ETV Bharat / state

সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ! সুকান্তর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় এফআইআর টিএমসিপি’র - FIR AGAINST SUKANTA MAJUMDAR

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ ৷ বসিরহাট, মধ্যমগ্রাম, বর্ধমান ও বাঁকুড়া সদর থানায় এফআইআর ৷

FIR AGAINST SUKANTA MAJUMDAR
রাজ্যের একাধিক থানায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর টিএমসিপি’র ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 14, 2025 at 8:22 PM IST

3 Min Read

বসিরহাট, 14 এপ্রিল: মুর্শিদাবাদের অশান্তিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ রাজ্য পুলিশের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য ও ছবি যাতে না-ছড়ানো হয়, তা নিয়ে সতর্ক করা হয়েছে ৷ তারই মধ্যে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সোশালে ছবি পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে ৷ এবার সেই ঘটনায় সুকান্তর বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগে এফআইআর দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ ৷

অভিযোগ উঠেছে, সুকান্ত ভিনরাজ্যের হিংসার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেই অভিযোগে রাজ্যের বিভিন্ন থানায় রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে একাধিক থানায় এই এফআইআর দায়ের হয়েছে ৷ সোমবার উত্তর 24 পরগনার বসিরহাট ও মধ‍্যমগ্রাম থানায় অভিযোগ জমা পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ৷

রাজ্যের একাধিক থানায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর টিএমসিপি’র ৷ (ইটিভি ভারত)

তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ করা হয়েছে, সুকান্ত মজুমদার যে ছবিগুলি পোস্ট করেছেন, তা এ রাজ্যের নয় ৷ ভিনরাজ্যের অশান্তির ছবিকে পশ্চিমবঙ্গের বলে অশান্তিতে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তিনি ৷ এ নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বলেন, "কলকাতা পুলিশ ভিডিয়োগুলিকে ফেক বলে জানানোর পর সুকান্ত মজুমদার সেগুলি ডিলিট করে দেন ৷ কিন্তু, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী ৷ দায়িত্বপূর্ণ পদে থেকে কীভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেন ৷"

বসিরহাট থানায় সুকান্তর বিরুদ্ধে অভিযোগের সময় বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় এই এফআইআর দায়ের করছে টিএমসিপি-র জেলা নেতৃত্ব ৷

FIR AGAINST SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় এফআইআর টিএমসিপি-র ৷ (ইটিভি ভারত)

একইভাবে এই ইস্যুতে বাঁকুড়া সদর থানাতেও জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুকান্তর নামে এফআইআর দায়ের করা হয় ৷ সেখানে বাঁকুড়া জেলা টিএমসিপি-র সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু এই অভিযোগ দায়ের করেন ৷ তিনি বলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের নেশায় এখন সোশাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করছে ৷ যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সোশাল মিডিয়ায় অন্য রাজ্যে ঘটনার ছবি বাংলার বলে পোস্ট করেছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগে অভিযোগ দায়ের করেছি ৷"

FIR AGAINST SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বসিরহাট থানায় এফআইআর টিএমসিপি-র ৷ (ইটিভি ভারত)

পূর্ব বর্ধমানেও সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জেলা তৃণমূল ছাত্র পরিষদ ৷ সংগঠনের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, "বেশ কয়েকদিন ধরে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী বারবার করে বিজেপির পাতা ফাঁদে পা না-দেওয়ার আবেদন করেছেন ৷ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপির নেতা-মন্ত্রীরা এক্স হ্যান্ডেলে ফেক ছবি ছড়িয়ে বাংলা জুড়ে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ৷ তার প্রতিবাদে আমরা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ বালুরঘাটের এমপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছিলেন ৷ ছবি পোস্টের দু’ঘণ্টা পরে তিনি সেই ছবি সরিয়ে নেন ৷ কিন্তু, এই দু’ঘণ্টায় সেই ছবি সারা বাংলা জুড়ে যেভাবে ছড়িয়েছে, তাতে বাংলা অশান্ত হয়েছে ৷"

