জলপাইগুড়ি, 8 এপ্রিল: চা শ্রমিকদের মন জয় করতে এবার আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস । চা শ্রমিকদের পিএফের সমস্যা নিয়ে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ দফতর ঘেরাও করতে চলেছে শাসকদল । তার আগে শুরু হল পদযাত্রা ৷
মজদুর ইউনিয়নের পক্ষ থেকে তিনদিন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার চা বাগানে বৈঠক করে তারপর পদযাত্রা নিয়ে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে । আগামী 11 এপ্রিল জলপাইগুড়ি পিএফ অফিস ঘেরাওয়ে অংশ নেবেন রাজ্যসভার দুই সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রকাশ চিক বড়াইক, শ্রমমন্ত্রী মলয় ঘটক, আদিবাসী অনগ্রসর উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ির আইএনটিটিইউসি'র সভাপতি তপন দে, আলিপুরদুয়ারের আইএনটিটিইউসি'র সভাপতি বিনোদ মিঞ্জ প্রমুখ ।
চা শ্রমিকদের পিএফের টাকা তুলতে নানান জটিলতা হচ্ছে । শ্রমিকদের থেকে টাকা কেটে নিলেও মালিকপক্ষ পিএফের টাকা জমা দিচ্ছে না বলে অভিযোগ ৷ এসব ইস্যু নিয়েই পিএফ অফিস ঘেরাও হবে বলে জানান জলপাইগুড়ি আইএনটিটিইউসি'র জেলা সভাপতি তপন দে । রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, "মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার শেষ প্রান্ত কুমারগ্রামের সংকোষ থেকে চা শ্রমিকদের নিয়ে পদযাত্রা শুরু হয়েছে । কুমারগ্রাম থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে চা বাগানে বাগানে বৈঠক করে পদযাত্রাতে শ্রমিকরা অংশ নিতে থাকবে । আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির চা শ্রমিকরা গয়েরকাটাতে মিলিত হয়ে জলপাইগুড়ির উদ্দেশে 11 তারিখ পিএফ অফিস ঘেরাও অভিযানে যাবে ।"
আলিপুরদুয়ারের জেলা থেকে প্রথম দিন তৃণমূল কংগ্রেসের পদযাত্রায় কুমারগ্রাম থেকে যোগ দেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, আলিপুরদুয়ারের আইএনটিটিইউসি'র সভাপতি বিনোদ মিঞ্জ-সহ তৃণমূল কংগ্রেসের চা বাগান মজদুর ইউনিয়নের চেয়ারম্যান বিরেন্দ্র বারা-সহ অন্যান্যরা ।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা নিউ ল্যান্ডস চা বাগান, কার্তিকা চা বাগান হয়ে ধওলাঝোরা চা বাগানে মিটিং করে আটিয়াবাড়ি চা বাগানে রাত্রিবাস করবেন । বুধবার আটিয়াবাড়ি চা বাগান থেকে চুয়াপাড়া চা বাগান, মধু চা বাগান হয়ে ভার্নোবাড়ি চা বাগানে বৈঠক করবেন সংগঠনের নেতারা । বীরপাড়ায় পথের সাথিতে রাত্রিবাস করবেন পদযাত্রায় অংশগ্রহণকারী । 10 এপ্রিল গোপালপুর চা বাগান থেকে আর্যমান চা বাগান হয়ে কাদম্বিনি চা বাগান হয়ে দলগাঁও চা বাগানে বৈঠক করবেন তৃণমূল নেতারা । সেদিন রাতে জলপাইগুড়ির গয়েরকাটাতে রাত্রিযাপন করবেন পযযাত্রায় অংশ নেওয়া আলিপুরদুয়ারের চা শ্রমিকরা ।
এদিন জলপাইগুড়ির চা শ্রমিকরা জেলার শেষ প্রান্ত এলেনবাড়ি থেকে পদযাত্রা শুরু করেন আইএনটিটিইউসি জেলা সভাপতি তপন দে-সহ তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়নের সদস্য সমর্থকরা । এলেনবাড়ি থেকে পদযাত্রাটি শুরু হয় । সেখান থেকে বাগরাকোট, মীনা মোড় হয়ে ওদলাবাড়িতে বৈঠক করেন নেতারা । এরপর ডামডিম হয়ে চালসাতে রাত্রিযাপন করবেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা । 9 তারিখ চালসা থেকে চ্যাংমারি গ্রামপঞ্চায়েতের ময়দানে বৈঠক করে পদযাত্রাটি গ্রাসমোর চা বাগানে যাবে । রাতে নাগরাকাটাতে রাত্রিবাস করবে ।
পরের দিন বানারহাটে বৈঠক করে লক্ষ্মীপাড়া চা বাগান হয়ে হলদিবাড়ি চা বাগানে আসবে পদযাত্রাটি । রাতে গয়েরকাটাতে রাত্রিবাস করবেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পদযাত্রার অংশগ্রহণকারীরা । 11 এপ্রিল জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের সামনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পদযাত্রার অংশগ্রহণকারীরা জমায়েত হবেন । সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা মিছিল করে শহর পরিক্রমা করে পিএফ অফিস ঘেরাও করতে যাবেন ।