কলকাতা, 21 অগস্ট: আরজি কর-কাণ্ডে আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত বিক্ষোভ ৷ চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে কলকাতা থেকে উত্তর 24 পরগনা, মালদা-সহ বিভিন্ন এলাকায় আজও পথে নেমেছেন বহু মানুষ ৷
স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের
'ডাক দিচ্ছে আরজি কর, বিচারের দাবিতে রাস্তা ভর '৷ এই স্লোগানকে সামনে রেখে বুধবার স্বাস্থ্যভবন অভিযান করলেন রাজ্যের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বেলা 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি ৷ মিছিল 3টে 45 মিনিট নাগাদ পৌঁছয় স্বাস্থ্যভবন ৷ আন্দোলনকারীদের মধ্যে 20 জনের প্রতিনিধি দল স্বাস্থ্যভবনের ভিতরে যান ৷ তাঁদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন জুনিয়ার ডাক্তারেরা ৷ অন্যদিকে, আরেক দল জুনিয়ার ডাক্তার আন্দোলন চালান আরজি কর হাসপাতালে ।
কলকাতায় নৃত্যশিল্পীদের প্রতিবাদ মিছিল
আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় বুধবার পথে নামলেন নৃত্যশিল্পীরা ৷ রানিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাজবিহারী পর্যন্ত মিছিল করলেন সারা কলকাতা নৃত্যশিল্পী ও ইন্ডাস্ট্রির নৃত্যশিল্পীরা । বিভোক্ষকারী নৃত্যশিল্পীরা বলেন, "আমরা শুটিং করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা একটা দুটো বেজে যায় ৷ আমরাও আতঙ্কিত। আমরা বিভিন্ন অনুষ্ঠান ও ফিল্মে শুটিং করার পর আমরা যখন বাড়ি যাই, আমাদের বাড়ির মা-বাবারাও চিন্তা করে ।"
শালবনিতে পথে ছাত্রীরা
আরজি কর-কাণ্ডে কলেজের ছাত্রীদের পাশাপাশি এবার পথে নামল স্কুল পড়ুয়ারা । এ দিন পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় ৷ 'পুলিশ তুমি চিন্তা কর তোমার মেয়েও হচ্ছে বড়', 'বাঙাল-ঘটি একটার স্বর জাস্টিস ফর আরজি কর' -এই সব স্লোগানে মুখরিত হয় পথ ।
বারাসতে লোকাল ট্রেনে অভিনব প্রতিবাদ
আরজি কর-কাণ্ডে অভিনব প্রতিবাদ হল বারাসতে ৷ চলন্ত ট্রেনেই উঠল 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান । রীতিমতো ট্রেনের কামরায় হাতে ব্যানার, পোস্টার ও মুখে কালো মাস্ক পরে আরজি করের পৈশাচিক ঘটনায় সরব হলেন রেলযাত্রীদের একাংশ । বুধবার এমনই ঘটনার সাক্ষী থেকেছে শিয়ালদা-হাসনাবাদ এবং শিয়ালদা-বনগাঁ শাখার রেলযাত্রীরা ।
আরজি করের মহিলা চিকিৎসক খুনে একদিকে বারাসত-হাসনাবাদ লোকালের ট্রেনযাত্রীরা যেমন বিচার চেয়ে সরব হয়েছেন অন্যদিকে, এই ঘটনায় নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন ডাউন গোবরডাঙা-শিয়ালদা লোকালের রেলযাত্রীরা ।
এই বিষয়ে শিল্পী নন্দী নামে এক মহিলা যাত্রী বলেন, "শহর থেকে গ্রাম, সব জায়গাতেই আরজি করের ঘটনা নিয়ে আন্দোলন চলছে । যে যার মতো করে প্রতিবাদ করছে । তাই আমরাও আমাদের মতো এদিন ট্রেনের কামরার ভিতরে নীরব প্রতিবাদ জানালাম । এখন তো খারাপ সময় । সেকারণে মুখে কালো মাস্ক পরেছি আমরা । সকলের মতো আমরাও চাইছি আরজি করের ঘটনায় সুবিচার পাক নির্যাতিতার পরিবার ।"
হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত গ্রামে মহিলাদের মিছিল
যেখানে মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক ও নার্সকে নিগ্রহ করার দায়ে জেলে গিয়েছেন তৃণমূল নেতা, যেখানে ঘাসফুলের মঞ্চ থেকে 'মমতা ব্যানার্জির ফাঁসি চাই' স্লোগানে গলা মিলিয়ে বিতর্কের মুখে খোদ মন্ত্রী, সেই হরিশ্চন্দ্রপুরেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মহিলারা ৷ 'অভয়া'কে খুন ও ধর্ষণের ঘটনায় তাঁদের প্রতিবাদ বুঝিয়ে দিয়েছে, রোষ শুধু শহরে আবদ্ধ নয়, ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরেও ৷ সেই প্রতিবাদ মিছিলে তাঁদের সঙ্গে পা মিলিয়ে ছেলেরা বার্তা দিলেন, পাশে আছেন তাঁরাও ৷ সেটা প্রতিবাদেই হোক কিংবা নারী নিরাপত্তায় ৷
মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুরের পিপলা থেকে শুরু হয় মহিলাদের মিছিল ৷ গোটা হরিশ্চন্দ্রপুর ঘুরে মিছিল শেষ হয় শহিদ মোড়ে ৷ চোখে ক্ষোভের বারুদ নিয়ে মিছিলে সামিল ছিলেন পাঁচশোরও বেশি মহিলা ৷ মিছিলে চোখে পড়েছে প্রতিবাদের স্লোগান লেখা পোস্টার-ব্যানারও ৷ সবার একটাই দাবি, নারকীয় এই ঘটনার দ্রুত কিনারা করতে হবে ৷ দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ৷ তার সঙ্গে রাজ্যের প্রতিটি প্রান্তে সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ শহিদ মোড়ে তাঁরা মোমবাতি জ্বালিয়ে 'অভয়া'র আত্মার শান্তি কামনা করেন ৷
প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন জয়া সান্যাল ৷ তিনি বলেন, "ভুললে চলবে না, সেদিন অভয়ার চোখ থেকে জল বেরোয়নি ৷ বেরিয়েছিল রক্ত ৷ ঘটনার পর সাতদিন কেটে গিয়েছে ৷ এখনও সুবিচার পাওয়া যায়নি ৷ সব দোষীরাও সামনে আসেনি ৷ শুধু একজনকে ধরলে চলবে না ৷ আজ প্রতিটি মানুষের দাবি, অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রতিটি দোষীর কঠোর শাস্তি চাই ৷ যতক্ষণ না আমরা প্রতিটি দোষীকে সামনে আনতে পারছি, ততক্ষণ অভয়ার আত্মা শান্তি পাবে না ৷ সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি ৷ প্রয়োজনে আবারও নামব ৷ বারবার নামব ৷ সুবিচার পেতেই হবে ৷"