ETV Bharat / state

তাপপ্রবাহের জ্বালা থেকে বাঁচতে দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় - Digha Sea Beach

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 8:55 PM IST

Digha Sea Beach: দিঘায় সবে বর্ষার প্রাক বৃষ্টি শুরু হয়েছে। তারপর বৃহস্পতিবার সমুদ্রের ঢেউ গার্ড ওয়াল টপকে রাস্তার উপর আছড়ে পড়ছে। সমুদ্রে ঢেউয়ের আনন্দে মেতেছেন দিঘায় আগত পর্যটকরা।

Digha Sea Beach
পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায় (ইটিভি ভারত)

দিঘা, 21 জুন: রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘা । বাঙালির প্রথম পছন্দের জায়গা। গরমের হাত থেকে স্বস্তি পেতে বহু মানুষ পাড়ি দিয়েছেন দিঘায়। শুক্রবারের দিঘা সমুদ্র সৈকত কার্যত জনপ্লাবনে মুখরিত। সতর্ক রয়েছে প্রশাসন। তীব্র তাপপ্রবাহের জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে ৷ সমুদ্র সৈকত দিঘা উপকূলে বর্ষার আনন্দে মেতেছেন পর্যটকরা।

দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় (ইটিভি ভারত)

শুক্রবার জোয়ারের সময় গার্ড ওয়াল টপকে ঢেউ আছড়ে পড়ছে রাস্তার উপর। রাস্তার উপর পর্যটকরা সমুদ্রের জল উপভোগ করছেন। শনিবার ও রবিবার ছুটি রয়েছে। তাই ভ্রমণপিপাসুরা আর দেরি না-করে শুক্রবার সকাল থেকে হাজির হয়ে গিয়েছেন সমুদ্র সৈকত দিঘায়। উপকূলবর্তী সমুদ্র সৈকত দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গে উত্তাল রয়েছে সমুদ্র।

দিঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন সেইভাবে উত্তাল সমুদ্রকে দেখে তারাও খুশি। সমুদ্রের এমন রূপ দেখেন খুশি পর্যটকরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সারাদিন চলবে বৃষ্টি ৷ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ দীর্ঘদিন ধরেই গরমে দহন জ্বালা চলছিল। অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলেছে। সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়া উন্নতি হলে সমুদ্রস্নানে মেতে উঠবেন পর্যটকরা ।

দিঘা পুলিশ প্রশাসন ও নুলিয়াদের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রের জলে কাউকে নামতে দেওয়া হয়নি । তাই পর্যটকেরা সমুদ্রের গার্ড ওয়ালের নিচে বসে সমুদ্রের জলের মজা নিচ্ছে ।

দিঘা, 21 জুন: রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘা । বাঙালির প্রথম পছন্দের জায়গা। গরমের হাত থেকে স্বস্তি পেতে বহু মানুষ পাড়ি দিয়েছেন দিঘায়। শুক্রবারের দিঘা সমুদ্র সৈকত কার্যত জনপ্লাবনে মুখরিত। সতর্ক রয়েছে প্রশাসন। তীব্র তাপপ্রবাহের জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে ৷ সমুদ্র সৈকত দিঘা উপকূলে বর্ষার আনন্দে মেতেছেন পর্যটকরা।

দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় (ইটিভি ভারত)

শুক্রবার জোয়ারের সময় গার্ড ওয়াল টপকে ঢেউ আছড়ে পড়ছে রাস্তার উপর। রাস্তার উপর পর্যটকরা সমুদ্রের জল উপভোগ করছেন। শনিবার ও রবিবার ছুটি রয়েছে। তাই ভ্রমণপিপাসুরা আর দেরি না-করে শুক্রবার সকাল থেকে হাজির হয়ে গিয়েছেন সমুদ্র সৈকত দিঘায়। উপকূলবর্তী সমুদ্র সৈকত দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গে উত্তাল রয়েছে সমুদ্র।

দিঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন সেইভাবে উত্তাল সমুদ্রকে দেখে তারাও খুশি। সমুদ্রের এমন রূপ দেখেন খুশি পর্যটকরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সারাদিন চলবে বৃষ্টি ৷ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ দীর্ঘদিন ধরেই গরমে দহন জ্বালা চলছিল। অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলেছে। সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকদের বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়া উন্নতি হলে সমুদ্রস্নানে মেতে উঠবেন পর্যটকরা ।

দিঘা পুলিশ প্রশাসন ও নুলিয়াদের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রের জলে কাউকে নামতে দেওয়া হয়নি । তাই পর্যটকেরা সমুদ্রের গার্ড ওয়ালের নিচে বসে সমুদ্রের জলের মজা নিচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.