৷ বোলপুর শহরের সঙ্গে বিচ্ছিন্ন 2টি গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম ৷ দু'দিকে পুলিশি ব্যারিকেড করে দেওয়া হয়েছে । এছাড়া, সতীপীঠের অন্যতম কঙ্কালীতলার গর্ভগৃহেও জল ঢুকেছে ৷
পরিস্থিতি খতিয়ে দেখে জেলাশাসক জানান, গত 3 দিনে বীরভূমে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে । সিকাডিয়া জলাধার থেকে দু'দিনে 10 হাজার কিউসেক করে মোট 20 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । সিউড়িতে একজন টোটো চালক ও ইলামবাজারে দেওয়াল চাপা পরে একজন মহিলার মৃত্যু হয়েছে । কাঁচা বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ গবাদিপশুদেরও উদ্ধার করার কাজ চলছে ৷ প্রত্যেক এলাকার বিডিওদের পরিস্থিতির উপর নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

Last Updated : Sep 16, 2024, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.