ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সল্টলেকে পরিবহণ বৈঠক, রেষারেষি রুখতে কড়া নির্দেশ ? - TRANSPORT MEETING

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সল্টলেকে গুরুত্বপূর্ণ পরিবহণ বৈঠক ৷ বাসের রেষারেষি রুখতে কড়া নির্দেশ নেওয়া হতে পারে ৷

ETV BHARAT
মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সল্টলেকে গুরুত্বপূর্ণ পরিবহণ বৈঠক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 3:14 PM IST

কলকাতা, 14 নভেম্বর: রাজ্যে একের পর এক দুর্ঘটনা ঘটছে । যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী পাহাড় সফরে থাকাকালীন সল্টলেকে একটি দুর্ঘটনার খবর তাঁর কাছে পৌঁছেছে । তিনি দ্রুত বিষয়টি দেখার জন্য রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে বৈঠকে বসার নির্দেশ দেন । যেভাবে একের পর এক দুর্ঘটনা বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ সল্টলেকের নগর উন্নয়নভবনে বৈঠকে বসছেন পরিবহণমন্ত্রী ।

তিনি ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, থাকবেন কলকাতা ও বিধান নগর দুই কমিশনারেটের কমিশনাররা । উপস্থিত থাকবেন ডিজি রাজীব কুমারও । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগের পর, রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কম ছিল । কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে । এই অবস্থায় পুলিশ, পুরসভা, এবং পরিবহণ দফতরকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই আজ বৈঠকে বসছেন তাঁরা । সল্টলেকে নগরোন্নয়ন ভবনে বিকেল পাঁচটায় এই বৈঠক হবে । এই বৈঠকে বিভিন্ন পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত সংগঠনগুলিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে । উপস্থিত থাকবেন সরকারি পরিবহণ নিগম, সরকারি ও বেসরকারি বাস ইউনিয়ন, অটো ইউনিয়ন, ট্রাক ইউনিয়নের কর্তাব্যক্তিরা । থাকবে বাসমালিক সংগঠন । যাতে রেষারেষির কারণে আর একটিও প্রাণ না যায়, সেজন্য বদ্ধপরিকর রাজ্য প্রশাসন এদিনের বৈঠক থেকেই রেষারেষি বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারে বলে খবর ।

এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে । তা আরও দৃঢ় করতে হবে । কলকাতা গোটা ভারতে দুর্ঘটনাবিহীন শহরের মধ্যে 1 নম্বরে রয়েছে । রাজ্য রয়েছে 11 নম্বরে । কিন্তু এতেও আমরা সন্তুষ্ট নই । আমরা চাই সম্পূর্ণ দুর্ঘটনাবিহীন বাংলা । আসন্ন বৈঠকেই রেষারেষির বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে রাজ্য । ঘাতক বাসচালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে । সেফ ড্রাইভ সেভ লাইফের নিয়ম যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া আইন আনবে পরিবহণ দফতর ।

কলকাতা, 14 নভেম্বর: রাজ্যে একের পর এক দুর্ঘটনা ঘটছে । যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী পাহাড় সফরে থাকাকালীন সল্টলেকে একটি দুর্ঘটনার খবর তাঁর কাছে পৌঁছেছে । তিনি দ্রুত বিষয়টি দেখার জন্য রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে বৈঠকে বসার নির্দেশ দেন । যেভাবে একের পর এক দুর্ঘটনা বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ সল্টলেকের নগর উন্নয়নভবনে বৈঠকে বসছেন পরিবহণমন্ত্রী ।

তিনি ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, থাকবেন কলকাতা ও বিধান নগর দুই কমিশনারেটের কমিশনাররা । উপস্থিত থাকবেন ডিজি রাজীব কুমারও । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগের পর, রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কম ছিল । কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে । এই অবস্থায় পুলিশ, পুরসভা, এবং পরিবহণ দফতরকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই আজ বৈঠকে বসছেন তাঁরা । সল্টলেকে নগরোন্নয়ন ভবনে বিকেল পাঁচটায় এই বৈঠক হবে । এই বৈঠকে বিভিন্ন পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত সংগঠনগুলিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে । উপস্থিত থাকবেন সরকারি পরিবহণ নিগম, সরকারি ও বেসরকারি বাস ইউনিয়ন, অটো ইউনিয়ন, ট্রাক ইউনিয়নের কর্তাব্যক্তিরা । থাকবে বাসমালিক সংগঠন । যাতে রেষারেষির কারণে আর একটিও প্রাণ না যায়, সেজন্য বদ্ধপরিকর রাজ্য প্রশাসন এদিনের বৈঠক থেকেই রেষারেষি বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারে বলে খবর ।

এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে । তা আরও দৃঢ় করতে হবে । কলকাতা গোটা ভারতে দুর্ঘটনাবিহীন শহরের মধ্যে 1 নম্বরে রয়েছে । রাজ্য রয়েছে 11 নম্বরে । কিন্তু এতেও আমরা সন্তুষ্ট নই । আমরা চাই সম্পূর্ণ দুর্ঘটনাবিহীন বাংলা । আসন্ন বৈঠকেই রেষারেষির বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে রাজ্য । ঘাতক বাসচালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে । সেফ ড্রাইভ সেভ লাইফের নিয়ম যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া আইন আনবে পরিবহণ দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.