ডানকুনি, 20 নভেম্বর: অস্ত্র উদ্ধারের দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য হুগলিতে ৷ যার মধ্যে একটি ডানকুনি থানা এলাকার ও অন্যটি শ্রীরামপুর থানার ৷ দুটিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷
প্রথম ঘটনা :
ফেরিওয়ালার কাছে বন্দুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার। মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর আসে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে মইনুদ্দিন মোল্লা ওরফে ছোট্টু। পুলিশের টহলরত ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আগ্নেয়াস্ত্র-সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ । এরপর বুধবার সকালে ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
জানা গিয়েছে, ধৃত মইনুদ্দিনের বাড়ি দক্ষিণ 24 পরগনা কুলতলিতে হলেও বর্তমানে সে ডানকুনির মৃগালার তেঁতুলতলায় বসবাস করত । এখানে এসে সাত মাস ধরে ভাড়া ছিল । ঘরের কাজের বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রি করত । কিন্তু হঠাৎ তার কাছ থেকে বন্দুক উদ্ধার হওয়ায় হতবাক এলাকাবাসী । একজন ফেরিওয়ালার কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল সেটাই তদন্ত করে দেখছে পুলিশ । তার সঙ্গে কোনও বড় দুষ্কৃতী দলের যোগাযোগ আছে কিনা কিংবা কোনও বড়সড় অপরাধমূলক কাজের ছক ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে । নিজেদের হেফাজত চেয়ে ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে চন্দননগর কমিশনার এলাকার ডানকুনি থানার পুলিশ ।
দ্বিতীয় ঘটনা :
কলকাতার কসবার কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করা হয় দিন কয়েক আগে । সেই ঘটনার পর থেকে রাস্তায় রাস্তায় বিশেষ তল্লাশি শুরু করে চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷ বুধবার ভোরে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড় থেকে শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলোকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয় ।