ETV Bharat / state

সাইকেল রাখা নিয়ে বচসা, প্রতিবাদীর চোখ উপড়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে - NEW BARRACKPORE MANS EYES GOUGED

আক্রান্ত ব‍্যক্তির বাঁ চোখ থেকে প্রবল রক্তপাত হতে শুরু করে। সেই অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে গিয়ে ভর্তি করা হয় কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে।

NEW BARRACKPORE MANS EYES GOUGED
প্রতিবাদীর চোখ উপড়ে নেওয়ার অভিযোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 24, 2025 at 10:57 PM IST

2 Min Read

নিউ ব‍্যারাকপুর, 24 মার্চ: সাইকেল রাখা নিয়ে সামান্য বচসা। তার জেরে প্রতিবাদী ব‍্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার নিউ ব‍্যারাকপুরে। অন‍্যদিকে, সোমবার সকালে পরিবারের অভিযোগ পেয়ে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে নিউ ব‍্যারাকপুর থানার পুলিশ। ধৃতকে এদিন দুপুরে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আক্রান্ত ব‍্যক্তির নাম নন্দী বিশ্বাস। আপাতত তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছে বলে দাবি পরিবারের তরফে। ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আক্রান্ত ব‍্যক্তি নিউ ব‍্যারাকপুরের লেলিনগড়ের বাসিন্দা। রবিবার রাতে তাঁর বাড়ির সামনের গলিতে কয়েকজন যুবক সাইকেল রেখেছিল। তার জেরে মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। যার প্রতিবাদ করেছিলেন ওই ব‍্যক্তি। অভিযোগ, এরপরই তাঁর ওপর চড়াও হয় যুবকরা। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় প্রতিবাদী ব‍্যক্তিকে। চোখও উপড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপর, চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পরিবারের সদস্যরা। অভিযোগ, মারধরের প্রতিবাদ করায় তাঁদের কয়েকজনও আক্রান্ত হন হামলাকারী যুবকদের হাতে ৷ শেষে গন্ডগোলের খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে, মারধরের জেরে আক্রান্ত ব‍্যক্তির বাম চোখ থেকে একসময় প্রবল রক্তপাত হতে শুরু করে। সেই অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে গিয়ে ভর্তি করা হয় কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে। সেখানেই গভীর রাতে তাঁর অস্ত্রোপচার হয়। তবে, অস্ত্রোপচার হলেও আক্রান্ত ব‍্যক্তির বাঁ চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে কি না, তা নিয়ে সন্দিহান চিকিৎসকরাও। আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ওই ব‍্যক্তি।

আক্রান্তের পরিবারের দাবি, হামলাকারী যুবকরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী। তাঁদের দাপটে এলাকায় সকলেই 'ত্রস্ত' হয়ে থাকেন। সামান্য সাইকেল রাখা নিয়ে প্রতিবাদ করেছিলেন ওই ব‍্যক্তি। তার জেরে এমনভাবে মারধর করা হয়েছে তাঁকে। গোটা ঘটনাটি বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান দীপা পাইকের সামনেই ঘটেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। পাশাপাশি, এর সঙ্গে রাজনীতির যোগও মানতে চাননি তিনি।

নিউ ব‍্যারাকপুর, 24 মার্চ: সাইকেল রাখা নিয়ে সামান্য বচসা। তার জেরে প্রতিবাদী ব‍্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়ায় উত্তর 24 পরগনার নিউ ব‍্যারাকপুরে। অন‍্যদিকে, সোমবার সকালে পরিবারের অভিযোগ পেয়ে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে নিউ ব‍্যারাকপুর থানার পুলিশ। ধৃতকে এদিন দুপুরে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আক্রান্ত ব‍্যক্তির নাম নন্দী বিশ্বাস। আপাতত তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছে বলে দাবি পরিবারের তরফে। ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, আক্রান্ত ব‍্যক্তি নিউ ব‍্যারাকপুরের লেলিনগড়ের বাসিন্দা। রবিবার রাতে তাঁর বাড়ির সামনের গলিতে কয়েকজন যুবক সাইকেল রেখেছিল। তার জেরে মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। যার প্রতিবাদ করেছিলেন ওই ব‍্যক্তি। অভিযোগ, এরপরই তাঁর ওপর চড়াও হয় যুবকরা। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় প্রতিবাদী ব‍্যক্তিকে। চোখও উপড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপর, চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পরিবারের সদস্যরা। অভিযোগ, মারধরের প্রতিবাদ করায় তাঁদের কয়েকজনও আক্রান্ত হন হামলাকারী যুবকদের হাতে ৷ শেষে গন্ডগোলের খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে, মারধরের জেরে আক্রান্ত ব‍্যক্তির বাম চোখ থেকে একসময় প্রবল রক্তপাত হতে শুরু করে। সেই অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে গিয়ে ভর্তি করা হয় কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে। সেখানেই গভীর রাতে তাঁর অস্ত্রোপচার হয়। তবে, অস্ত্রোপচার হলেও আক্রান্ত ব‍্যক্তির বাঁ চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে কি না, তা নিয়ে সন্দিহান চিকিৎসকরাও। আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ওই ব‍্যক্তি।

আক্রান্তের পরিবারের দাবি, হামলাকারী যুবকরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী। তাঁদের দাপটে এলাকায় সকলেই 'ত্রস্ত' হয়ে থাকেন। সামান্য সাইকেল রাখা নিয়ে প্রতিবাদ করেছিলেন ওই ব‍্যক্তি। তার জেরে এমনভাবে মারধর করা হয়েছে তাঁকে। গোটা ঘটনাটি বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান দীপা পাইকের সামনেই ঘটেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। পাশাপাশি, এর সঙ্গে রাজনীতির যোগও মানতে চাননি তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.