ETV Bharat / state

আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

WB Weather Update: মঙ্গলবার ও বুধবার রাজ্যের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ সেইসঙ্গে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ৷ আজ কোন কোন জেলা ভিজবে, তা জানাল হাওয়া অফিস ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 6:55 AM IST

ফাইল ছবি
WB Weather Update

কলকাতা, 27 ফেব্রুয়ারি: শিরশিরে ঠান্ডার অনুভূতি এখন বঙ্গজুড়ে। দিনে হালকা গরম লাগলেও ভোরে ও সূর্য ডোবার পরে ঠান্ডার অনুভূতি বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশের কারণেই এই পরিস্থিতি। তবে এই পরিস্থিতি সাময়িক। আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশকিছু জেলায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস আরও বেশিকিছু জেলায় রয়েছে, তার বেশিকিছু নয়।

  • আজ দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুই থেকে এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
  • কলকাতাতে আজ দিনের আকাশ প্রধানত মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । আগামিকাল থেকে শুষ্ক আবহাওয়া হবে। তাপমাত্রাও বাড়বে।

সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রির নীচে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নীচে থাকলেই ঠান্ডার শিরশিরানি অনুভূত হয়। এক্ষেত্রে সেটাই হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83 শতাংশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. দিন শুরুর আগে দেখে নিন আজ আপনার ভাগ্যে কী রয়েছে ?
  2. কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন কারা, জানুন ইটিভি ভারতের সাপ্তাহিক রাশিফলে
  3. বছর শুরুতেই মন উড়ুউ়ড়ু ? আপনার ঠিকানা হোক রাজ্যের শেষ সীমানা সাঙ্গসেরে গ্রাম

কলকাতা, 27 ফেব্রুয়ারি: শিরশিরে ঠান্ডার অনুভূতি এখন বঙ্গজুড়ে। দিনে হালকা গরম লাগলেও ভোরে ও সূর্য ডোবার পরে ঠান্ডার অনুভূতি বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশের কারণেই এই পরিস্থিতি। তবে এই পরিস্থিতি সাময়িক। আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশকিছু জেলায় ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস আরও বেশিকিছু জেলায় রয়েছে, তার বেশিকিছু নয়।

  • আজ দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুই থেকে এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, এমনকী শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
  • কলকাতাতে আজ দিনের আকাশ প্রধানত মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । আগামিকাল থেকে শুষ্ক আবহাওয়া হবে। তাপমাত্রাও বাড়বে।

সোমবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রির নীচে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নীচে থাকলেই ঠান্ডার শিরশিরানি অনুভূত হয়। এক্ষেত্রে সেটাই হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83 শতাংশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 19 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:

  1. দিন শুরুর আগে দেখে নিন আজ আপনার ভাগ্যে কী রয়েছে ?
  2. কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন কারা, জানুন ইটিভি ভারতের সাপ্তাহিক রাশিফলে
  3. বছর শুরুতেই মন উড়ুউ়ড়ু ? আপনার ঠিকানা হোক রাজ্যের শেষ সীমানা সাঙ্গসেরে গ্রাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.