FIR AGAINST SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বর্ধমান থানায় এফআইআর টিএমসিপি-র ৷ (ইটিভি ভারত)

বসিরহাট, 14 এপ্রিল: মুর্শিদাবাদের অশান্তিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ রাজ্য পুলিশের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য ও ছবি যাতে না-ছড়ানো হয়, তা নিয়ে সতর্ক করা হয়েছে ৷ তারই মধ্যে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সোশালে ছবি পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে ৷ এবার সেই ঘটনায় সুকান্তর বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগে এফআইআর দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ ৷

অভিযোগ উঠেছে, সুকান্ত ভিনরাজ্যের হিংসার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেই অভিযোগে রাজ্যের বিভিন্ন থানায় রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে একাধিক থানায় এই এফআইআর দায়ের হয়েছে ৷ সোমবার উত্তর 24 পরগনার বসিরহাট ও মধ‍্যমগ্রাম থানায় অভিযোগ জমা পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ৷

রাজ্যের একাধিক থানায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর টিএমসিপি’র ৷ (ইটিভি ভারত)

তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিযোগ করা হয়েছে, সুকান্ত মজুমদার যে ছবিগুলি পোস্ট করেছেন, তা এ রাজ্যের নয় ৷ ভিনরাজ্যের অশান্তির ছবিকে পশ্চিমবঙ্গের বলে অশান্তিতে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তিনি ৷ এ নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বলেন, "কলকাতা পুলিশ ভিডিয়োগুলিকে ফেক বলে জানানোর পর সুকান্ত মজুমদার সেগুলি ডিলিট করে দেন ৷ কিন্তু, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী ৷ দায়িত্বপূর্ণ পদে থেকে কীভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেন ৷"

বসিরহাট থানায় সুকান্তর বিরুদ্ধে অভিযোগের সময় বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় এই এফআইআর দায়ের করছে টিএমসিপি-র জেলা নেতৃত্ব ৷

FIR AGAINST SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় এফআইআর টিএমসিপি-র ৷ (ইটিভি ভারত)

একইভাবে এই ইস্যুতে বাঁকুড়া সদর থানাতেও জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে সুকান্তর নামে এফআইআর দায়ের করা হয় ৷ সেখানে বাঁকুড়া জেলা টিএমসিপি-র সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু এই অভিযোগ দায়ের করেন ৷ তিনি বলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের নেশায় এখন সোশাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করছে ৷ যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সোশাল মিডিয়ায় অন্য রাজ্যে ঘটনার ছবি বাংলার বলে পোস্ট করেছেন ৷ আমরা তাঁর বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগে অভিযোগ দায়ের করেছি ৷"

FIR AGAINST SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বসিরহাট থানায় এফআইআর টিএমসিপি-র ৷ (ইটিভি ভারত)

পূর্ব বর্ধমানেও সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জেলা তৃণমূল ছাত্র পরিষদ ৷ সংগঠনের সভাপতি স্বরাজ ঘোষ বলেন, "বেশ কয়েকদিন ধরে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী বারবার করে বিজেপির পাতা ফাঁদে পা না-দেওয়ার আবেদন করেছেন ৷ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপির নেতা-মন্ত্রীরা এক্স হ্যান্ডেলে ফেক ছবি ছড়িয়ে বাংলা জুড়ে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ৷ তার প্রতিবাদে আমরা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ বালুরঘাটের এমপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছিলেন ৷ ছবি পোস্টের দু’ঘণ্টা পরে তিনি সেই ছবি সরিয়ে নেন ৷ কিন্তু, এই দু’ঘণ্টায় সেই ছবি সারা বাংলা জুড়ে যেভাবে ছড়িয়েছে, তাতে বাংলা অশান্ত হয়েছে ৷"

FIR AGAINST SUKANTA MAJUMDAR
সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বর্ধমান থানায় এফআইআর টিএমসিপি-র ৷ (ইটিভি ভারত)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.